উ পৃষ্ঠা ৬
- Bengali Word উটকো ২, উটক ২ English definition [উট্কো] (বিশেষণ) ১ উদ্ভট; বাজে; অবিশ্বাস্য (উটকো কথা)। ২ অনির্ভরযোগ্য; অবিশ্বাস-যোগ্য; ভিত্তিহীন (উটকো খবর)। ৩ অপরিচিত; অজানা; আগন্তুক; অবাঞ্ছিত (উটকো লোক) ৪ অপ্রত্যাশিত; আকস্মিক। ৫ কিম্ভূত; কদাকার (উটকোমুখো)। ৬ চঞ্চলচিত্ত। □ (ক্রিয়াবিশেষণ ) হঠাৎ; আকস্মিকভাবে (কত মানুষ কত অসময়ে উটকো এসে হাজির হয়-ওয়ালি)। উটকো খবর (বিশেষ্য) অবিশ্বাস্য বা ভিত্তিহীন সংবাদ। উটকো মানুষ (বিশেষ্য) অপরিচিত ব্যক্তি। উটকোমুখে (বিশেষণ) কিম্ভুতদর্শন; কদাকার (যার সঙ্গেই হোক না কেন, উটকোমুখো, তোর সঙ্গে নয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উষ্ট্র> উট+ কো; (তৎসম বা সংস্কৃত) উদ্ভট>}
- Bengali Word উটজ English definition [উটজ](বিশেষ্য) কুঁড়েঘর; পর্ণকুটির। উটজশিল্প (বিশেষ্য) কুটির শিল্প {(তৎসম বা সংস্কৃত) উট (তৃণপর্ণাদি) + জ(জাত)}
- Bengali Word উটনো, উটনা, উঠনো, উঠনা English definition [উট্নো, উট্না, উঠ্নো, উঠ্না] (বিশেষ্য) ১ ধার; বাকি (গঙ্গা মুদি শাসিয়ে গেছে উঠনো আর দেবে না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ একই স্থান হতে নিয়মিত ধারে দ্রব্যাদি ক্রয়করণ। উটনোওয়ালা (বিশেষণ) ধারে দ্রব্যাদি ক্রয়কারী (যদি ভিতরকার সব খবর ন্যান, তাহলে পাওনাদার মহাজন; উঠনোওয়ালা কুলীনের ছেলে বিস্তর দেখতে পাবেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) উত্থান>}
- Bengali Word উঠতি, উটতি English definition [উঠ্তি, উট্তি] (বিশেষ্য) উন্নতি; বৃদ্ধি। □ (বিশেষণ) ১ উন্নতিশীল (এখন তার উঠতি অবস্থা)। ২ নবীন (উঠতি বয়সের ছেলে)। ৩ বৃদ্ধিশীল; চড়তি। উঠতি-পড়তি (বিশেষ্য) ১ ওঠানামা। ২ বাড়তি-ঘাটতি। উঠতি বয়স (বিশেষ্য) নবীন বয়স; নবযৌবন। উঠতির মুখ (বিশেষ্য) উন্নতির সূত্রপাত। {(তৎসম বা সংস্কৃত) উত্থিতি>উটতি>উঠতি; (তৎসম বা সংস্কৃত) উৎ+√স্থা>উট্ঠ>}
- Bengali Word উঠন ১ English definition [উঠন্] (ক্রিয়া-বিশেষ্য)১ ওঠা; গাত্রোত্থান। ২ ফোলা; স্ফীত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) উত্থান>}
- Bengali Word উঠন ২ English definition ⇒ উঠান
- Bengali Word উঠন্ত English definition [উঠন্তো] (বিশেষণ) উঠছে এমন; উদীয়মান; বৃদ্ধিশীল। {বা √উঠ্+অন্ত = উঠন্ত}
