• Bengali Word কমল English definition [কমোল্‌] (বিশেষ্য) ১ পদ্ম। ২ জল (কুলকুল করিয়ে কমল-ঘনরাম চক্রবর্তী)।কমলজ (বিশেষ্য) ১ জলজ; পদ্ম (কমল বয়ান নয়ান মনোহর-দৌলত উজির বাহরাম খান)। ২ বিষ্ণুর নাভিকমল জাত ব্রহ্মা। কমলযোনি (বিশেষ্য) কমল যাঁর উৎপত্তিস্থান অর্থাৎ ব্রহ্মা। কমলালয়া, কমলাসনা (বিশেষ্য) লক্ষ্মী। কমলাসন (বিশেষ্য) ব্রহ্মা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্‌+অল(অলচ্‌)}