• Bengali Word খর্পর English definition [খর্‌পর্‌] (বিশেষ্য) ১ খোলা; খাপরা; মেটে হাঁড়ির ভগ্ন অংশ (অন্ন খুঁটে খেতে হবে প্যারিসের পঙ্কিল খর্পরে-বুদ্ধদেব বসু)। ২ মাথার খুলি (খর্পরে পান করিয়াছ তুমি দুঃশাসনের দর্পমোহে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ ভিক্ষাপাত্র। ৪ ধূর্ত; চোর। {সা. কর্পর>(প্রাকৃত) খর্পর}