- Bengali Word উঠবন্দি, ওঠবন্দি English definition [উঠ্বোনদি, ওট্বোনদি] (বিশেষ্য) জমি চাষ আবাদের জন্য রায়তদের সহিত মালিকের মেয়াদি বন্দোবস্তবিশেষ। {(বাংলা) উট +ফা, বন্দোবস্ত>}
- Bengali Word উঠবোস, ওঠবোস English definition [উঠ্বোশ্, ওঠ্বোশ্] (বিশেষ্য) ১ ক্রমান্বয়ে উঠে ও বসে যে ব্যায়াম। ২ অনবরত ওঠা ও বসা প্রক্রিয়ায় প্রদত্ত শাস্তি। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা>(প্রাকৃত), উট্ঠ+উপ+√বিশ্> (উপবেশন>) বসা, ওঠাবসা>}
- Bengali Word উঠসার, ওঠসার English definition [উঠ্শার্, ওঠ্শার] (বিশেষ্য) দাবা বড়ে খেলায় কিস্তিবিশেষ। □ (বিশেষণ) উদ্ধারের কোনো পথ নেই এরূপ (তাহার সর্বনাশ উপস্থিত; উঠসার কিস্তিতেই মাত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {উঠ + সারা>}
- Bengali Word উঠা, ওঠা English definition [উঠা, ওটা] (ক্রিয়া) ১ উত্থিত হওয়া বা করা; গাত্রোত্থান করা। ২ আসন ছেড়ে দাঁড়ানো। ৩ শয্যাত্যাগ করা; জাগা (ভোরে ওঠা)। ৪ অঙ্কুরিত হওয়া; গজানো (দাঁত ওঠা)। ৫ উদিত হওয়া; প্রকাশ পাওয়া (সূর্য ওঠা) ৬ আরোহণ করা; চড়া (ঘোড়ায় ওঠা) ৭ স্খলিত হওয়া; ঝরে যাওয়া (চুল ওঠা)। ৮ উদ্গীর্ণ হওয়া (মাটি ফুঁড়ে জল ওঠা)। ৯ বাড়া; বৃদ্ধি হওয়া (দাম ওঠা) ১০ প্রমোশন পাওয়া (ক্লাসে ওঠা) ১১ সংগৃহীত হওয়া (চাঁদা ওঠা)। ১২ প্রবেশ করা (কানে ওঠা)। ১৩ আমদানি হওয়া (বাজারে ওঠা)। ১৪ প্রচলিত হওয়া (নতুন ফ্যাশন ওঠা)। ১৫ উন্নীত হওয়া (জাতে ওঠা)। ১৬ লুপ্ত হওয়া (পাট ওঠা)। ১৭ নষ্ট হওয়া; জ্বলে যাওয়া (রং ওঠা)। ১৮ উল্লিখিত হওয়া (খাতায় নাম ওঠা)। ১৯ আবাদ হওয়া (জমি ওঠা)। ২০ বন্ধ হওয়া (খাওয়া ওঠা)। ২১ হঠাৎ বা আকস্মিকতা বোঝানো (ওঠ ছুঁড়ি তোর বিয়ে)। ২২ বিনা প্রস্তুতিতে কাজ করা (ওঠ বললেই কি ওঠা যায়? সব কিছুরই সময় আছে)। ২৩ আলস্য ত্যাগ করা (ওঠরে চাষী জগদ্বাসী ধর কষে লাঙল-কাজী নজরুল ইসলাম)। উঠানামা (বিশেষ্য) ১ আরোহণ-অবরোহণ। ২ উত্থানপতন। উঠা পড়া (বিশেষ্য) উত্থানপতন; উন্নতি-অবনতি। উঠি-কি-পড়ি (ক্রিয়াবিশেষণ) ব্যস্তসমস্ত; ত্রস্তব্যস্ত (ভদ্রলোক উঠি-কি-পড়ি করে ছুটতে লাগলেন)। উঠে পড়ি লাগা (ক্রিয়া) পূর্ণোদ্যমে কাজে লাগা। উঠে যাওয়া (ক্রিয়া) ১ লুপ্ত হওয়া (দোকান উঠে গিয়েছে)। ২ অন্যত্র চলে যাওয়া। ৩ রহিত হওয়া (সেল্স ট্যাক্স উঠে গেছে)। উঠতে-বসতে (ক্রিয়াবিশেষণ) যখন-তখন; সদা-সর্বদা্ {(বাংলা) উঠ্ (<(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা) +আ>}
