ও পৃষ্ঠা ৫
- Bengali Word ওফা English definition [ওফা] (বিশেষ্য) অঙ্গীকার পূরণ; বিশ্বস্ততা; আনুগত্য। ((বিপরীতার্থক শব্দ)) বেওফা (বিশেষণ) অবিশ্বস্ত; অঙ্গীকার পালন করে না এমন। {(আরবি) রফা }
- Bengali Word ওফাত , ওফাৎ English definition [ওফাত্] (বিশেষ্য) মৃত্যু; পরলোকগমন (হজরতের ওফাতের কিছু দিন আগে-হবা)। {(আরবি) রফাত্ }
- Bengali Word ওফাদার English definition [ওফাদার্] (বিশেষণ) অনুগত; বাধ্য; বশ; বিশ্বস্ত (বড় ওফাদার তেরা মকবেল সরদার-সৈয়দ হামজা)। ওফাদারি, ওফাদারী (বিশেষ্য) আনুগত্য; বশ্যতা; বাধ্যতা; অঙ্গীকার-পূরণ; বিশ্বস্ততা (আপনে বুঝি ওফাদারির ওয়াদাটা কৈরাই আসছেন? -মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি) রফা +(ফারসি) দার }
- Bengali Word ওবা ১ English definition [ওবা] (বিশেষ্য) ১ মহামারী; মড়ক। ২ কলেরা বসন্ত প্লেগ ইত্যাদি সংক্রামক রোগ। {(আরবি) রবা }
- Bengali Word ওবা ২ English definition ⇒ উবা
- Bengali Word ওম ১ English definition ⇒ ওঁ
- Bengali Word ওম ২ English definition ⇒ উম
- Bengali Word ওমদা English definition ⇒ উমদা
- Bengali Word ওমর , উমর English definition [ওমর্, উমর্] (বিশেষ্য) বয়স (মোর ওমর বহু হল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) উম্র }
- Bengali Word ওমরা , ওমরাহ্ , উমরা , উমরাহ English definition [ওম্রা, ওম্রাহ্, উম্রা, উম্রাহ্] (বিশেষ্য) ১ আমিরগণ; বাদশাহের অধীন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গ। ২ অভিজাতবর্গ; ক্ষমতাশালী ধনী সম্প্রদায়। {(আরবি) বহুব উমারা একব আমীর }
- Bengali Word ওমলেট English definition ⇒ অমলেট
- Bengali Word ওমেদ English definition ⇒ উমেদ
- Bengali Word ওমেদার , ওমেদারি English definition ⇒ উমেদার
- Bengali Word ওম্বুরি English definition ⇒ অম্বরি
- Bengali Word ওযু English definition ⇒ অজু
- Bengali Word ওর ১ English definition [ওর্] (বিশেষ্য) ১ সীমা; অবধি; শেষ (দুঃখের নাহি ওর-মোহিতলাল মজুমদার)। ২ দিক; পক্ষ; তরফ। ৩ প্রান্তদেশ; outskirt (যোগী জাতি থাকে সেই সহরের ওরে-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) অপার>(পালি) ওর>বাংলা ওর}
- Bengali Word ওর ২ English definition [ওর্] (সর্বনাম) ঐ ব্যক্তির। {(তৎসম বা সংস্কৃত) অদস্>}
- Bengali Word ওরক (বিরল), ওয়ারক English definition [ওরক্, ওয়ারক্] (বিশেষ্য) পাতা; পত্র (তবে কোরানের এক ওরক উড়িয়া-সৈয়দ সুলতান)। {(আরবি) ররাক}
- Bengali Word ওরফে , ওর্ফে English definition [ওরফে] (অব্যয়) বনাম; নামান্তর; alias (যখনই পিঠে রমণী পাদপদ্ম ওরফে মেয়ের লাথি পড়ে তখনই তোমরা ধান ভান-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) ‘উর্ফ’ }
- Bengali Word ওরসা English definition [ওর্সা] (বিশেষ্য) ওয়ারিসি সূত্র। [(আরবি) ররাছাহ্}