ও পৃষ্ঠা ৪
- Bengali Word ওটা English definition [ওটা] (সর্বনাম) নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে; বিশেষ বস্তু বা বিষয় উল্লেখে ব্যবহৃত সর্বনাম। {ও+টা}
 - Bengali Word ওঠ English definition ⇒ ওষ্ঠ
 - Bengali Word ওঠবন্দী English definition ⇒ উঠবন্দী
 - Bengali Word ওঠবোস English definition ⇒ উঠবোস
 - Bengali Word ওঠসার English definition ⇒ উঠসার
 - Bengali Word ওঠা , ওঠানামা , ওঠাপড়া English definition ⇒ উঠা
 - Bengali Word ওডিকলোন English definition ⇒ অডিকলন
 - Bengali Word ওড্র , ওঢ্র ( মধ্যযুগীয় বাংলা ) English definition [ওড্ড্রো, ওঢ্ঢ্রো] (বিশেষ্য) ১ ওড়িষ্যা; উৎকল দেশ (তবে ওঢ্রদেশ সীমা প্রভু চলি আইলা-বৃদা)। ২ জবাফুল। {(তৎসম বা সংস্কৃত) আ+√উদ্ +র, (তৎসম বা সংস্কৃত) ওড্র> (প্রাকৃত) ওড়}
 - Bengali Word ওঢ্র English definition ⇒ ওড
 - Bengali Word ওত , ওৎ , ওঁত , ওঁৎ English definition [ওত্, ওত্, ওঁত্, ওঁত্] (বিশেষ্য) আক্রমণের জন্য সতর্কতার সহিত প্রতীক্ষা। ওতপাতা, ওঁতপাতা ক্রি। {(তৎসম বা সংস্কৃত) √অব্(রক্ষণে)>ওত্>ওঁত, ইদুরের উপদ্রব থেকে রক্ষা}
 - Bengali Word ওতন English definition ⇒ ওয়াতন
 - Bengali Word ওতপ্রোত English definition [ওতোপ্প্রোতো] (বিশেষণ) বিশেষভাবে জড়িত; অন্তর্ব্যাপ্ত; পরিব্যাপ্ত (মানুষের জীবনে কল্পনা ও বাস্তব ওতপ্রোতভাবে মিশে আছে-মোতাহের হোসেন চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত ) ওত (ব্যাপ্ত)+প্রোত (গ্রথিত)=ওতপ্রোত; দ্বন্দ্বসমাস}
 - Bengali Word ওতরান , ওতরানো English definition ⇒ উতরানো
 - Bengali Word ওথলান , ওথলানো English definition ⇒ উথলানো
 - Bengali Word ওদন English definition [ওদোন্] (বিশেষ্য) অন্ন; ভাত (শিশু কান্দে ওদনের তরে-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। ওদনপ্রাশন (বিশেষ্য) হিন্দু সমাজের অন্ন প্রাশন; মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান (করাইল সবাকার ওদন প্রাশন-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) √উন্দ্+অন(যুচ্)}
 - Bengali Word ওদা English definition [ওদা] (বিশেষণ) ভিজা; নরম; খাস্তা নয় এমন (ওদা মুড়ি)। {(তৎসম বা সংস্কৃত) আর্দ্র>(প্রাকৃত) ওদ্দ+আ=ওদ্দা>ওদা; অথবা (তৎসম বা সংস্কৃত ) উদ (জল)+আ>উদা>ওদা}
 - Bengali Word ওদিক English definition [ওদিক্] (বিশেষ্য) ১ ঐদিক; অপর দিক। ২ ঐদেশ। ৩ অপর পক্ষ। {বাংলা ও+(তৎসম বা সংস্কৃত) দিক্ }
 - Bengali Word ওধার English definition [ওধার্] (বিশেষ্য) ওদিক; অপর দিক; দূরবর্তী নির্দিষ্ট স্থল। এধার (বিপরীতার্থক শব্দ )। {বাংলা ও+(হিন্দি) উধার}
 - Bengali Word ওপচান , ওপচানো English definition ⇒ উপচানো
 - Bengali Word ওপড়ান , ওপড়ানো English definition ⇒ উপড়ানো