এ পৃষ্ঠা ৫
- Bengali Word একানব্বই English definition [একানব্বোই, অ্যাকানব্বোই] (বিশেষ্য) ১ ৯১ সংখ্যা। ২ (বিশেষণ) ৯১ সংখ্যক। {সংস্কৃত একনবতি>প্রাকৃত একান্নব্বই>; মধ্যপ.}
- Bengali Word একান্ত English definition [একান্তো] (বিশেষণ) ১ নিতান্ত; অত্যন্ত। ২ অবধারিত; নিশ্চিত। ৩ নির্জন। ৪ নিজস্ব; খাস (এই দিনের সীমানায় তুমি আর আমি একান্ত হবো-আবদুল গনি হাজারী)। একান্ত পক্ষে অব্যয় নিতান্তই যদি। ২ (অব্যয়) কমপক্ষে। একান্তে (ক্রিয়াবিশেষণ) নির্জনে; গোপনে (কহিলেন শচীকান্ত মধুর বচনে, একান্তে-মধুসূদন দত্ত)। একান্ত সচিব (বিশেষ্য) দবির-খাস; private-secretary। {সংস্কৃত এক+অন্ত; বহুব্রীহি সমাস}
- Bengali Word একান্তর English definition [একান্তর্] (বিশেষণ) একটির পর একটি করে বাদ দিয়ে; একের ব্যবধানে অবস্থিত; alternate। একান্তর কোণ (বিশেষ্য ) (জ্যামিতি) দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তার প্রত্যেকটির বিপরীত দিকের কোণ পরস্পরের একান্তর কোণ; alternate angle। {সংস্কৃত এক+অন্তর; নিত্য সমাস}
- Bengali Word একান্ন ১ English definition [একান্নো, অ্যাকান্নো] (বিশেষণ) ৫১ সংখ্যা। □ (বিশেষণ) ৫১ সংখ্যক। {সংস্কৃত একপঞ্চাশৎ>একান্ন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
- Bengali Word একান্ন ২ , একান্নবর্তী , একান্নভুক্ত , একান্নভোজী (- জিন্ ) English definition [একান্নো, একান্নোবোর্তি, একান্নোভুক্তো, একান্নভোজী] (বিশেষণ) যৌথ পরিবারভুক্ত; এক গৃহস্থালীর অন্তর্ভুক্ত (আলী বক্স ও ইজ্জত বক্স বহুদিন পর্যন্ত একান্নভুক্ত ছিলেন-আবু জাফর শামসুদ্দীন)। □ (বিশেষ্য) একত্রে আহারকারী। একান্নবর্তী পরিবার (বিশেষ্য) যৌথ পরিবার; খাওয়া পরা ও বসবাস এক সঙ্গে হয় এমন পরিবার; joint family (পূর্বে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {সংস্কৃত এক+অন্ন; বহুব্রীহি সমাস}
- Bengali Word একাবলি, একাবলী English definition [একাবোলি] (বিশেষ্য) ১ একনরি হার; কণ্ঠাভরণ বিশেষ। ২ (ছন্দ শাস্ত্র) এগারো অক্ষরের বাংলা ছন্দবিশেষ (অবশ্য শুধু পয়ার ভেঙ্গে একাবলী লেখা চলত না-সুধীন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত এক+আবলী, আবলি; বহুব্রীহি সমাস}
- Bengali Word একাব্বরী English definition ⇒ আকবরী
- Bengali Word একামত, ইকামত, আকামত English definition [একামত্, ইকামত্, আকামত্] (বিশেষ্য) ফরজ নামাজের প্রারম্ভে উচ্চারিত আজানের অনুরূপ শব্দাবলি (তাড়াতাড়ি আকামত করে নমাজ শুরু করে দিলাম-কাজী ইমদাদুল হক)। একামতি (বিশেষ্য) একামত বলার কার্য বা পদ। {আরবি ইকামত }
