• Bengali Word কসম , কছম ২ English definition [কসোম্‌, কছোম্‌] (বিশেষ্য) শপথ; কিরা; দিব্যি (মাশুকের বাহু ছাড়ায়ে আশিক কসম করিছে হবে শহীদ-কাজী নজরুল ইসলাম)।কসম খাওয়া (ক্রিয়া) শপথ করা; দিব্যি করা (গা ছুঁয়ে কসম খেয়ে আর- আজিমুদ্দীন)। কসম দিব্যি (বিশেষ্য) শপথ; কিরা (হরবকৎ কথার পিঠে কথা বলবে এমন কোনো কসম দিব্যি নেই-সৈয়দ মুজতবা আলী)। কসমাকসমি (বিশেষ্য ) উভয় পক্ষের শপথ করণ। {(আরবি) কসম }
    • Bengali Word কসমস English definition [কস্‌মস্‌] (বিশেষ্য) ফুল বিশেষ। {(ইংরেজি) cocmos}