ক পৃষ্ঠা ১৪
- Bengali Word কপচানো English definition [কপ্চানো] (ক্রিয়া) ১ অর্থ না বুঝে আওড়ানো বা শেখা কথা বলে যাওয়া; মুখস্থ বা বাঁধা বুলি বলে যাওয়া। ২ বলে যাওয়া; বকবক করা; অনর্থক আওড়ানো (আবহাওয়া থেকে আরম্ভ করে আপনাকে রিলেটিভিটি পর্যন্ত কপচাতে হবে-সৈয়দ মুজতবা আলী)। ৩ মুখস্থ করা; মুখস্থ করার জন্য আওড়াতে থাকা। কপচানি বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃম্ব> √কপ্প> √কপ&চা+ আনো, আনি}
- Bengali Word কপট English definition [কপোট্] (বিশেষ্য) ১ প্রতারক; শঠ, প্রবঞ্চক; মিথ্যাচারী; ভণ্ড (কপট সাধু) ২ ছদ্ম; পরিচয় গোপনকারী; কৃত্রিম (কপট বেশ)। □ (বিশেষ্য) ছল; প্রতারণা; চতুরী; শাঠ্য (শবরূপা হইলা কপটে-ভারতচন্দ্র রায় গুণাকর)। কপটতা, কাপট্য (বিশেষ্য) ছল; প্রবঞ্চনা; শঠতা। কপট প্রণয় (বিশেষ্য) ভালবাসার অভিনয়; কৃত্রিম প্রণয়। কপট প্রবন্ধ ( বিশেষ্য) ছলনা; কৌশল; শাঠ্যজাল। কপটাচরণ, কপটাচার (বিশেষণ) ধূর্ত; মিথ্যাচারী; চতুর; শঠ; ঠক; ছদ্মবেশী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কপ্+অট(অটন্)}
- Bengali Word কপনি , কপ্নি English definition [কোপ্নি] (বিশেষ্য) কৌপীন; নেংটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৌপীন এবং (আরবি) কফনী ; উভয় শব্দ প্রায় সমার্থক; এদের অর্থ-সন্ন্যাসী বা ফকিরের পরিচ্ছদ। (তুলনীয়) মারাঠি-কফণী; (হিন্দী) কফনী; কিন্তু মৈ. কপ্পা; (তৎসম বা সংস্কৃত শব্দ) কূপ+ ঈন> কৌপীন> কোপনি> কপ্নি}
- Bengali Word কপর্দ English definition [কপোর্দো] (বিশেষ্য) শিবের জটা; কড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√প্+দ}
- Bengali Word কপর্দক English definition [কপোর্দক্] (বিশেষ্য) ১ ঐ নামে প্রাচীন মুদ্রার ন্যূনতম ভাগ; কড়ি; সামুদ্রিক প্রাণী বিশেষের খোল। ২ অর্থরূপে ব্যবহৃত কড়ি; দ্রব্য ক্রয়কালে যা মূল্য হিসাবে প্রদান করা হয়। ৩ কড়া; সামান্য পরিমাণ ধন (তোমায় এক কপর্দকও দিব না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ অর্থের সর্বাপেক্ষা তুচ্ছ পরিমাণ; কড়া পরিমাণ ধন (আমার এক কপর্দকও নাই-রাজশেখর বসু (পরশু))। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কপর্দ+ক(কন্)}
- Bengali Word কপর্দী English definition [কপোর্দি] (বিশেষ্য) হিন্দুদের দেবতা শিব; মহাদেব (দেখিলা সম্মুখে দেবী কপর্দী তাপসী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপর্দ+ইন্}
- Bengali Word কপাকপ English definition ⇒ কপ
