এ পৃষ্ঠা ৬
- Bengali Word একীকরণ English definition [একিকরোন্] (বিশেষ্য) ১ সমানকরণ; এক আকারে পরিণতকরণ। ২ একত্রীভবন; মিলন (সে রাত্রে দাম্পত্য একীকরণ এত ঘনীভূত হইয়া উঠিয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। একীকৃত (বিশেষণ)। {সংস্কৃত এক+ঈ(চ্বি)+⇒কৃ+ অন(ল্যুট্)}
- Bengali Word একীভবন English definition [একিভবোন্] (বিশেষ্য) ১ একাকার হওয়া; সমান অবস্থাপ্রাপ্তি। ২ একত্রে মিশ্রণ। {সংস্কৃত এক+ঈ(চ্বি)+ভবন}
- Bengali Word একীভাব English definition [একিভাব্] (বিশেষ্য) ঐক্য; এক হওয়া। একীভূত (বিশেষণ) ১ এক অবস্থা প্রাপ্ত; সমতা প্রাপ্ত। ২ স্তূপীকৃত; একত্র মিলিত। {সংস্কৃত এক+ঈ(চ্বি) +ভাব}
- Bengali Word একুইতি, একইতি (প্রাচীন বাংলা) English definition [একুইতি, একইতি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) এক পুত্রসন্তান বিশিষ্ট (একইতি মাএর ছাওয়াল-বড়ু চণ্ডীদাস)। {সংস্কৃত একপুত্রবতী}
- Bengali Word একুন English definition [একুন্] (বিশেষ্য) মোট; সর্বশুদ্ধ; সমষ্টি। একুনে (ক্রিয়াবিশেষণ) সর্বশুদ্ধ; সাকুল্যে; মোট। {সংস্কৃত এক+ঊন; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word একুল ওকুল English definition [একুল্ ওকুল্] (বিশেষ্য) ১ পিতৃকুল ও শ্বশুরকুল। ২ উভয় অবলম্বল। একুল দুকুল যাওয়া-উভয় অবলম্বল থেকে ভ্রষ্ট বা বিচ্যুত হওয়া; সম্পূর্ণ নিরাশ্রয় হওয়া। {এ+কুল+ও+কুল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word একুশ English definition [একুশ্] (বিশেষ্য) ২১ সংখ্যা। □ (বিশেষণ) ২১ সংখ্যক। একুশে (বিশেষণ) মাসের ২১ দিনের দিন; ২১ শে (একুশে আশ্বিন)। {সংস্কৃত একবিংশতি>(পালি) একবীসতি>একুশ; হিন্দি একইস্}
- Bengali Word একূল-ওকূল English definition [একুল্-ওকুল্] (বিশেষ্য) ১ নদীর উভয় তীর (নদীর একূল-ওকূল দুকূল বয়ে যায়-গান)। ২ দুই দিক। ৩ (আলঙ্করিক) ইহকাল ও পরকাল। {সংস্কৃত কূল; এ+কূল+ও+কূল}
- Bengali Word একে ১ English definition [একে] (সর্বনাম) তাকে; একে; এই ব্যক্তিকে (একে তো চিনি না)। {সংস্কৃত ইদম্>বাংলা এ+কে (কর্মকারকের বিভক্তি)}
- Bengali Word একে ২ English definition [অ্যাকে] (সর্বনাম) ১ এক বস্তুকে বা কোনো এক বিষয়ে (একে পায়, আরে চায়)। ২ একটিতে (একেই হবে)। □ (ক্রিয়াবিশেষণ) একদিকে; একপক্ষে (একেত চুরি, তার উপর সিনাজুরি-প্রবাদ)। একে একে (ক্রিয়াবিশেষণ) পরপর; একের পর এক করে (একে একে নিভিছে দেউটি-মাইকেল মধুসূদন দত্ত)। একেবারে (বিশেষণ)-(বিশেষণ) নিতান্ত (একেবারে বোকা)। □ (ক্রিয়াবিশেষণ) সম্পূর্ণভাবে (একেবারে গেছি)। {সংস্কৃত এক+বাংলা এ}
- Bengali Word একেলা English definition ⇒ একলা
