এ পৃষ্ঠা ২
- Bengali Word এই English definition [এই] (ক) সর্বনাম পদরূপে এর অর্থ ‘ইহা’ : আমি এই চাই। এই বুঝি তোমার কাজ? (খ) বিশেষণ পদরূপে-কাছের, নিকটবর্তী : এই গাছটি; এই মানুষ সেই মানুষ নয়। (গ) ক্রিয়া-বিশেষণরূপে-অবিলম্বে, এক্ষুণি : এই এলাম বলে। তাকে এই দেখে এলাম। (ঘ) অব্যয়-পদরূপে-বিস্ময় সূচনার্থে : এই সেরেছে রে! এই মেরেছে ইত্যাদি। {সংস্কৃত. একদ্> এত>এঅ>এ+বাংলা ইংরেজি (নিশ্চিতার্থে)}
- Bengali Word এইডস English definition [এইড্স্] (বিশেষ্য) Acquired Immune Deficiency Syndrome নামক রোগ, এই রোগে HIV (Human Immune Deficiency) ভাইরাস মানবদেহে প্রবেশ করার পর ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে এবং রোগীকে নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যায়। {ইংরেজি AIDS}
- Bengali Word এইসা, এইসন English definition [এইসা, এইসন্] (বিশেষণ) এইরূপ; এমন। {হিন্দি. অ্যায়সা}
- Bengali Word এও ১ English definition [এয়ো] (সর্বনাম) ১ যা বলা হলো তা (এও কি সম্ভব?)। ২ যার কথা বলা হলো সেই ব্যক্তি (এও তোমার সঙ্গে যাবে)। ৩ দুই পক্ষই (এও হয়, ওও হয়)। ৪ নানাবিধ বস্তু (এ-ও-তা সঙ্গে নিতে হবে)। {এ+ও}
- Bengali Word এও ২ English definition ⇒ এয়ো
- Bengali Word এওজ, এওয়াজ, এয়োজ English definition [এয়োজ্, এওয়াজ্, এয়োজ্] (বিশেষ্য) ১ বদল; বিনিময়; পরিবর্ত। ২ প্রতিনিধি। এওজে (ক্রিয়াবিশেষণ)। এওজতরাজ⇒এওজবদন। এওজবদল, এওজতরাজ (বিশেষ্য) পরস্পর বিনিময়। এওজি, এওয়াজি (বিশেষণ) বিনিময়ে বা পরিবর্তে প্রাপ্ত (এওজি জমি)। {আরবি ইরদ্ }
- Bengali Word এওড়া-কেওড়া English definition [অ্যাওড়াক্যাওড়া] (বিশেষণ) এলোপাতাড়ি; এলোমেলো; বিশৃঙ্খল (দুইটি গোলবালিশ এওড়া-কেওড়া হইয়া পড়িয়া আছে-আবুল মনসুর আহমদ)। {তুলনীয় ইংরেজি abracadabra}
- Bengali Word এক English definition [অ্যাক্] (বিশেষ্য) ১ ‘১’ সংখ্যা (একে একে দুই)। ২ একজন; একব্যক্তি (এটা কি একের কাজ?) □ (বিশেষণ) ১ এক সংখ্যাবিশিষ্ট; একটি মাত্র (এক টাকার চাল)। ২ অনির্দিষ্ট; কোনো (এক দেশে এক রাজা ছিলেন)। ৩ ভরা; পূর্ণ (এক হাঁড়ি চাল)। ৪ সমবেত; মিলিত; একতাবদ্ধ (বাঙালির ঘরে যত ভাই-বোন এক হউক-রবীন্দনাথ ঠাকুর)। ৫ অভিন্ন; একই (এক মায়ের সন্তান)। ৬ মিশ্রিত; মিলিত (ডালে চালে এক হওয়া)। ৭ অদ্বিতীয় (এক আল্লাহর সৃষ্টি)। ৮ সম্মিলিত (এক জোটে কাজ করো)। ৯ অন্যতম (তিনি এক মহাপুরুষ)। ১০ অবিচ্ছিন্ন; অবিরাম (একটানা সুর)। এক আঁচড়ে বোঝা (ক্রিয়া) সামান্য পরীক্ষায় বা পরিচয়ে কারো চরিত্র বা কোনো কিছুর প্রকৃতি চেনা। এক আঁটি, এক গোছা, এক তাড়া, এক থোলো (বিশেষণ) কতক বা অনেকগুলি একত্রে বাঁধা। এক আধ (বিশেষণ) অতি অল্পসংখ্যক; এক বছরের বেশি নয় এমন সময় (এক আধ বছর)। এক আধটা, এক আধটু (বিশেষণ) অল্প স্বল্প; সামান্য কিছু; অতি সামান্য পরিমাণ (এক আধটু ভুলত্রুটি)। এক আধবার (ক্রিয়াবিশেষণ) কদাচিৎ (পাড়া-পড়সীর বাড়ী এক আধবার বেড়াইতে গেলে দোষ কি?