• Bengali Word কুম্ভ English definition [কুম্‌ভো] (বিশেষ্য) ১ ঘট; কলস (তোমার কুম্ভভরা রূপের একটি রেণু-(কাজী নজরুল ইসলাম))। ২ (জ্যোশা) দ্বাদশ রাশির একাদশ রাশি। ৩ হাতির মাথার দুই পাশের মাংসপিণ্ড। কুম্ভকার (বিশেষ্য) কুমোর; মাটির হাঁড়ি পাতিল ইত্যাদির নির্মাতা। কুম্ভমেলা (বিশেষ্য) দ্বাদশ বৎসর পর পর মাঘ ফাল্গুন মাসে তিথি বিশেষে হরিদ্বার, প্রয়োগ, দ্বারকায় মেলা ও সাধু সন্ন্যাসীদের মহসম্মেলন। কুম্ভশালা, কুম্ভশাল (বিশেষ্য) কুমোরের পোয়ানঘর; কুমোরশাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√উন্‌ভ্‌+অ(অচ্‌)}