- Bengali Word সেক, ছেঁক English definition [সেক্, ছেঁক্] (বিশেষ্য) ১ সেচন; সিঞ্চন।
২ আস্তে আস্তে তাপ প্রয়োগ।
{(তৎসম বা সংস্কৃত) √সিচ্+অ(ঘঞ্)}
 - Bengali Word সেকহ্যান্ড  English definition ⇒ শেকহ্যান্ড
 - Bengali Word সেকরা  English definition [শ্যাক্রা] (বিশেষ্য) স্বর্ণকার; যে অলঙ্কারাদি নির্মাণ করে।
□ (বিশেষণ) সোনারু (কখন সেকরা কখন শাঁখারী-ভারতচন্দ্র রায়গুণাকর)।
সেকরানি (স্ত্রীলিঙ্গ)।
{(আরবি) সিক্কাহ}