ক পৃষ্ঠা ১১
- Bengali Word কনকন ২ English definition [কন্কন্] (বিশেষ্য) তীক্ষ্ণ অনুভূতিসূচক শব্দ (দাঁত কনকন করা)। কনকনানি বি। কনকনে (বিশেষণ) তীব্র; তীক্ষ্ণ অনুভূতি সৃষ্টি করে এরূপ (কনকনে শীত)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কনকলতা English definition [কনোক্লতা] (বিশেষ্য) স্বর্ণলতা; আলোকলতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনক+লতা}
- Bengali Word কনকাম্ভোজ English definition [কনোকাম্ভোজ্] (বিশেষ্য) ১ স্বর্ণ শতদল; স্বর্ণপদ্ম। ২ ((আলঙ্কারিক)) গৌরবময় পূর্ণ বিকাশ; গৌরবমণ্ডিত মহৎ প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনক+অম্ভোজ}
- Bengali Word কনফারেন্স English definition [কন্ফারেন্স্] (বিশেষ্য) সভা; সম্মেলন; আলোচনা-সভা (তার প্রমাণ আমাদের কনফারেন্স-কন্গ্রেসে নিত্যই পাওয়া যায়- প্রথম চৌধুরী)। {(ইংরেজি) conference}
- Bengali Word কনফিডেনসিয়াল English definition [কন্ফিডেন্শিয়াল্] (বিশেষণ) গোপনীয়। {(ইংরেজি) confidential}
- Bengali Word কনভোকেশন English definition [কন্ভোকেশন্] (বিশেষ্য) সমাবর্তন অনুষ্ঠান; বিশ্ববিদ্যালয়ের উপাধি বিতরণ সভা। {(ইংরেজি) Convocation}
- Bengali Word কনসার্ট , কনসাট English definition [কন্সার্ট, কন্সাট্] (বিশেষ্য) ঐকতান; বিভিন্ন কন্ঠ বা যন্ত্র থেকে উত্থিত বিভিন্ন সুরের যোগে সৃষ্ট একতান (কনসার্ট আরম্ভ হইল -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) concert}
- Bengali Word কনসাল্ট English definition [কন্সাল্ট্] (বিশেষ্য) ১ দেখা (অভিধান কনসাল্ট করিয়া লিখিতে হয়-কাজী দীন মোহাম্মদ)। ২ আলোচনা (কনসাল্ট করা)। {(ইংরেজি) Consult}
- Bengali Word কনস্টবল , কনস্টেবল English definition [কন্স্টবল্, কন্স্টেবল্] (বিশেষ্য) পাহারাদার; পুলিশ প্রহরী; সরকারের শান্তিরক্ষী; থানার সিপাহি। {(ইংরেজি ) Constable}
- Bengali Word কনিষ্ঠ English definition [কোনিশ্ঠো] (বিশেষণ) ১ সকলের ছোট (কনিষ্ঠ পুত্র)। ২ বয়সে ছোট (বয়ঃকনিষ্ঠ)। ৩ অনুজ (কনিষ্ঠ ভ্রাতা)। কনিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ সকলের ছোট। ২ বয়সে ছোট। ৩ অনুজা। □ (বিশেষ্য) কড়ে আঙুল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) যুবন্+ ইষ্ঠ(ইষ্ঠন্)}
- Bengali Word কনীনিকা English definition [কোনিনিকা] (বিশেষ্য) ১ চোখের তারা; চক্ষুর মণি; pupil (যেন অন্ধ আঁখির আভাস, নেত্র আছে, নাই কনীনিকা-মোহিতলাল মজুমদার)। ২ কনিষ্ঠাঙ্গুলি; কড়ে আঙুল। ৩ ছোট বোন; কনিষ্ঠা ভগিনী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্+ঈযস্+কন্+আ}
- Bengali Word কনীয়সী English definition [কোনিয়োশি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কনিষ্ঠা। □ (বিশেষ্য) অল্পবয়স্কা স্ত্রীলোক(লোকের গতিবিধি অধিক না থাকায় কনীয়সী কথোপকথন আরম্ব করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্+ঈয়স্+ঈ}
