• Bengali Word ওষ্ঠ , ঔষ্ঠ্য , ওঠ English definition [ওশ্‌ঠো, ওউশ্‌ঠো, ওঠ্] (বিশেষ্য) ১ উপরের ঠোঁট। ২ বাংলায় নিচের বা উপরের যে কোনো ঠোঁট (বুড়ীর দাঁত নড়ে থরথর, ওঠ বেয়ে পড়ে তাম্বুলের রস-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √উষ্+থ(থন্), +য>প্রাকৃত ওট্‌ঠ, হোঁট>বাংলা ঠোঁট; (হিন্দি) ওঠ}
    • Bengali Word ওষ্ঠপুট English definition [ওশ্‌ঠোপুট্] (বিশেষ্য) মিলিত ওষ্ঠদ্বয় (তৃপ্তির কি স্নিগ্ধ স্পর্শ এখনো লেগে রয়েছে এর শুষ্ক শীতল ওষ্ঠপুটে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ওষ্ঠ+পুট}
    • Bengali Word ওষ্ঠব্রণ English definition [ওশ্‌ঠোব্রোন্] (বিশেষ্য) ওষ্ঠের উপর উদ্গত বিষফোঁড়া। {(তৎসম বা সংস্কৃত ) ওষ্ঠ+ব্রণ}