• Bengali Word উম, ওম English definition [উম্‌, ওম্‌] (বিশেষ্য) তাপজনিত আরাম; উষ্ণতা; গরম; তাপ (কম্বলের উমে ঘুম ছড়ানো ছিল-শওকত ওসমান; একখানা র‌্যাপার পেলে ওমটা ঠিক জমত-সৈয়দ মুজতবা আলী)। উম দেওয়া (ক্রিয়া) তা দেওয়া (ডিমে ওম দেওয়া)। {সংস্কৃত. উম্ম>উম্‌হ>উম্‌, ওম}
    • Bengali Word উমত, উমতি (মধ্যযুগীয় বাংলা) English definition [উমত, উমোতি] (বিশেষণ) ১ উন্মত্ত। ২ অজ্ঞান। □ ক্রিয়া(বিশেষণ) অন্যমনস্কভাবে (উমতি কহই সখি করহ পয়ান-বিদ্যাপতি)। উমতিনী স্ত্রীলিঙ্গ। {সংস্কৃত. উন্মত্ত>}
    • Bengali Word উমদা, ওমদা English definition [উম্‌দা, ও-] (বিশেষণ) ১ উত্তম; উৎকৃষ্ট (সৈয়দ সাহেব একখানা বহুৎ উম্‌দা গল্প পেশ করছেন-সৈয়দ মুজতবা আলী)। ২ মনোহর। ৩ উপাদেয় (কেমন যেন একটুখানি আলাদা, কিন্তু খেতে উম্‌দা-সৈয়দ মুজতবা আলী)। {আরবি উম্‌দাহ্‌ }