-অমৃতলাল বসু)। একই (বিশেষণ) ১ অভিন্ন (একই মায়ের সন্তান)। ২ সমান (একই বয়সী)। ৩ এক প্রকার (একই কথা)। এক-এক (বিশেষণ) ১ কোনো কোনো (এমন এক একজন লোক আছে)। ২ বিভিন্ন; ভিন্ন ভিন্ন (এক এক দেশে এক এক নিয়ম)। ৩ একটি একটি; একজন একজন; পর পর একজন (এক এক করে)। একে একে (ক্রিয়া) (বিশেষণ)। একক (বিশেষণ) ১ একাকী; সঙ্গীহীন; একলা (একক প্রচেষ্টা)। ২ কেবল; একমাত্র (সাধারণ তবুও একক-রখা)। □ (বিশেষ্য) (গণিত.) সংখ্যার ডানের প্রথম অঙ্ক; সংখ্যা বা পরিমাণ নির্ধারণের জন্য গৃহীত লঘিষ্ঠ পূর্ণরাশি; unit। এক কড়ার কাজ (বিশেষ্য) তুচ্ছ কাজ; সামান্য কাজ। এক কথা (বিশেষ্য ) অপরিবর্তনীয় বাক্য; স্থির কথা; যে কথায় নড়চড় হয় না। এক কথায় দু কথায় (ক্রিয়াবিশেষণ) আলাপ আলোচনায় (এক কথায় দু কথায় অনেক রাত হয়ে গেল)। এক কথার মানুষ (বিশেষ্য) যে বেশি কথা বলে না কিন্তু যা বলে তা রাখে; যার কথার নড়চড় বা বরখেলাপ হয় না। এক কলমি (বিশেষ্য) (বিশেষণ) সংবাদপত্র এক কলম লেখে এমন লোক; columnist। এক কলসি দুধে এক ফোঁটা চোনা-অনেক ভালো জিনিস নষ্ট করে এমন অল্প অথচ উৎকট মন্দ বস্তু। এককাড়ি, একগাদা, একরাশি (বিশেষণ) স্তূপীকৃত; রাশীকৃত; বহুল পরিমিত; প্রচুর। এক কাজের কাজি (বিশেষণ) সমব্যবসায়ী; সমান কার্যকারী। এককাট্টা Þ একাট্টা। এককাঠি সরেস (বিশেষণ) (ব্যঙ্গার্থ) অন্য কোনো লোক বা বস্তুর চেয়ে বেশি দোষবিশিষ্ট। এক কানে শোনা আর এক কানে বের করা (ক্রিয়া) অবহেলা বা অগ্রাহ্য করা; অমনোযোগী হওয়া। এক কাপড়ে বেরিয়ে পড়া (ক্রিয়া) পরিধেয় বস্ত্র ছাড়া আর সব জিনিস রেখে যাত্রা করা; প্রস্তুতি ছাড়া হঠাৎ যাত্রা করা। এককালীন (বিশেষণ) ১ একবারের মতো দেয় বা করণীয় (এককালীন চাঁদা)। ২ এক সময়ের; সমসাময়িক। □ ক্রিয়া (বিশেষণ) একযোগে; একই সময়ে; যুগপৎ (এককালীন হামলা চালানো)। এককালীনতা (বিশেষ্য)। এককুড়ি (বিশেষ্য) ২০ সংখ্যা। □ (বিশেষণ) ২০ সংখ্যক। এককুলা, এককুলো (বিশেষণ) লম্বা ও প্রচুর (এককুলো দাড়ি)। এককে একুশ করা (ক্রিয়া) সামান্য জিনিসকে অযথা বাড়ানো; তিলকে তাল করা। একক্ষুরে মাথা মুড়ানো (ক্রিয়া) এক স্বভাবের মানুষ হওয়া বা সমান অপরাধে অপরাধী হওয়া। একখান, একখানা (বিশেষ্য) একটা; একখণ্ড। একগঙ্গা (বিশেষণ) (ব্যঙ্গার্থ) প্রচুর বহুপরিমাণ। একগম্য (বিশেষণ ) একলভ্য; একমাত্র প্রাপ্তব্য। একগম্যা (স্ত্রীলিঙ্গ) (সে থাকবে একগম্যা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। একগলা (বিশেষণ) গলা সমান উঁচু (এই একগলা বনের মধ্যে ঢুকে তোমার কি হচ্ছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। একগা (বিশেষণ) সমস্ত দেহব্যাপী; সর্বাঙ্গময় (একগা গয়না)। একগাদা Þ এককাড়ি। একগাল (বিশেষণ) গালভরা; মুখপূর্ণ (একগাল হাসি)। একগুঁইয়া Þ একগুঁয়ে। একগুঁয়ে, একগুঁইয়া (বিশেষণ ) একরোখা; জেদি; অবাধ্য (এঁড়ে গরু অপেক্ষাও একগুঁইয়া হইয়া উঠিতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। একগুরুর শিষ্য (বিশেষ্য) একই স্বভাববিশিষ্ট লোক; সমান দুষ্ট প্রকৃতির লোক। এক গেলাসের ইয়ার, এক সানকির ইয়ার (বিশেষ্য) ১ অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ বন্ধু। ২ সমান আচরণ বিশিষ্ট লোক; একদলের লোক। একগোছা Þ একআঁটি। এক গোয়ালের গরু (বিশেষ্য) একই দলের লোক। একঘরিয়া Þ একঘরে। একঘরে, একঘরিয়া ( বিশেষণ) স্বীয় সমাজ কর্তৃক বর্জিত; জাতিভ্রষ্ট (সমগ্র সমাজকে একঘরে করতে চান; তারা দেশের শত্রু-প্রথম চৌধুরী; একঘরিয়া হইয়া থাকিতে হইত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। একঘাট (বিশেষণ) একদল বা প্রচুর লোক (একঘাট লোকের সামনে লজ্জা পায়-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। একঘেয়ে(বিশেষণ) বৈচিত্র্যহীন; নতুনত্বহীন; বিরক্তিকর (আর ভাল লাগে নাক প্রত্যহই একঘেয়ে-দ্বিজেন্দ্রলাল রায়)। একঘেয়েমি (বিশেষ্য) (ঘটনার মতো চরিত্রগুলোও একঘেয়েমিতে ম্লান হয়ে গেছে- আনিস চৌধুরী)। একচক্র ( বিশেষণ) একটিমাত্র চাকাযুক্ত (ধর্মচক্র সে একচক্র সূর্যের আকারে দীপ্তি পাচ্ছে স্তম্ভের উপরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। একচক্ষু (বিশেষণ) একচোখবিশিষ্ট; কানা। □ (বিশেষ্য) কাক। একচক্ষু হরিণ (বিশেষণ) ১ একরোখা; একগুঁয়ে। ২ পক্ষপাতী। একচত্বারিংশ, একচত্বারিংশং, একচল্লিশ (বিশেষ্য) ৪১ সংখ্যা। □ (বিশেষণ) ৪১ সংখ্যক। একচাপ (বিশেষণ) সমবেত; একত্র (সকল পাষণ্ডী তারা একচাপ হৈয়া-বৃন্দাবন দাশ)। একচাপে (ক্রিয়া) (বিশেষণ)। একচারী (বিশেষণ) একাকী বিচরণ করে বা বাস করে এমন (না শুনিলে এই কথা, যে ঘরে লহনা সতা একচারী ভুখিল বাঘিনী-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। এক চারিণী (স্ত্রীলিঙ্গ)। একচালা, একচাল (বিশেষণ) একচালবিশিষ্ট। □ (বিশেষ্য) একচালবিশিষ্ট ঘর। একচুল (বিশেষণ) ১ লেশমাত্র; সামান্যতম। ২ একগাছি চুল পরিমাণ। একচেটে, একচেটিয়া (বিশেষণ) একায়ত্ত; এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীন; প্রতিদ্বন্দ্বীহীন (ধর্ম এবং দর্শন এই দুইটি জিনিস আমাদের একচেটে-প্রথম চৌধুরী; তাঁহারাই নরক একচেটিয়া করিয়া ফেলিবেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। একচোখ দেখানো (ক্রিয়া) ঝগড়া হবার সম্ভাবনা সৃষ্টি করা। একচোখা, একচোখো (বিশেষণ) ১ একদিকে দৃষ্টি এমন; পক্ষপাত দোষদুষ্ট (এই সব একচোখা অত্যাচারের সংকীর্ণতার খেসারতে একবিন্দু স্বাধীনতা-কাজী নজরুল ইসলাম)। ২ একচোখবিশিষ্ট; কানা। একচোখোমি, একচোখাপনা (বিশেষ্য) পক্ষপাতিত্ব। একচোট (ক্রিয়া) (বিশেষণ) ১ এক দফায় প্রচুর; যথেষ্ট (একচোট খেয়ে নিলুম)। ২ বেশ কিছুক্ষণ। একচ্ছত্র, একছত্র (বিশেষণ) ১ এক রাজা বা শাসকের শাসনাধীন; এক সাম্রাজ্যভুক্ত (একছত্র করিবে ধরণী-নবীনচন্দ্র সেন)। ২ সার্বভৌম (একচ্ছত্র অধিপতি)। একছাঁচে ঢালা (বিশেষণ) সম্পূর্ণ একরকম। একছুট১ (বিশেষণ) একপ্রস্থ; ধুতি শাড়ি ইত্যাদির একখানি মাত্র; উত্তরীয়হীন। একছুট২ (বিশেষণ) একদৌড়; বাধা বিরতিহীন দৌড়। একছুটে (ক্রিয়া) (বিশেষণ)। একজন-না-একজন (বিশেষ্য) অন্তত একজনও (একজন-না-একজন যাবেই)। একজা, একজাই, একজায় (বিশেষণ) ১ একত্র; জড়; সম্মিলিত (পর পুরুষে ও পূর্ব পুরুষে হয়ে গেছে একজাই-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সমতালিকাবদ্ধ। □ (ক্রিয়াবিশেষণ) বারবার; একাদিক্রমে; পরপর; অবিরাম (তবু ঢালে আর পান করে একজাই-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষণ) ১ এক স্থানে (বেনে বৈসে একজায়-কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ মোট হিসাব; একুন (বাৎসরিক আয় ব্যয়ের একজাই)। একজাই চালান (বিশেষ্য) বৎসরান্তে একুন চালান; একসঙ্গে চালান। একজাতি (বিশেষ্য) একরাষ্ট্র একদেশ একধর্ম বা এক আদি বংশসদ্ভূত মানবসমষ্টি। একজাতীয় (বিশেষণ)। একজায় Þ একজা। একজোট, একজুটি (বিশেষণ) ১ দলবদ্ধ; একত্র; মিলিত। ২ একমতাবলম্বী। একজোটে (ক্রিয়াবিশেষণ)। একজ্বর (বিশেষ্য) উপশম হয় না এমন জ্বর; অবিরাম জ্বর। একজ্বরী (বিশেষণ) অবিরাম জ্বরে ভোগে এমন (একজ্বরী অবস্থা)। এক ঝাড়ের বাঁশ (বিশেষ্য) একদলের লোক বা একজাতের লোক। এক ঝোঁকা (বিশেষণ) একদিকে ঝুঁকে পড়ার স্বভাববিশিষ্ট; একদিকে বেগবান (আপনার স্বভাবকে যেন ঠেলিয়া একঝোঁকা হইয়া পড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। একটানা (ক্রিয়াবিশেষণ) ১ বিরামহীন; ক্রমাগত; অবিশ্রান্ত (অতি জোর একটানা কি করিবে গুন টানা-ঈশ্বর গুপ্ত)। ২ একঘেয়ে (একটানা সুর)। □ (বিশেষণ) একদিকে প্রবাহিত (একটানা স্রোত)। একটিপ (বিশেষণ) সামান্য