• Bengali Word এগজামিন, এগজামিনেশন, একজামিন English definition [এগ্‌জামিন্‌, এগ্‌জামিনেশন্‌, এক্‌জামিন্‌] (বিশেষ্য) পরীক্ষা (এগজামিনেশনে দেয় তাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর; নবীন ছাত্র ঝুঁকে আছে একজামিনের পড়ায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। এগজামিন দেওয়া (ক্রিয়া) পরীক্ষা দেওয়া; পরীক্ষিত হওয়া। এগজামিন করা (ক্রিয়া) পরীক্ষা করা; পরীক্ষা গ্রহণ করা। {ইংরেজি examination}