• Bengali Word উতরানো English definition [উত্‌রানো] (ক্রিয়া) ১ লক্ষ্যস্থলে বা গন্তব্যস্থলে পৌঁছানো। ২ নামা; নেমে আসা। ৩ বাসনা বা আশা অনুযায়ী হওয়া (রান্নাটা উতরেছে)। ৪ ভালো হওয়া; নিদির্ষ্ট মান অনুযায়ী হওয়া (লেখাটা উতরেছে)। ৫ সাফল্য লাভ করা (পরীক্ষায় উতরানো)। ৬ কাটা; অবসান হওয়া (সময় উতরে গেছে, পিউ পাখি পালিয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৭ উত্তীর্ণ হওয়া; পার হওয়া (নদী উতরানো)। ৮ তরল পদার্থ উত্তপ্ত হয়ে আলোড়িত হওয়া; বলক আসা। □ (বিশেষ্য) ১ উত্তরণ। ২ সফল হওয়া। ৩ অতিক্রমণ। {(তৎসম বা সংস্কৃত) উত্তর>(বাংলা) √উৎরা + আনো = উতরানো; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) উত্তরণ}