পরিমাণ; দুই আঙ্গুলের মাথায় যতটুকু ধরা যায় (কতজনের পা ধরিয়াছি একটিপ নস্যের জন্য-কাজী দীন মোহাম্মদ)। একটেরে (বিশেষ্য) একপাশে; একদিকে (এরই একটের চাঁদ-সড়ক-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) দূরে; অন্যত্র; পৃথকভাবে (কোথায় মা আছে একটেরে পড়িয়া-বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায়)। একঠাঁই (বিশেষণ) সম্মিলিত। একঠামা (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) একটুও; অল্পমাত্রও; এক বিন্দুও (নাহি উপকার একঠামা-বিদ্যাপতি)। একডাকে চেনা (বিশেষণ) খ্যাতিমান; সর্বজনবিদিত। একডাকের পথ (বিশেষ্য) অল্প দূরের পথ। একঢিলে দুই পাখি মারা (ক্রিয়া) এক উপায়ে বা এক কৌশলে দুই কাজ সিদ্ধ করা। একত (অব্যয়) ১ একদিকে; একপক্ষে। ২ একদিক হতে; এক পক্ষ হতে। একতৎপর (বিশেষণ) একাগ্রচিত্ত; অনন্য বিষয়ে নিরত। একতন্ত্রী (বিশেষ্য) একতারা; মাত্র একটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র বিশেষ। □ (বিশেষণ) ১ এক মতাবলম্বী; এক সম্প্রদায়ভুক্ত। ২ এক শাসকের অধীন (একতন্ত্রী রাষ্ট্র)। একতম (বিশেষণ) বহুর মধ্যে এক; অন্যতম (শুধু সপ্ত আশ্চর্যের একতম হয়ে রইল-মনোজ বসু)। একতাড়া Þ এক আঁটি। একথোলো Þ একআঁটি। একরাশি Þ এককাঁড়ি। একতর (বিশেষণ) ১ দুইয়ের মধ্যে এক (ইহা একতর পক্ষ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ পৃথক; স্বতন্ত্র (ওরূপে থুইল মনা একতর করিয়া-মানিক বন্দ্যোপাধ্যায়)। একতরফ (বিশেষ্য) এক পক্ষ; এক দিক; এক পার্শ্ব। একতরফা (বিশেষণ) ১ কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত বা মীমাংসিত; এক পক্ষের অনুকূলে বা প্রতিকূলে (ও রকম একতরফা ডিগ্রি দেওয়ার নাম বিচার নয়-প্রথম চৌধুরী)। ২ কোনো একজনের দ্বারা কথিত (একতরফা গল্প জমে উঠল ভালোই-সৈয়দ মুজতবা আলী)। একতলা, একতালা (বিশেষণ) এক তলবিশিষ্ট; ভূপৃষ্ঠ থেকে এক ছাদবিশিষ্ট (একতলা দালান)। □ (বিশেষ্য) বাড়ির নিচুতলা; ground floor। একতা (বিশেষ্য) ১ ঐক্য; মিলন; একভাব। ২ অভিন্নতা; একত্ব; অভেদ। একতান (বিশেষ্য) সম্মিলিত সুর; বহু বাদ্যযন্ত্রের এক সুরে এক তালে লয়; concert । □ (বিশেষণ) একাগ্র; এক বিষয়ে নিবিষ্ট (একতান তান মনে সঙ্গীত শ্রবণ করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। একতানে (ক্রিয়াবিশেষণ) ১ সমকন্ঠে; সমস্বরে। ২ একাগ্রচিত্তে। একতাপন্ন (বিশেষণ) অভিন্ন; ভেদাভেদহীন। একতারা (বিশেষ্য) একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ। একতাল (বিশেষ্য) ১ সমান তাল; সমন্বিত লয়। ২ ধারাবাহিক নৃত্যগীত ইত্যাদি। ৩ সঙ্গীতের তালবিশেষ। একতালা (বিশেষ্য) সঙ্গীতের তালবিশেষ; দ্বাদশ মাত্রাযুক্ত তাল। একতালে (ক্রিয়াবিশেষণ) একভাবে; সমানভাবে। একতিল Þ তিলমাত্র। একতীর্থ (বিশেষ্য) ১ সহপাঠী; সতীর্থ। ২ এক গুরুর শিষ্য। একত্র, একত্রিত (অপপ্রয়োগ) (অব্যয়), (বিশেষণ) সমবেত; মিলিত; সম্মিলিত। □ (ক্রিয়াবিশেষণ) এক স্থানে। একত্র করা (ক্রিয়া) ১ এক স্থানে জমা করা; জড় করা। দলবদ্ধ করা। একত্র হওয়া (ক্রিয়া) সঙ্ঘবদ্ধ হওয়া; একসঙ্গে মিলিত হওয়া। একত্রিশ, একত্রিংশ (বিশেষ্য) ত্রিশের পরবর্তী সংখ্যা; ৩১ সংখ্যা। □ (বিশেষণ) ৩১ সংখ্যক। একত্ব (বিশেষ্য) ১ একের ভাব; একাকিত্ব। ২ একতা; মিলন। ৩ অভেদ; অভিন্নতা; মিল। এক থোকে (ক্রিয়াবিশেষণ) একেবারে; একসঙ্গে; সমষ্টিগতভাবে। এক দন্ত, একদংষ্ট্র (বিশেষণ) একটি মাত্র দাঁত আছে এমন। □ (বিশেষ্য) গণেশ। একদম (বিশেষণ) পুরোপুরি; সম্পূর্ণ; অত্যন্ত (সুর একদম করুণ-কেদারনাথ মজুমদার)। □ (ক্রিয়াবিশেষণ) মোটেই; একেবারেই; আদৌ (একদম জানে না)। □ (বিশেষ্য) এক নিঃশ্বাস। একদমক (বিশেষ্য) এক ঝটকা; এক দৌড় (এক দমকে পার হয়ে যাই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। একদমা (বিশেষণ) একবার আওয়াজ করেই নিঃশেষিত হয়ে যায় এমন (একদমা পটকা)। একদা (ক্রিয়াবিশেষণ) ১ কোনো এককালে; কোনো এক সময়ে (একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ একইকালে; যুগপৎ। একদাপটে (ক্রিয়াবিশেষণ) এক দমে; এক নিঃশ্বাসে; এক দৌড়ে। একদারনিষ্ঠ (বিশেষণ) এক স্ত্রীতে সন্তুষ্ট (বাদশা আমানুল্লা একদারনিষ্ঠ বলে তুমি অবিবাহিতা-সৈয়দ মুজতবা আলী)। একদিন (ক্রিয়াবিশেষণ) যে কোনো এক দিবস (একদিন এসো)। □ (বিশেষ্য) অশুভ দিন বা সময় (আজ তোর একদিন কি আমারই একদিন)। একদিন-না-একদিন (ক্রিয়াবিশেষণ) কখনো না কখনো (একদিন-না-একদিন সে আসবেই)। একদিল (বিশেষণ) সমান মনোভাববিশিষ্ট; অভেদাত্মা। একদৃষ্টি, একদিঠি, একদিঠ (বিশেষণ) স্থিরনেত্র; একলক্ষ্য; অনন্যাদৃষ্টি। □ (বিশেষ্য) ১ এক নজর; একবার দৃষ্টিপাত। ২ একদিকে দৃষ্টিপাত; এক বিষয়ে দর্শন। একদৃষ্টে (ক্রিয়াবিশেষণ) অনিমেষ নয়নে; অপলক চোখে (এক দৃষ্টে চাহে বামা দূর লঙ্কা পানে-মাইকেল মধুসূদন দত্ত)। একদেশ (বিশেষ্য) ১ এক অংশ; কোনো অংশ। ২ কোনো একটি দেশ। একদেশদর্শী (বিশেষণ) ১ এক পক্ষ বা অংশ বা দিক বিবেচনা করে এমন। ২ সংকীর্ণ; অনুদার। ৩ একচোখো; পক্ষপাতী। ৪ অপরিণামদর্শী। একদেশদর্শিতা (বিশেষ্য)। একদেশি, একদেশীয় (বিশেষণ) ১ একদেশে জাত। ২ একই দেশের অধিবাসী; স্বদেশবাসী। ৩ একদেশ সম্বন্ধীয়। একদেহ (বিশেষ্য) ১ অভিন্ন শরীর; একাত্মা। ২ সগোত্র। একদেহ একপ্রাণ (বিশেষণ) সবদিক দিয়ে মিল আছে এরূপ; সব বিষয়ে একতাবদ্ধ। একধর্মা (বিশেষণ) এক প্রকৃতি বিশিষ্ট; এক ধর্ম বিশিষ্ট; সমগুণ সম্পন্ন। একধর্মী (বিশেষণ) অভিন্ন ধর্মসম্প্রদায়ভুক্ত। একধর্মিণী (স্ত্রীলিঙ্গ)। একধা (অব্যয়) ১ এক প্রকারে। ২ এক দিকে; এক বিষয়ে। একনবতি (বিশেষ্য) ৯১ সংখ্যা; একানব্বই। □ (বিশেষণ) ৯১ সংখ্যক। একনলা (বিশেষণ) একটি মাত্র নল বিশিষ্ট (একনলা বন্দুক)। এক নাগাড়ে (ক্রিয়াবিশেষণ) অবিরামভাবে; ক্রমাগত; অবিচ্ছেদে (এক নাগাড়ে দুই দিন সে আর কখনো উপবাস করে নাই- মুহম্মদ মনসুরউদ্দীন)। এক নায়ক (বিশেষ্য) ১ একমাত্র শাসনকর্তা বা প্রভু। ২ স্বৈরাচারী শাসক। □ (বিশেষণ) একমাত্র শাসক বা রাজার অধীন; এক ব্যক্তির শাসনাধীন। এক নায়কত্ব (বিশেষ্য) একমাত্র শাসনকর্তা বা রাজার কর্তৃত্ব। এক নায়কতন্ত্র, এক নায়করাজ্যতন্ত্র(বিশেষ্য) একজন মাত্র শাসক বা রাজার নির্দেশানুসারে প্রবর্তিত শাসনব্যবস্থা; autocracy। এক নিঃশ্বাসে ( ক্রিয়াবিশেষণ) দ্রুত; খুব সংক্ষেপে। একনিষ্ঠ (বিশেষণ) ১ একাগ্র; এক বিষয় বস্তু বা ব্যক্তিতে নিষ্ঠাবান। ২ সৎ; অব্যভিচারী। একনিষ্ঠা (স্ত্রীলিঙ্গ)। একনিষ্ঠতা, একনিষ্ঠা (বিশেষ্য)। একপক্ষ (বিশেষণ) একডানা বিশিষ্ট। একপঙ্ক্তিক (বিশেষণ) এক শ্রেণিভুক্ত। একপঞ্চাশ (বিশেষ্য) ৫১ সংখ্যা; একান্ন। □ (বিশেষণ) ৫১ সংখ্যক। একপত্নীক (বিশেষণ) একমাত্র পত্নীবিশিষ্ট; দ্বিতীয় বার বিয়ে করেনি এমন। একপদ, একপা ( বিশেষ্য) অল্প দূরত্ব; এক কদম পরিমাণ জায়গা (আঁধারে একপাও অগ্রসর হওয়া যায় না)। □ (বিশেষণ) এক পা বিশিষ্ট; খোঁড়া। একপদী (বিশেষ্য) সংকীর্ণ পথ; মাত্র একজনের গমনযোগ্য পথ। একপদীকরণ (বিশেষ্য) (ব্যাকরণ) একাধিক পদকে সমাসবদ্ধ-করণ বা একপদে পরিণতকরণ। একপয়সা মা-বাপ (বিশেষণ) অতিশয় কৃপণ। একপা