- Bengali Word একেলিয়ানা English definition [একেলিয়ানা] (বিশেষ্য) স্বাতন্ত্র্য; একাকিত্ব (কিছু সেকেলে নাম, কিন্তু সে খুঁত পুষিয়েছে তার নির্জলা একেলিয়ানায়-বুদ্ধদেব বসু)। {একেলা+ই+আনা বাংলা ‘বাঙালিয়ানা’ শব্দের সাদৃশ্যে ‘একেলিয়ানা’ গঠিত}
- Bengali Word একেশ্বর, একসর (মধ্যযুগীয় বাংলা) English definition [অ্যাকেশ্শর, এক্শর্] (বিশেষণ) ১ একাকী; নিঃসঙ্গ; একা এমন (বহু সংখ্যক সৈন্য ..... একেশ্বর আবদুল ওহাবের প্রতি অস্ত্র বর্ষণ করিতে লাগিল-মীর মশাররফ হোসেন; মহারণ্যে চলি যায় একসর রথী-দৌকা)। ২ একাধিপতি; সর্বময় প্রভু। □ (বিশেষ্য) এক ও অদ্বিতীয় আল্লাহ; বিশ্বজগতের একমাত্র অধিপতি খোদাতালা; ঈশ্বর; God। একেশ্বরবাদ (বিশেষ্য) আল্লাহ এক এবং অদ্বিতীয় এই দার্শনিক মত। একেশ্বরবাদী (বিশেষণ) আল্লাহ এক ও অদ্বিতীয় এই মতে বিশ্বাসী; সৃষ্টিকর্তা ঈশ্বর বা God এক ও অদ্বিতীয়-এই মতবাদে বিশ্বাসী। একেশ্বরী, একসরী (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) একাকিনী; একেলা (ফুলে ভরা মধু কন্যা ফির একেশ্বরী-ময়মনসিংহ গীতিকা; একসরী বঞ্চে পূর্বজন্ম পাপ ফলে-দৌকা)। {সংস্কৃত এক+সর (√স্)=একসর। মধ্য বাংলায় শব্দটিকে অযথা সংস্কৃতায়িত করতে গিয়ে লেখা হয়েছে ‘একেশ্বর’; (কর্মধারয় সমাস)}
- Bengali Word একৈক English definition [একোইক্] (বিশেষ্য) এক একটি (সকল মুদ্রাই সর্বাঙ্গসুন্দর; কোটি মুদ্রাও একৈকের প্রকৃত মূল্য নহে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) একাকী; একক। □ (ক্রিয়াবিশেষণ) একের পর এক। {সংস্কৃত এক+এক (বীপ্সার্থে)}
- Bengali Word একোদর English definition [একোদর্/অ্যাকোদর্] (বিশেষণ) সহোদর। □ (বিশেষ্য) সহোদর ভাই। একোদরা (স্ত্রীলিঙ্গ)। {সংস্কৃত এক+উদর; বহুব্রীহি}
- Bengali Word একোদ্দিষ্ট English definition [একোদ্দিশ্টো] (বিশেষ্য) মৃত ব্যক্তিবিশেষের উদ্দেশ্যে অনুষ্ঠিত বাৎসরিক শ্রাদ্ধ। {সংস্কৃত এক+উদ্দিষ্ট; বহুব্রীহি}
- Bengali Word একোন English definition [একান্] (বিশেষণ) এক কম এমন (একোন অশীতি বৎসরের বৃত্তান্ত বর্ণিত হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {সংস্কৃত এক+ঊন; বহুব্রীহি}
- Bengali Word এক্কা, এক্কা English definition [এক্কা] (বিশেষ্য) দুই চাকা বিশিষ্ট এক ঘোড়ার গাড়ি (যেই স্থানে দলে দলে মোসলেম নিচয় শোভিত মসজিদে পথে এক্কার উপরে-কায়কোবাদ)। এক্কাওয়ালা (বিশেষ্য) এক্কা-চালক। {ফারসি য়ক্কাহ্; তুলনীয় হিন্দি এক্কা}
- Bengali Word এক্তিয়ার, এক্তেয়ার English definition ⇒ এখতিয়ার
- Bengali Word এক্ষণ English definition [এক্খোন্] (বিশেষ্য) ১ এ সময়; এ মুহূর্তে; এখন। ২ বর্তমানকাল। এক্ষণকার (বিশেষণ) ১ এখনকার; এই সময়ের। ২ বর্তমান সময়ের; ইদানীন্তন। এক্ষণে (ক্রিয়াবিশেষণ) এ মুহূর্তে; এখন; এ সময়ে (এক্ষণে কোথায় চলেছে?)। ২ বর্তমানে (এক্ষণে দেশের অবস্থা ভালো নয়)। {সংস্কৃত ইদম্>এই>এ+ক্ষণ = এক্ষণ; (কর্মধারয় সমাস)}