- Bengali Word কপাট , কবাট English definition [কপাট্, কবাট্] (বিশেষ্য) দরজার পাল্লা; দরজার দুই পাট (ফাতেমাএ দ্বারেতে গেলা, কপাট মেলিয়া দিলা-সৈয়দ সুলতান; কুরের-পুরীর সোনার কবাট হাসির হাওয়ায় যাই খুলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আবরণ (মনের কপাট)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পাটি+ অ(অণ্) = কপাটি>কবাট(প>ব)}
- Bengali Word কপাটক English definition [কপাটক্] (বিশেষ্য) হৃৎপিণ্ড মধ্যবর্তী রক্ত চলাচল নিয়ন্ত্রক-দুয়ার; valve । {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পট্+ণিচ্+অ(অণ্)+ক}
- Bengali Word কপাটি , কবাডি , কবাটি English definition [কপাটি, কবাড়ি, কবাটি] (বিশেষ্য) ১ হা-ডু-ডু খেলা। ২ বন্ধ কপাটির ন্যায় আবদ্ধ অবস্থা (দাঁত কপাটি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাট>; (তুলনীয়) (হিন্দী ) কবড্ডী}
- Bengali Word কপাল English definition [কপাল্] (বিশেষ্য) ১ ললাটদেশ। ২ করোটি; মাথার খুলি (নর-কপাল)। ৩ ভাগ্য; অদৃষ্ট; বিধিলিপি; ললাটলিখন (কপাল যদি আমার ফিরে যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ দুরদৃষ্ট; দুর্ভাগ্য (হা-অদৃষ্ট, হায়রে আমার কপাল-যতীন্দ্রনাথ সেনগুপ্ত)। ৫ কলসের খাপরা; খোলা; কর্পর। ৬ ভিক্ষাপাত্র; টুকনি। কপালক্রমে (ক্রিয়া-বিশেষ্য) ভাগ্যক্রমে; ভাগ্যবশত; অদৃষ্টের আনুকূল্যবশত; সৌভাগ্যগুণে। কপালগুণে (ক্রিয়াবিশেষণ) ১ সৌভাগ্যবশত; ভাগ্যের জোরে। ২ দুর্ভাগ্যবশত; ভাগ্যের দোষে। কপাল চাপড়ানো (ক্রিয়া) ১ শোকবশত শিরে করাঘাত করা; ভাগ্যকে দোষারোপ করে দুঃখ প্রকাশ করা। ২ হায় হায় করা; আফসোস করা। কপাল জোর (বিশেষ্য) অদৃষ্ট বল; প্রবল সৌভাগ্য (কপাল জোরে এ যাত্রা রক্ষে পেলে)। কপাল ঠোকা (ক্রিয়া) ১ হিন্দু প্রথায় প্রণাম করা। ২ মাথা খোঁড়া। ৩ কপাল ঠুকে কাজ আরম্ভ করা; ভাগ্য সম্বন্ধে বৃথা চিন্তা না করে মরিয়া হয়ে কাজে নামা। কপাল পোড়া (বিশেষণ) হতভাগ্য; দুর্ভাগ্য। □ (ক্রিয়া) সৌভাগ্য নষ্ট হওয়া; দুর্ভাগ্যজনক ঘটনা ঘটা। কপাল ফেরা (ক্রিয়া ) ভাগ্যের পরিবর্তন হওয়া; সৌভাগ্যের উদয় হওয়া; অবস্থার উন্নতি হওয়া। কপাল ভাঙা (ক্রিয়া) সৌভাগ্য নষ্ট হওয়া; অবস্থার অবনতি হওয়া; দুর্গতি হওয়া। □ (বিশেষণ) মন্দ অদৃষ্ট; ভাগ্যহত। কপাল মালা (বিশেষ্য) মুণ্ডমালা; নরমুণ্ডের মালা। কপালের খোঁচা, কপালের গেরো, কপালের ফের (বিশেষ্য) দুরদৃষ্ট; মন্দভাগ্য; ভাগ্যদোষ। কপালের লেখা (বিশেষ্য ) বিধিলিপি; ভাগ্যলিপি; ভবিতব্য; অদৃষ্টের লিখন। উঁচু কপাল (বিশেষণ) সৌভাগ্যবান; উন্নত ভাগ্য। ছাই কপাল, ছাই কপালে (বিশেষণ) মন্দ অদৃষ্ট; মন্দভাগ্য; ছাই-চাপা কপাল; পাথর-চাপা কপাল। □ (বিশেষ্য) যার ভাগ্য বরাবর অপ্রসন্ন; যার ভাগ্যে কখনও সুদিন উদয় হয় না; অদৃষ্ট যার প্রতি চিরদিন বিমুখ। পোড় কপাল (বিশেষ্য) ১ মন্দ ভাগ্য; দুর্ভাগ্য। ২ আক্ষেপসূচক উক্তি (ও আমার পোড় কপাল!)