• Bengali Word উপচানো, উপচনো English definition [উপ্‌চানো, উপচনো] (ক্রিয়া) ১ ছাপিয়ে বা উপচে পড়া; আধারের বাইরে বের হয়ে পড়া (পড়ে গো উপচে তনু জ্যোৎস্না চাঁদের রূপ অমিয়-কাজী নজরুল ইসলাম)। ২ অতিরিক্ত হওয়া (উপচানো জল নদী-হাসান হাফিজুর রহমান)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) উপ+√চি>(বাংলা) √উপ্‌চা+আনো,>}