- Bengali Word কনীয়ান English definition [কোনিয়ান্] (বিশেষণ) দুইয়ের মধ্যে ছোট বা অল্প বয়স্ক; অতিক্ষুদ্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্(অল্প)+ঈয়স্}
- Bengali Word কনুই English definition [কোনুই] (বিশেষ্য) বাহু ও হস্তের মিলনস্থল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কফোণি>কহোণি>কনুই}
- Bengali Word কনে English definition [কোনে] (বিশেষ্য) ১ বিবাহের পাত্রী; বিবাহ অনুষ্ঠানের বধূ। ২ বিবাহযোগ্য কন্যা; বিবাহের কথাবার্তা চলতে পারে এমন কুমারী। ৩ নববধূ; নব বিবাহিতা কন্যা। কনেবউ (বিশেষ্য) ১ নব বিবাহিতা বধূ। ২ বালিকাবধূ; কচি বউ। ৩ লজ্জাশীলা বধূ। ৪ নববধূর ন্যায় লজ্জাশীলা বা ব্রীড়াময়ী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্যা>কইন্যা>কনে}
- Bengali Word কনেঠ (ব্রজবুলি) English definition [কনেঠ] (বিশেষণ) কনিষ্ঠ (লখইন পারয়ে জেঠ কনেঠ-(বিদ্যাপতি))। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কনিষ্ঠ}
- Bengali Word কন্টক English definition [কন্টোক্, কন্টক] (বিশেষ্য) ১ কাঁটা; লতা-গুল্ম বৃক্ষাদির ছুঁচালো অংশ বিশেষ। ২ মাছের কাঁটা; মাছের হাড়-পাঁজরা। ৩ ((আলঙ্কারিক)) বিঘ্ন; অন্তরায়; বাধা (আহারাদির ব্যবস্থায় পদে পদে কন্টক পড়িতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ((আলঙ্কারিক)) কলঙ্ক; অপবাদ; লজ্জা; নিন্দাজনিত দুঃখের হেতু বলিয়া অবাঞ্ছিত(কুলের কন্টক)। ৫ রোমাঞ্চ। ৬ ((আলঙ্কারিক)) শত্রু।কন্টকফল, কন্টকিফল, কন্টকীফল, কন্টফল, কন্টাফল, কন্টাল (বিশেষ্য) ১ কাঁঠাল। ২ কাঁঠাল গাছ।কন্টকময় (বিশেষণ) ১ কাঁটায় আচ্ছন্ন; কাঁটায় আকীর্ণ। ২ ((আলঙ্কারিক)) দুর্গম।কন্টকশয্যা (বিশেষ্য) ১ কন্টক বিছানো শয্যা; কন্টকে প্রস্তুত শয্যা। ২ যন্ত্রণাময় অবস্থা; দুঃসহ অবস্থা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্ট্+অক(ণ্বুল্)}
- Bengali Word কন্টকাকীর্ণ English definition [কন্টোকাকির্নো] (বিশেষণ) ১ কাঁটায় ছাওয়া। ২ দুর্গম। কন্টকিত (বিশেষণ) ১ কাঁটায় পূর্ণ (কন্টকিত পথ)। ২ দুর্গম; বিঘ্ন পরিপূর্ণ। ৩ রোমঞ্চিত; পুলকিত (কন্টকিত কলেবর)। কন্টকোদ্ধার (বিশেষণ) ১ কাঁটা তুলে ফেলা। ২ অসুবিধার কারণ বা বিঘ্ন দূরীকরণ। ৩ শত্রু দমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টক+আকীর্ণ; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কন্টকী English definition [কন্টোকি] (বিশেষণ) কাঁটাওয়ালা। □ (বিশেষ্য) ১ একজাতীয় কাঁটাযুক্ত বাঁশ; বেউড় বাঁশ। ২ খেজুর জাতীয় কাঁটাযুক্ত গাছ। ৩ অতিরিক্ত কাঁটাওয়ালা মাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টক>}
- Bengali Word কন্টফল , কন্টাল English definition ⇒ কন্টক