কবরে-যার মৃত্যুর আর দেরি নেই। একপা জলে, একপা স্থলে-অনিশ্চিত অবস্থা। একপাঠী (বিশেষণ) সহপাঠী; সতীর্থ। একপাঠিনী (স্ত্রীলিঙ্গ)। একপাব (বিশেষণ) এক গ্রস্থি গাঁট বা পর্ব বিশিষ্ট (হাতে একগাছি একপাব বেত-দীনবন্ধু মিত্র)। একপাল (বিশেষণ) ১ একদল; একই পশু বা জন্তুর সমষ্টি (এক পাল ভেড়া)। ২ অনেক; বহু; প্রচুর। একপার্শ্ব, একপাশ (বিশেষ্য) ১ একদিক; একধার। ২ দেহের অর্ধাংশ। □ (বিশেষণ) পৃথক; আলাদা (সতীনকে একপাশ করিয়া দেয়-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। একপার্শ্বে, একপাশে (ক্রিয়াবিশেষণ)। একপিতৃক (বিশেষণ) এক পিতার ঔরসজাত; এক পিতা এমন। একমাতৃক (বিদ্যাপতি)। একপুরুষ (বিশেষ্য) ১ বংশানুক্রম হিসাবে এক ব্যক্তির জীবন কাল (তারা তো মোটে এক পুরুষে ধনী)। ২ পরম পুরুষ; আল্লাহ; ঈশ্বর। একপেট (ক্রিয়াবিশেষণ) পেট ভরে (একপেট খেয়ে নাও)। □ (বিশেষণ) ভরপেট (একপেট খাবার)। একপেশে, একপেশো (বিশেষণ) ১ একপাশে ঝোঁকা; একদিকে ভারী (প্রাচীন সভ্যতার ধারণাটা আমাদের মনে নিতান্ত একপেশো হয়ে উঠেছে-প্রথম চৌধুরী)। ২ পক্ষপাতদুষ্ট। একপ্রস্ত (বিশেষণ) একদফা; একবারের মতো (এক প্রস্ত চা ও খাবার না খাইয়া সকালে কেহ কোথাও বাহির হয় না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। একফালি, একফালা (বিশেষ্য) এক খণ্ড; লম্বাভাবে কাটা এক টুকরা (আছিল ইসর মূল তাহে একফালি-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। একবংশীয় (বিশেষণ) একই বংশজাত; স্বগোত্রীয়। একবচন (বিশেষ্য) (ব্যাকরণ) একটি মাত্র ব্যক্তি বস্তু বা বিষয় নির্দেশক পদ; singular number। একবর্গা, একবগগা (বিশেষণ) একগুঁয়ে। একবস্ত্র (বিশেষ্য) একমাত্র বস্ত্র। □ (বিশেষণ) একটি মাত্র পরিধেয় বস্ত্র সম্বল এমন; এক কাপুড়ে। একবস্ত্রা (স্ত্রীলিঙ্গ)। একবাক্যে ( ক্রিয়াবিশেষণ) এক কথায়; সমস্বরে; কোনোরূপ মতভেদ না রেখে। একবার (ক্রিয়াবিশেষণ) ১ এক সময়ে (একবার যখন তার জ্বর হয়েছিল)। ২ একের অনধিকবার; একদফা (একবার তোরা মা বলিয়া ডাক-রবীন্দ্রনাথ ঠাকুর)। একবারে (ক্রিয়াবিশেষণ) একদফায়; এক চেষ্টায় সম্পূর্ণরূপে (কাজটা একবারে করে ফেল)। একবাস (বিশেষ্য) একমাত্র বস্ত্র। □ (বিশেষণ) একমাত্র বস্ত্র পরিহিত। একবিংশ, একবিংশতি (বিশেষ্য) ২১ সংখ্যা; একুশ। □ (বিশেষণ) ২১ সংখ্যক; একভাব(বিশেষণ) একমন; এক চিত্ত (ভবানীর নামে দিলা একভাব হয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) এক বা অনন্য বিষয়ে আসক্তি; কোনো বিষয়ে একনিষ্ঠতা। একভিতে (ক্রিয়াবিশেষণ) একদিকে; একপাশে; একান্তে। একমত (বিশেষণ) সমমতাবলম্বী; মতে বা ভাবনায় অভিন্ন। একমতাবলম্বী (বিশেষণ) একমতে বিশ্বাসী; অভিন্ন মত পোষণকারী। একমতি, একমর্তী(-তিন্) (প্রাচীন বাংলা) (বিশেষণ) একনিষ্ঠ (অহোনিশি একমতী তোহ্মা ছাড়ী নাহি গতী-বড়ু চণ্ডীদাস)। একমনা, একমনাঃ (বিশেষণ) একাগ্রচিত্ত; এক বিষয়ে নিবিষ্টমনা। একমনে (ক্রিয়াবিশেষণ) একাগ্র চিত্তে; একনিষ্ঠা সহকারে; বিষয়ান্তরে মনোনিবেশ না করে। একমাতৃক (বিশেষণ) একই মাতার গর্ভে জাত; সহোদর। একমাত্র (বিশেষণ) ১ কেবল একটি; একের অনধিক। ২ অদ্বিতীয় (আমি যে অসাধারণ, যে অতুলনীয়, যে একমাত্র-বুদ্ধদেব বসু)। একমাত্রা (বিশেষ্য) ১ ( ছন্দশাস্ত্র) একবারে উচ্চার্য শব্দাংশ; one syllable। ২ (সনৃ.) ছন্দ পরিমাপক কাল বিভাগের এক বিভাগ। □ (বিশেষণ) (চিকিৎসাবিদ্যা) একদাগ; একবার সেবনের মতো; one dose। একমাত্রিক (বিশেষণ) (ছন্দশাস্ত্র) এক শব্দাংশযুক্ত; monosyllabic। একমুখী (বিশেষণ) একমুখ বা