এ পৃষ্ঠা ৯
- Bengali Word এডমিট কার্ড English definition [অ্যাড্মিট্ কার্ড্] (বিশেষ্য) প্রবেশপত্র (স্কুল থেকে এডমিট কার্ড নিয়ে এসে দেখে-আলাউদ্দীন আল আজাদ)। {ইংরেজি admit card}
- Bengali Word এডিট করা English definition [এডিট্ করা] (ক্রিয়া) ১ সম্পাদনা করা; এক বা একাধিক লেখকের রচনা বিন্যস্ত ও শুদ্ধ করে ছাপানোর উপযোগী করা। ২ সংগৃহীত পাণ্ডুলিপি বা রচনার সুবিন্যাস করা; পাঠশুদ্ধি টীকা টিপ্পনী ইত্যাদি লেখা। {ইংরেজি edit+ বাংলা করা}
- Bengali Word এডিটর, এডিটার English definition [এডিটর্, এডিটার্] (বিশেষ্য) ১ সাময়িক পত্র-পত্রিকার সম্পাদক। ২ পুস্তকাদির সম্পাদক। এডিটরি, এডিটারি (বিশেষ্য) সম্পাদনা; সম্পাদকতা; সম্পাদকের কাজ। {ইংরেজি editor}
- Bengali Word এডিটোরিয়েল English definition [এডিটোরিয়েল্] (বিশেষ্য) পত্র পত্রিকায় সম্পাদকের মন্তব্য বা বক্তব্য; সম্পাদকীয় প্রবন্ধ। {ইংরেজি editorial}
- Bengali Word এডিশন English definition [এডিশন্] (বিশেষ্য) ১ সংস্করণ; কোনো গ্রন্থের একবার মুদ্রণ (নব এডিশনে নূতন করিয়া তুলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কোনো গ্রন্থের একবারের মুদ্রিত কপিসমূহ (বইটার ফার্স্ট এডিশন শেষ হয়ে গেছে)। {ইংরেজি edition}
- Bengali Word এণ (মধ্যযুগীয় বাংলা) English definition [এনো] (বিশেষ্য) হরিণ; মৃগ (এণারিপু বাহিনী ও একান্তরে চাও-ভারতচন্দ্র রায়গুণাকর)। এণভৃৎ (বিশেষ্য) চন্দ্র। এণী (স্ত্রীলিঙ্গ)। এণাক্ষী (বিশেষণ) মৃগনয়না। {সংস্কৃত √ই+ন}
- Bengali Word এণ্ডা ১ English definition [এন্ডা] ⇒ আণ্ডা {সংস্কৃত অণ্ড>এণ্ড+আ}
- Bengali Word এণ্ডা ২ English definition [এন্ডা] (বিশেষ্য) ভেরেণ্ডা গাছ; রেড়ি গাছ। {সংস্কৃত এরণ্ড>এণ্ড+আ}
- Bengali Word এণ্ডায় গণ্ডায় English definition [এন্ডায়্ গন্ডায়্] (ক্রিয়াবিশেষণ) গোঁজামিল দিয়ে; ফাঁকি দিয়ে। {সংস্কৃত গণ্ডক>গণ্ডা+এ, (অনুকারক শব্দ) এণ্ডায়}
- Bengali Word এণ্ডি, এড়ি, এঁড়ি English definition [এন্ডি, এড়ি, এঁড়ি] (বিশেষ্য) ১ মোটা রেশমি কাপড়; তসরবিশেষ (এণ্ডির চাদর)। ২ জুতার গোড়ালি (এড়ি তোলা জুতা)। {সংস্কৃত এরণ্ড> এণ্ড + ই = এণ্ডি; অথবা এরণ্ডিকা>এণ্ডিআ>এণ্ডি>এঁড়ি}
- Bengali Word এত English definition [অ্যাতো] (বিশেষণ) ১ এই পরিমাণ (এত দুধ)। ২ এই সংখ্যক (এত আম) ৩ প্রচুর; অনেক (এত শিখিয়াছ এটুকু শিখনি কিসে কড়ি আসে দুটো?-রবীন্দ্রনাথ ঠাকুর)। এতটুকু হয়ে যাওয়া (ক্রিয়া) অপ্রতিভ হওয়া; সঙ্কুচিত হওয়া (এত বড় পালোয়ান দেখেই সে এতটুকু হয়ে গেল)। {সংস্কৃত এতাবৎ> প্রাকৃত এত্তঅ, এত্তিঅ, ইত্তিঅ>এত্ত>এত; অথবা এতৎ>এত}
- Bengali Word এতক English definition [এতক্] (বিশেষণ) এ পর্যন্ত (...তার কোন সঠিক ইতিহাস এতক লেখা হয়নি-মুহম্মদ মনসুর উদ্দীন)। {সংস্কৃত ইয়ৎ> প্রাকৃত এত্তক> এতক}
- Bengali Word এততাহাম (বিরল) English definition [এত্তাহাম্] (বিশেষ্য) অমূলক সন্দেহ; ভিত্তিহীন দোষারোপ; মিথ্যা অভিযোগ (ঠকচাচা এততাহামে গেরেপ্তার হইয়াছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {আরবি ইত্তিহাম্ }
- Bengali Word এতদ English definition ⇒ এতৎ
- Bengali Word এতদিন, এদ্দিন, অ্যাদ্দিন (বিরল) English definition [অ্যাতোদিন, অ্যাদ্দিন্, অ্যাদ্দিন্] (ক্রিয়াবিশেষণ) এত অধিককাল; এত দীর্ঘ সময়। {সংস্কৃত এতাবৎ+দিন> এত+দিন = এদ্দিন> অ্যাদ্দিন (আঞ্চলিক)}
- Bengali Word এতদূর, এদ্দূর English definition [অ্যাতোদূর্, অ্যাদ্দুর] (ক্রিয়াবিশেষণ) দূরত্বের পরিমাণ বোঝাতে; যা সীমা অতিক্রম করে (তোমার এদ্দূর আস্পর্ধা!)। {সংস্কৃত এতদ+দূর>}
- Bengali Word এতদ্দ্বারা, এতদ্বারা (অশুদ্ধ) English definition [এতদ্দারা] (সর্বনাম) এর দ্বারা। {সংস্কৃত এতদ্+দ্বারা}
- Bengali Word এতবার ১, এৎবার English definition ⇒ এতেবার
- Bengali Word এতবার ২, এতোয়ার English definition [এত্বার্, এতোয়ার্] (বিশেষ্য) রবিবার। {সংস্কৃত আদিত্যবার> আইত্তবার> এতওয়ার> হিন্দি বাংলা এতোয়ার}
- Bengali Word এতলা English definition ⇒ এত্তেলা