• Bengali Word ওঁ , ওম , ওঙ্কার English definition [ওঁ, ওম্, ওঙ্‌কার্] (অব্যয়) ১ ওঁ=ওম্-এটি ‘অ’ (=বিষ্ণু)+‘উ’(=শিব)+ম্(=ব্রহ্মা) এই তিন সাঙ্কেতিক অক্ষরের সমাহার, এটি সকল মন্ত্রের আদি বীজ বা ‘প্রবণ’। এর অপর নাম ‘ওঙ্কার’ (হেথা ওঙ্কার কোরানের গাথা মন্দ্রিত রাগে-ছন্দে বাজে-শাহাদাত হোসেন)। ২ আঁজি বা আদ্যক্ষর, সর্বপ্রকার অক্ষরের বা ধ্বনির আদ্য বীজ। এটি হিন্দু-সমাজের বিশ্বাসের একটা তাৎপর্যপূর্ণ অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) অ+উ+ম}
    • Bengali Word ওঁচলা English definition [ওঁচ্‌লা] (বিশেষ্য) আবর্জনা; জঞ্জাল; তরকারি ইত্যাদির খোসা (সম্মার্জনী হস্তে রাশি রাশি জঞ্জাল ওঁচলা...দলিত করিতেছিলো-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষণ) আবর্জনাময়; জঞ্জালপূর্ণ সোনা দানা দুদের বাটি। দুত্ত মেগের ওঁচলা মাটী-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) উঞ্ছ(তুচ্ছ, অকিঞ্চিৎকর অর্থে)> উঁচু>ওঁচ্ + বাংলা লা=ওঁচলা}
    • Bengali Word ওঁচলানো English definition ⇒ উঁচলানো