• Bengali Word উবা, উপা English definition [উবা, উপা] (ক্রিয়া) ১ বাতাসে মিলিয়ে যাওয়া; উড়ে যাওয়া; অদৃশ্য হওয়া (কপট ভালবাসা একটুতে উপে যায় রঙ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ শেষ হয়ে যাওয়া; অতীত হওয়া (বাদশাহী উবে গেছে, ডুবেছে বিলাস-সত্যেন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত. উৎ+√বহ্‌=উদ্বহ>উব্‌বহ>উব+আরবি>}