ছিদ্র বিশিষ্ট (কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে-রাজশেখর বসু (পরশু))। একমুখে (ক্রিয়াবিশেষণ) একদিকে (তারা সবাই একমুখে চলেছে)। একমুখে দুই কথা (বিশেষ্য) কথার ঠিক না থাকা; কথার বরখেলাফ। এক মুরগি দুবার জবাই ১ একই অপরাধের জন্য দুবার শাস্তি প্রদান। ২ একই জিনিসকে দুই কাজে লাগানো। একমুষ্টি, একমুঠো, একমুঠ (বিশেষণ) একমুষ্টি; পরিমিত; অতি অল্প পরিমিত (একমুষ্টি চাল)। একমুষ্টি ভাত, একমুঠো ভাত (বিশেষ্য) অতি সাধারণ ও সামান্য পরিমাণ আহার্য (একমুঠো ভাতের জোগাড়ও নেই)। একমেটে (বিশেষণ) ১ অসম্পূর্ণ; আংশিকভাবে কৃত (একটা একমেটে প্রোগ্রাম তৈরি করবার চেষ্টা করা যাক-প্র্রথম চৌধুরী)। ২ একবার মাত্র মাটির প্রলেপ দেওয়া হয়েছে এরূপ; আরব্ধ মাত্র (ঠিক যেন কুমারটুলির একমেটে ঠাকুর-দীনবন্ধু মিত্র)। ৩ একহারা (এক মেটে গড়ন-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। একমেটে করা (ক্রিয়া) কোনো কাজ আংশিকভাবে করা; কোনো কিছুর প্রাথমিক কাজ করে রাখা। একরকম, একরূপ (বিশেষণ) একই ধরনের; এক জাতীয় (দেখতে সব গুলোই একরকম)। □ (ক্রিয়াবিশেষণ) কোনো প্রকারে; যেমন তেমন করে; অনির্দিষ্ট ধরনে (দিন একরকম কাটছে)। একরঙা (বিশেষণ) এক রঙে রঞ্জিত (একরঙা কাপড়)। একরত্তি, একরতি (বিশেষণ) ১ সামান্য পরিমাণ; একটুখানি; অত্যল্প (ভালবাসতে পারব না একরত্তি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ খুব ছোট; অতিক্ষুদ্র; কচি (একরত্তি মেয়ে)। একরা (বিশেষ্য) একযুক্তি; এক ধরনের মত (সব শেয়ালের এক রা-প্রবাদ)। একরোখা, একরোকা (বিশেষণ) ১ একগুঁয়ে; বদরাগী; জেদী। ২ এক দিকে রোখ বা গতি এমন (বাইরে আমার ভাঙা দরজায় উতল হাওয়ার শুধু একরোখা বুক চাপড়ানি আর কারবালা-মাতম রণিয়ে উঠল-কাজী নজরুল ইসলাম)। ৩ একদিকে নকশা বা ছাপ আছে এমন। একরোখামি (বিশেষ্য) একগুঁয়েমি (ভাষাতে যাকে বলে একরোখামি ও বাড়াবাড়ি তাই হচ্ছে সংস্কৃত কাব্যের প্রধান দোষ-প্র্রথম চৌধুরী)। এক লাঠিতে সাপ মারা (ক্রিয়া) এক উপায়ে অনেক কাজ হাসিল করা। একলেডা (বিশেষণ) (মুদ্রণশিল্প) (লেটার প্রেসের মুদ্রণ সম্পর্কে) কেবলমাত্র একখানি লেড (lead) দিয়ে পঙ্ক্তিসমূহ পৃথক করে ছাপানো (একলেডা করে ছাপানো হয়েছে)। একশত, একশ, একশো (বিশেষ্য) ১০০ সংখ্যা। □ (বিশেষণ) ১ ১০০ সংখ্যক। ২ অগণিত; অনেক (একশ মানিক জ্বালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। একশরণ (বিশেষ্য) একমাত্র আশ্রয় স্থল; একমাত্র গৃহ। □ (বিশেষণ) একমাত্র আশ্রয়বিশিষ্ট; একগৃহসম্পন্ন; একের উপর নির্ভরশীল এমন। একশা (বিশেষণ) সম্পূর্ণ; একেবারে (ভিজে একশা)। একশিলা (বিশেষণ) অখণ্ড শিল বা পাথরে গড়া (আর একটি পাহাড় দেখিলাম, সেটি একশিলা–সুনীতিকুমার চট্টোপাধ্যায়)। একশৃঙ্গ (বিশেষণ) একশিংবিশিষ্ট। □ (বিশেষ্য) গণ্ডার। একশেষ (বিশেষ্য) ১ চূড়ান্ত; চরম অবস্থা; আতিশয্য (কষ্টের একশেষ)। ২ (ব্যাকরণ) দ্বন্দ্ব সমাসবিশেষ, পূর্ব ও উত্তরপদ অভিন্ন বৃত্তিধারী হওয়ায় সমস্তপদে বহুবচনের বিভক্তি যুক্ত হয়ে থাকে, যথা-শিক্ষক ও শিক্ষিকারা=শিক্ষকবৃন্দ। একষট্টি, একষষ্ঠি (বিশেষ্য) ৬১ সংখ্যা। □ (বিশেষণ) ৬১ সংখ্যক। একষট্টিতম, একষষ্টিতম (বিশেষণ) ৬১ সংখ্যক। একসপ্ততি (বিশেষ্য) ৭১ সংখ্যা; একাত্তর। □ (বিশেষণ) ৭১ সংখ্যক। একসপ্ততিতম (বিশেষণ) ৭১ সংখ্যক। একসানকির ইয়ার Þ এক এক গেলাসের ইয়ার। একসূত্র, একসুত (বিশেষণ) একসুতা পরিমাণ চওড়া; এক ইঞ্চির অষ্টমাংশ। একহাত (বিশেষণ) ১ ১৮ ইঞ্চি পরিমিত; একহস্ত (এক হাত কাপড়)। ২ একবাজি (এক হাত খেলা)। □ (ক্রিয়াবিশেষণ) একচোট; এক দফায় প্রচুর পরিমাণে ক্রোধ প্রকাশ (তাকে একহাত দেখে নেবো)। একহাত দেখা (ক্রিয়া) প্রতিশোধ নেওয়ার চেষ্টা (তাকে একহাত দেখে নেবো)। একহাত নেওয়া বা লওয়া ( ক্রিয়া) স্পষ্ট দুই কথা শুনানো; তিরস্কার করা (তাকে একহাত না নিলে চলবে না)। একহাতে (ক্রিয়াবিশেষণ) একাকী; অন্যের সাহায্য ছাড়া (সব এক হাতে করেছি; এক হাতে তালি বাজে না। এক হালি (বিশেষ্যের-বিশেষণ) চারটে বস্তু (এক হালি আম)। একহৃদয় (বিশেষণ) একাত্মা; অভিন্নহৃদয়। {সংস্কৃত √ই+ক(কন্)}
- Bengali Word একইতি English definition ⇒ একুইতি
- Bengali Word একছার , একছের English definition [অ্যাক্ছার্, অ্যাক্ছের্] (ক্রিয়াবিশেষণ) সরাসরি; সোজাসুজি (কাহাকেও না দেখিয়া একছার বাড়ীর মধ্যে প্রবেশ করিলেন-নজিবর রহমান)। {ফারসি য়কসর}
- Bengali Word একজামিন , একজ্যামিন , একজামিনেশন English definition ⇒ এগজামিন
- Bengali Word একজিবিশন English definition [এক্জিবিশন্] (বিশেষ্য) প্রদর্শনী; মেলা। {ইংরেজী Exhibition}
- Bengali Word একটা , একটি English definition [অ্যাক্টা, এক্টি] (বিশেষণ) ১ ১-সংখ্যক (একটা টাকা)। ২ নির্দিষ্ট কোনো এক (একটা কথা বলি)। ৩ অনির্দিষ্ট কোনো এক; যে কোনো (একটা হলেই হলো; একটি ছেলে বললো)। একটা কথা (বিশেষ্য) সংক্ষিপ্ত আলাপ (আপনার সাথে আমার একটি কথা আছে)। একটা–না-একটা ( বিশেষণ) অন্তত একটি (একটা-না-একটা অসুখ লেগেই আছে)। {সংস্কৃত এক+বাংলা টা, টি; তুলনীয় হিন্দি একঠো)
- Bengali Word একটু English definition [একটু] (বিশেষণ) সামান্য; অতি অল্প (একটু চা দাও)। □ (ক্রিয়াবিশেষণ) ১ সামান্যক্ষণ; খানিক (একটু দাঁড়াও)। ২ একবার (একটু যাওনা)। একটুকু, একক (বিশেষণ) অত্যল্প; কিঞ্চিন্মাত্র; কিছু। একটুকুতে, একটুতে (ক্রিয়াবিশেষণ)। একটুখানি (বিশেষণ) ১ সামান্য অল্প (একটুখানি দুধ)। □ (ক্রিয়াবিশেষণ) অল্প কিছুক্ষণ (একটুখানি সবুর করো)। ২ অল্পবয়স্ক; কচি (একটুখানি মেয়ে)। {সংস্কৃত এক + বাংলা টু}
- Bengali Word একতর , একতরহ English definition [এক্তর্, একতরহ্] (ক্রিয়াবিশেষণ) এক প্রকার; একরকম; এক ধরনের। {ফারসি য়ক্ + আরবি তরাহ}
- Bengali Word একতেদা English definition [এক্তেদা] (বিশেষ্য) ইমামের অনুসরণ; পশ্চাদ্গমন। {আরবি ইকতিদা }
- Bengali Word একর English definition [একর্] (বিশেষণ) ৪৮৪০ বর্গগজ পরিমিত (এক একর জমি)। □ (বিশেষ্য) ৪৮৪০ গজ পরিমিত জমি।
- Bengali Word একরাট English definition [এক্রাট্] (বিশেষণ) ১ সার্বভৌম; একচ্ছত্র (জার্মানী সমগ্র ইউরোপের সম্রাট হবার দুরাশা হৃদয়ে পোষণ করত বলে স্বদেশেও একরাট হতে পারেনি-প্র্রথম চৌধুরী)। ২ প্রধান; প্রভাবশালী (কিছুদিনের ফরাসি ভাষা ইউরোপে একরাট ভাষা হয়ে উঠেছিল-প্র্রথম চৌধুরী)। {সংস্কৃত এক+রাট্<√রাজ্+ক্বিপ্}
- Bengali Word একরাম , ইকরাম English definition [এক্রাম্, ইক্রাম] (বিশেষ্য) শ্রদ্ধা; ভক্তি; ভদ্রতা; সম্মান প্রদর্শন (এনাম একরাম তুমি কি দিবে আমায়-সৈয়দ হামজা; তাহাকে ইনাম একরাম দিয়া-রামরাম বসু)। {আরবি ইক্রাম }
- Bengali Word একরার , ইকরার English definition [এক্রার্, ইক্রার্] (বিশেষ্য) ১ স্বীকার; কবুল (সকল ডাকাইত একরার করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ প্রতিজ্ঞা; শপথ। ৩ চুক্তি। একরার নামা (বিশেষ্য) ১ চুক্তিপত্র; অঙ্গীকারপত্র (সমাজের ইকরারনামায় কস্মিন কালো বাঁধা হয় নিকো-বিষ্ণু দে)। ২ প্রতিজ্ঞাপত্র; শপথনামা। {আরবি ইকরার }