। ফাটা কপাল, ভাঙা কপাল (বিশেষ্য) নষ্ট ভাগ্য; খণ্ডিত অদৃষ্ট খণ্ডিত অদৃষ্ট। ফাটা বা ভাঙা কপাল জোড়া লাগা (ক্রিয়া) সৌভাগ্যের পুনরাবির্ভাব হওয়া; নষ্ট ভাগ্য সৌভাগ্যরূপে পরিবর্তিত হওয়া; ভাগ্য চক্রের আবর্তনে সুদিনের পুনরাগমন হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পা+ণিচ্+অ(অণ্); প্রাকৃতকআল}
- Bengali Word কপালি English definition [কপালি] (বিশেষ্য) ১ চৌকাঠের মাথার কাঠ; দ্বারের শীর্ষভাগের কাষ্ঠময় অংশ বিশেষ (গেটের কপালিতে নীলরঙা বিলাতী মাটিতে চাঁদ-তারা-আঁকা-আবুল মনসুর আহমদ)। ২ খেজুর গাছের শীর্ষে যে অংশ থেকে রস সংগৃহীত হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+ বাংলা ই}
- Bengali Word কপালী ১ English definition [কপালি] (বিশেষ্য) শিব; মহাদেব। কপালিনী (স্ত্রীলিঙ্গ) কালীদেবী; বাংলায় এর অর্থ-ভাগ্যবতী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+ইন্}
- Bengali Word কপালী ২ English definition [কপালি] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায় বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+ইন্}
- Bengali Word কপালী ৩ English definition [কপালি] (বিশেষণ) ভাগ্যবান; শুভ অদৃষ্ট সম্পন্ন। কপালিনী (স্ত্রীলিঙ্গ)। আঁটকপালী, উঁচুকপালী, খণ্ড কপালিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) মন্দভাগ্য নারী; দুরদুষ্ট সম্পন্ন হতভাগিনী নারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+ইন্}
- Bengali Word কপালে , কপালিয়া English definition [কপালে, কপালিয়া] (বিশেষ্য) ভাগ্যবান; ভাগ্যবস্তু; সৌভাগ্য সম্পন্ন (কপালে পুরুষ)। আঁটকপালে (বিশেষণ) মন্দভাগ্য; ভাগ্যে নানা প্রকার দুঃখ আছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+বাংলাইয়া=কপালিয়া>কপাল্যা>কপালে}
- Bengali Word কপাৎ English definition [কপাত্] (অব্যয়) কপ করে মুখে পোরার সঙ্গে সঙ্গে গিলে ফেলার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কপি ২ English definition [কোপি] (বিশেষ্য) বানর; মকট। কপিধ্বজ (বিশেষ্য) যার ধ্বজায় কপি চিহ্নিত আছে; অর্জুন। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্প্+ই; গ্রি. kebos}
- Bengali Word কপি ২ , কোপি English definition [কোপি] (বিশেষ্য) সবজি বিশেষ; ফুলকপি; বাঁধাকপি; ওলকপি প্রভৃতি। {(পর্তুগিজ) Couve}
- Bengali Word কপি ৩ , কোপি English definition [কোপি] (বিশেষ্য) ১ প্রতিলিপি; হুবহু অনুলিপি;নকল। ২ মুদ্রনের জন্য প্রস্তুত রচনা সামগ্রী। কপিবুক (বিশেষ্য) হস্তলিপি শিক্ষার আদর্শ বই; খাতা। {( ইংরেজি) copy}