• Bengali Word কুব্জ English definition [কুব্‌জো] (বিশেষণ) কুঁজা; কুঁজো। □ (বিশেষ্য) বাঁকাপিঠ; ন্যুব্জপৃষ্ঠ; বক্রপৃষ্ঠ; কুঁজবিশিষ্ট। কুব্জা, কুব্জী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। ১ কুঁজবিশিষ্টা। ২ কংসের এক দাসীর নাম; শ্রীকৃষ্ণের এক প্রণয়িণী (কুব্জা ও বাঁকা শ্যামও বাঁকা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ রামায়ণোক্ত মন্থরা দাসী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√উব্‌জ্‌ (সরণ)+ অ(অচ্‌), গ্রি. kuphos; লা. Gibbus; (বহুব্রীহি সমাস)}