• Bengali Word কন্টক English definition [কন্‌টোক্, কন্‌টক] (বিশেষ্য) ১ কাঁটা; লতা-গুল্ম বৃক্ষাদির ছুঁচালো অংশ বিশেষ। ২ মাছের কাঁটা; মাছের হাড়-পাঁজরা। ৩ ((আলঙ্কারিক)) বিঘ্ন; অন্তরায়; বাধা (আহারাদির ব্যবস্থায় পদে পদে কন্টক পড়িতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ((আলঙ্কারিক)) কলঙ্ক; অপবাদ; লজ্জা; নিন্দাজনিত দুঃখের হেতু বলিয়া অবাঞ্ছিত(কুলের কন্টক)। ৫ রোমাঞ্চ। ৬ ((আলঙ্কারিক)) শত্রু।কন্টকফল, কন্টকিফল, কন্টকীফল, কন্টফল, কন্টাফল, কন্টাল (বিশেষ্য) ১ কাঁঠাল। ২ কাঁঠাল গাছ।কন্টকময় (বিশেষণ) ১ কাঁটায় আচ্ছন্ন; কাঁটায় আকীর্ণ। ২ ((আলঙ্কারিক)) দুর্গম।কন্টকশয্যা (বিশেষ্য) ১ কন্টক বিছানো শয্যা; কন্টকে প্রস্তুত শয্যা। ২ যন্ত্রণাময় অবস্থা; দুঃসহ অবস্থা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্ট্+অক(ণ্বুল্)}