• Bengali Word উঠা, ওঠা English definition [উঠা, ওটা] (ক্রিয়া) ১ উত্থিত হওয়া বা করা; গাত্রোত্থান করা। ২ আসন ছেড়ে দাঁড়ানো। ৩ শয্যাত্যাগ করা; জাগা (ভোরে ওঠা)। ৪ অঙ্কুরিত হওয়া; গজানো (দাঁত ওঠা)। ৫ উদিত হওয়া; প্রকাশ পাওয়া (সূর্য ওঠা) ৬ আরোহণ করা; চড়া (ঘোড়ায় ওঠা) ৭ স্খলিত হওয়া; ঝরে যাওয়া (চুল ওঠা)। ৮ উদ্‌গীর্ণ হওয়া (মাটি ফুঁড়ে জল ওঠা)। ৯ বাড়া; বৃদ্ধি হওয়া (দাম ওঠা) ১০ প্রমোশন পাওয়া (ক্লাসে ওঠা) ১১ সংগৃহীত হওয়া (চাঁদা ওঠা)। ১২ প্রবেশ করা (কানে ওঠা)। ১৩ আমদানি হওয়া (বাজারে ওঠা)। ১৪ প্রচলিত হওয়া (নতুন ফ্যাশন ওঠা)। ১৫ উন্নীত হওয়া (জাতে ওঠা)। ১৬ লুপ্ত হওয়া (পাট ওঠা)। ১৭ নষ্ট হওয়া; জ্বলে যাওয়া (রং ওঠা)। ১৮ উল্লিখিত হওয়া (খাতায় নাম ওঠা)। ১৯ আবাদ হওয়া (জমি ওঠা)। ২০ বন্ধ হওয়া (খাওয়া ওঠা)। ২১ হঠাৎ বা আকস্মিকতা বোঝানো (ওঠ ছুঁড়ি তোর বিয়ে)। ২২ বিনা প্রস্তুতিতে কাজ করা (ওঠ বললেই কি ওঠা যায়? সব কিছুরই সময় আছে)। ২৩ আলস্য ত্যাগ করা (ওঠরে চাষী জগদ্বাসী ধর কষে লাঙল-কাজী নজরুল ইসলাম)। উঠানামা (বিশেষ্য) ১ আরোহণ-অবরোহণ। ২ উত্থানপতন। উঠা পড়া (বিশেষ্য) উত্থানপতন; উন্নতি-অবনতি। উঠি-কি-পড়ি (ক্রিয়াবিশেষণ) ব্যস্তসমস্ত; ত্রস্তব্যস্ত (ভদ্রলোক উঠি-কি-পড়ি করে ছুটতে লাগলেন)। উঠে পড়ি লাগা (ক্রিয়া) পূর্ণোদ্যমে কাজে লাগা। উঠে যাওয়া (ক্রিয়া) ১ লুপ্ত হওয়া (দোকান উঠে গিয়েছে)। ২ অন্যত্র চলে যাওয়া। ৩ রহিত হওয়া (সেল্‌স ট্যাক্স উঠে গেছে)। উঠতে-বসতে (ক্রিয়াবিশেষণ) যখন-তখন; সদা-সর্বদা্ {(বাংলা) উঠ্‌ (<(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা) +আ>}
    • Bengali Word উঠান ১, উঠোন English definition [উঠান্, উঠোন্] (বিশেষ্য) প্রাঙ্গণ; আঙিনা। উঠান-সমুদ্র-উঠানকেই দুস্তর সমুদ্রতুল্য মনে করা। (আলঙ্কারিক) ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন ও ভীরু; কূপমণ্ডূক। উঠান চষা (ক্রিয়া) উচ্ছেদ করা; ভিটামাটি উৎসন্ন করা। □ (বিশেষ্য) ঘন ঘন আনাগোনা; নিত্য যাতায়াত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+স্থান=উত্থান> (প্রাকৃত) উট্‌ঠাণ>উঠান (অতিরিক্ত অর্থে)}
    • Bengali Word উঠানো, উঠান ২ English definition [উঠানো] (ক্রিয়া) ১ উত্তোলন করা; উন্নত করা; খাড়া করা। ২ উপরে তুলে দেওয়া (মাচায় উঠানো)। ৩ উত্থাপন করা; উল্লেখ করা (কথা উঠানো)। ৪ চড়ানো; আরোহণ করানো (গাড়িতে উঠানো)। ৫ অপসারণ বা উচ্ছেদ করা (বস্তি উঠানো) ৬ মুছে ফেলা; নিশ্চিহ্ন করা (দাগ উঠানো) ৭ জাগরিত করা (ঘুম থেকে উঠানো) ৮ উৎপাটিত বা নির্মূল করা (আগাছা উঠানো)। ৯ (আলঙ্কারিক) তোষামোদে স্ফীত করা (আকাশে উঠানো)। উঠিয়ে দেওয়া (ক্রিয়া) ১ উঠানো। ২ তুলে বা চড়িয়ে দেওয়া (গাছে উঠিয়ে দেওয়া)। ৩ উচ্ছেদ বা অপসারণ করা (বস্তি উঠিয়ে দেওয়া)। {√উঠ্‌+আনো}