• Bengali Word এয়ো , আইও , এয়া , আয়ো English definition [এয়ো, আইয়ো, এঁয়া, আয়ো] (বিশেষ্য) সধবা নারী (এয়ো তুমি, তোমার কি সাজে এ বেশ?-মাইকেল মধুসূদন দত্ত; বাড়ির এঁয়ারা সকলে ভালো আছেন-রবীন্দ্রনাথ ঠাকুর; জোকার দেও আয়োগণ জন্মিল মনসা-বিজয় গুপ্ত)। □ (বিশেষণ) সধবা; স্বামী জীবিত আছে এমন নারী। এয়োজাত (বিশেষ্য) মাঙ্গলিক কার্যোপলক্ষে হিন্দু সধবাদের উৎসব বিশেষ; এয়োদের একত্র ভোজন (চন্দ্রমুখী পাইলেন এয়োজাত ভার-ভারতচন্দ্র রায়গুণাকর)। এয়োত, এয়োতি, এয়োতঃ (বিশেষ্য) অবৈধব্য; সধবার চিহ্ন। এয়োতি, এয়োতী (বিশেষণ) সধবা (দোয়া করি তুই চির এয়োতি হ-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) সধবা নারী। এয়োসুয়া (বিশেষ্য) সধবা ও স্বামী সোহাগিনী (এয়ো সুয়া এক ঠাঁই দেখ রে আসিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। এয়ো স্ত্রী (বিশেষ্য) সধবা নারী। {সংস্কৃত অবিধবা>অবিহবা>অবিহ> আইঅ>আয়ো>এয়ো}
    • Bengali Word এওজ, এওয়াজ, এয়োজ English definition [এয়োজ্‌, এওয়াজ্‌, এয়োজ্‌] (বিশেষ্য) ১ বদল; বিনিময়; পরিবর্ত। ২ প্রতিনিধি। এওজে (ক্রিয়াবিশেষণ)। এওজতরাজ⇒এওজবদন। এওজবদল, এওজতরাজ (বিশেষ্য) পরস্পর বিনিময়। এওজি, এওয়াজি (বিশেষণ) বিনিময়ে বা পরিবর্তে প্রাপ্ত (এওজি জমি)। {আরবি ইরদ্‌ }