• Bengali Word উমদা, ওমদা English definition [উম্‌দা, ও-] (বিশেষণ) ১ উত্তম; উৎকৃষ্ট (সৈয়দ সাহেব একখানা বহুৎ উম্‌দা গল্প পেশ করছেন-সৈয়দ মুজতবা আলী)। ২ মনোহর। ৩ উপাদেয় (কেমন যেন একটুখানি আলাদা, কিন্তু খেতে উম্‌দা-সৈয়দ মুজতবা আলী)। {আরবি উম্‌দাহ্‌ }