• Bengali Word উমেদার, ওমেদার, ওমেদওয়ার English definition [উমেদার্‌, ওমেদার্‌, ওমেদ্ওয়ার্‌] (বিশেষণ) ১ প্রত্যাশী; প্রার্থী। ২ চাকরিপ্রার্থী; কর্মপ্রত্যাশী (ওমেদার ব্যক্তি সুপারিশ আনিবামাত্র-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়; হোম সাহেবকে তেমনি ওমেদওয়ার ঘেরিয়া দাঁড়াইয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষ্য) মোসাহেব; স্বার্থসিদ্ধির জন্য পরের মনস্তুষ্টি সম্পাদনকারী ব্যক্তি (এক বড় মানুষের কতকগুলি উমেদার ছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উমেদারি, উমেদারী, ওমেদারি (বিশেষ্য) ১ চাকরি প্রার্থনা; চাকরির আশায় অন্যের নিকট ঘোরাঘুরি (আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মোসাহেবি (তাহারাই চিরকাল ওমেদারি করিয়া থাকে- ভবানন্দ)। {(ফারসি) উম্মীদ্‌রার }