এ পৃষ্ঠা ৮
- Bengali Word এজন্য, এজন্যে English definition [এজোন্নো, এজোন্নে] (অব্যয়) এ কারণে; এই হেতু। {এ+জন্য, জন্যে; সংস্কৃত জন্>জন্য}
- Bengali Word এজমা, ইজমা English definition [এজ্মা, ইজ্মা] (বিশেষ্য) ১ ইসলামি পরিভাষায় ‘সর্বসম্মত মত’। ২ মতৈক্য। {আরবি ইজ্মা }
- Bengali Word এজমালি, ইজমালি English definition [এজ্মালি, ইজ্মালি] (বিশেষণ) যৌথ; সাধারণ; একাধিক জনের অধিকারভুক্ত (সাজরে তামুক নামুক দেয়া, দুক্ষুত ইজমালি-কাজী নজরুল ইসলাম)। {আরবি ইজ্মালি }
- Bengali Word এজলা English definition [এজ্লা] (বিশেষ্যের-বিশেষণ) নীচ; ইতর; দুষ্ট। {আরবি রজিল্ }
- Bengali Word এজলাস, ইজলাস English definition [এজ্লাশ্, ইজ্লাশ্] (বিশেষ্য) বিচারাসন; বিচারালয় (হাকিমের এজলাস পর্যন্ত যায় নাই-মীর মশাররফ হোসেন)। {আরবি ইজ্লাস্}
- Bengali Word এজহার English definition ⇒ এজাহার
- Bengali Word এজাজত, ইজাজত English definition [এজাজত্, ইজাজত্] (বিশেষ্য) অনুমতি; সম্মতি। এজাজত নামা (বিশেষ্য) অনুমতিপত্র; ছাড়পত্র; permit; licence। {আরবি ‘ইজাজত }
- Bengali Word এজাহার, ইজাহার English definition [এজাহার্, ইজাহার্] (বিশেষ্য) কোনো ফৌজদারি ঘটনা সম্পর্কে থানায় প্রদত্ত বিবৃতি (বলুন আপনার এজাহার কি?-মীর মশাররফ হোসেন)। {আরবি ইজহার }
- Bengali Word এজিন English definition ⇒ এজেন
- Bengali Word এজেন, এজিন English definition [এজেন্, এজিন্] (বিশেষ্য) মুসলমানের বিবাহে পাত্রীর প্রদত্ত সম্মতি বা অনুমতি (বিয়ে পড়ানোর কালে দুলহীনের এজেন নেওয়া ছিল এক মস্ত কঠিন ব্যাপার –ইব্রাহীম খাঁ)। {আরবি ইয্ন্ }
- Bengali Word এজেন্ট English definition [এজেন্ট্] (বিশেষ্য) ১ প্রতিনিধি (স্থানীয় ব্যবসায়ী ইস্পাহানি লিমিটিডের এজেন্ট)। ২ প্রতিনিধি; আম মোক্তার। ৩ প্রধান কর্মচারী; গোমস্তা (জাহাজের এজেন্ট)। {ইংরেজি agent}
- Bengali Word এজেন্সি English definition [এজেন্সি] (বিশেষ্য) ১ কোনো ব্যবসায়ীর প্রতিনিধি রূপে মাল বিক্রয়ের ব্যবস্থা (ব্যবসা বাণিজ্য দালালি, দেওয়ানি এজেন্সি করে-আনিস চৌধুরী)। ২ প্রতিনিধিত্ব। ৩ প্রধান কর্মচারী বা গোমস্তারূপে কর্তৃত্ব। ৪ এজেন্টের অফিস। {ইংরেজি agency}
- Bengali Word এজেহার English definition ⇒ এজাহার
- Bengali Word এঞ্জিন English definition ⇒ ইঞ্জিন
- Bengali Word এঞ্জিনিয়ার English definition ⇒ ইঞ্জিন
- Bengali Word এটম English definition [অ্যাটোম্] (বিশেষ্য) অণু বা পরমাণু। □ (বিশেষণ) আণবিক (এ যুগের এটম বোমার মত মারাত্মক-মুহম্মদ আবদুল হাই)। {ইংরেজি atom}
- Bengali Word এটর্নি, এটর্নী English definition [এটর্নি] (বিশেষ্য) ১ হাইকোর্টের আইন ব্যবসায়ী বিশেষ; আদালতে মোকদ্দমার তদ্বিরকারক ব্যবহারাজীব (মন্মথ এটর্নির ব্যবসায়ে বেশ উপার্জন করে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ আমমোক্তার; বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বা কর্মচারী। {ইংরেজি attorney}
- Bengali Word এটা, এটি English definition [এটা, এটি] (সর্বনাম) এই ব্যক্তি বস্তু প্রাণী বা বিষয়। এটা-ওটা-সেটা সর্ব ১ নানা জিনিস; অবান্তর বা বাজে জিনিসপত্র। ২ অনির্দিষ্ট বা অবান্তর ব্যাপার। এটা-সেটা সর্ব ১ নানাবিধ জিনিস; অকেজো বা বাজে বস্তু। ২ নানা বিষয়; বাজে বা অবান্তর বিষয়। {সংস্কৃত ইদম্>এ+টা, টি}
- Bengali Word এডভান্স English definition ⇒ অ্যাডভান্স
- Bengali Word এডভোকেট English definition [অ্যাড্ভোকেট্] (বিশেষ্য) উচ্চ আদালতের উকিল বা ব্যবহারাজীব। {ইংরেজি advocate}