• Bengali Word উথলানো, উথলনো English definition [উথ্‌লানো, উথ্‌লনো] (ক্রিয়া) ১ উথলে ওঠা। ২ উপচানো। ৩ ফেঁপে বা স্ফীত হয়ে ওঠা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে (সকল-পরান-উথলানো এ যে সনাতন পরিচয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। উথলিত (বিশেষণ) ১ স্ফীত; উদ্বেলিত। ২ পরিপ্লাবিত। {(তৎসম বা সংস্কৃত) উত্তাল> উত্থাল; (বাংলা) √উথ্‌লা+আন, আনো = উথ্‌লানো}