- Bengali Word একার ১ English definition [একার্] (বিশেষ্য) ১ ব্যঞ্জন বর্ণের সহিত ‘এ’ স্বরধ্বনির প্রতীকরূপে ব্যবহৃত ‘†’ চিহ্ন। ২ ‘এ’ বর্ণ। একারদি (বিশেষণ) আদিতে ‘এ’ বর্ণবিশিষ্ট (একারাদি শব্দ)। একারান্ত (বিশেষণ) অন্তে ‘এ’ বর্ণ বিশিষ্ট (একারান্ত শব্দ)। {সংস্কৃত এ+কার}
- Bengali Word একার ২ English definition [অ্যাকার্] (বিশেষ্য) কেবল একজনের। {একা+সম্বন্ধের ‘র’ বিভক্তি}
- Bengali Word একার্থ, একার্থক English definition [একার্থো, একার্থোক্] (বিশেষণ) ১ সমার্থবোধক; তুল্যার্থ; যাদের অর্থ একরূপ। ২ একই অভিপ্রায়বিশিষ্ট। একার্থতা (বিশেষ্য)। একার্থচর্যা (বিশেষ্য) একই উদ্দেশ্য সিদ্ধির জন্য সম্মিলিত প্রচেষ্টা। একার্থ-প্রতিপাদক, একার্থবোধক (বিশেষণ) এক অর্থজ্ঞাপক; একই অর্থবিশিষ্ট। একার্থপ্রতিপাদকতা, একার্থবোধকতা (বিশেষ্য)। {সংস্কৃত এক+অর্থ, অর্থক; (কর্মধারয় সমাস); বহুব্রীহি সমাস}
- Bengali Word একাল English definition [একাল্] (বিশেষ্য) ১ বর্তমানকাল। ২ ইহকাল। একাল-ওকাল (বিশেষ্য) ১ ইহকাল ও পরকাল। ২ বর্তমানকাল ও অতীত বা প্রাচীনকাল। একাল-সেকাল (বিশেষ্য) বর্তমানকাল ও অতীতকাল। {এই+কাল> এইকাল> একাল; অনুরূপভাবে সেই+কাল=সেকাল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word একাশি, একাশী English definition [একাশি, অ্যাকাশি] (বিশেষ্য) ৮১ সংখ্যা। □ (বিশেষণ) ৮১ সংখ্যক। {সংস্কৃত একাশীতি>একাশি; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
- Bengali Word একাশ্রয়, একাশ্রিত English definition [একাস্স্রয়, একাস্স্রিতো] (বিশেষণ) কেবল একজনের উপর নির্ভরশীল; অন্য আশ্রয় নাই এমন; অনন্যগতি। {সংস্কৃত এক+আশ্রয়, আশ্রিত}
- Bengali Word একাসন English definition [একাশোন্, অ্যাকাশোন্] (বিশেষ্য) ১ অভিন্ন আসন; একমাত্র উপবেশন স্থান। ২ অন্য আসন নাই বা আসন বদল করে না এমন। {সংস্কৃত এক+আসন; (কর্মধারয় সমাস)}
- Bengali Word একাহার English definition [একাহার্, অ্যাকাহার্] (বিশেষ্য) সারা দিনে রাত্রে একবার মাত্র খাদ্য গ্রহণ। একাহারী (বিশেষণ)। {সংস্কৃত এক+আহার; (কর্মধারয় সমাস)}
- Bengali Word একি English definition [একি] (অব্যয়) বিস্ময়সূচক-এ কেমন; এ কিরূপ (একি কথা শুনি আজি মন্থরার মুখে-মাইকেল মধুসূদন দত্ত)। {সংস্কৃত Öই+ক(কন্)=এক>বাংলা এ+সংস্কৃত কিম্>কি}
- Bengali Word একিদা English definition ⇒ আকিদা
- Bengali Word একিন, একীন English definition [একিন্] (বিশেষ্য) স্থির বিশ্বাস; দৃঢ় প্রত্যয় (আমার উপর তোমার একিন নাই-আবদুর রশীদ ওয়াসেকপুরী)। {আরবি য়কীন্ }
- Bengali Word একিনী, একীনী English definition [একিনি] (বিশেষণ) নিশ্চিত; দৃঢ়। {আরবি য়কীনী }