- Bengali Word উঠান ১, উঠোন English definition [উঠান্, উঠোন্] (বিশেষ্য) প্রাঙ্গণ; আঙিনা। উঠান-সমুদ্র-উঠানকেই দুস্তর সমুদ্রতুল্য মনে করা। (আলঙ্কারিক) ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন ও ভীরু; কূপমণ্ডূক। উঠান চষা (ক্রিয়া) উচ্ছেদ করা; ভিটামাটি উৎসন্ন করা। □ (বিশেষ্য) ঘন ঘন আনাগোনা; নিত্য যাতায়াত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+স্থান=উত্থান> (প্রাকৃত) উট্ঠাণ>উঠান (অতিরিক্ত অর্থে)}
- Bengali Word উঠানো, উঠান ২ English definition [উঠানো] (ক্রিয়া) ১ উত্তোলন করা; উন্নত করা; খাড়া করা। ২ উপরে তুলে দেওয়া (মাচায় উঠানো)। ৩ উত্থাপন করা; উল্লেখ করা (কথা উঠানো)। ৪ চড়ানো; আরোহণ করানো (গাড়িতে উঠানো)। ৫ অপসারণ বা উচ্ছেদ করা (বস্তি উঠানো) ৬ মুছে ফেলা; নিশ্চিহ্ন করা (দাগ উঠানো) ৭ জাগরিত করা (ঘুম থেকে উঠানো) ৮ উৎপাটিত বা নির্মূল করা (আগাছা উঠানো)। ৯ (আলঙ্কারিক) তোষামোদে স্ফীত করা (আকাশে উঠানো)। উঠিয়ে দেওয়া (ক্রিয়া) ১ উঠানো। ২ তুলে বা চড়িয়ে দেওয়া (গাছে উঠিয়ে দেওয়া)। ৩ উচ্ছেদ বা অপসারণ করা (বস্তি উঠিয়ে দেওয়া)। {√উঠ্+আনো}
- Bengali Word উঠিত English definition [উঠিত্] (বিশেষ্য) চাষের উপযোগী (জমি)। □ (বিশেষণ) জঙ্গলমুক্ত করে চাষের উপযোগী করা হয়েছে এমন; আবাদি। উঠিত-পতিত (জমি) (বিশেষণ) কোনো বছর আবাদ হয় এবং কোনো বছর হয় না এমন (জমি)। {(তৎসম বা সংস্কৃত) পত্+ত(ক্ত)+‘পতিত’ শব্দের অনুকরণে (বাংলা) √উঠ্+ইত =উঠিত}
- Bengali Word উঠয়ে (ব্রজবুলি) English definition [উঠয়ে] (ক্রিয়া) ওঠে (উঠিয়ে মঝু কাঁপ-বিদ্যাপতি)। উঠল (ব্রজবুলি) (ক্রিয়া) উঠল (হৃদয় উঠল মঝু কাঁপি-বিদ্যাপতি)। উঠলুঁ (ব্রজবুলি), উঠনু-উঠলাম। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√স্থা>(প্রাকৃত) উট্ঠ>}
- Bengali Word উড্ডীন, উড্ডীয়মান, উড্ডয়মান English definition [উড্ডিন্, উড্ডিয়োমান্, উড্ডয়োমান্] (বিশেষণ) ১ উড়ছে এমন; উড়ন্ত। ২ (বিশেষণ) শূন্যে বিচরণকারী; ঊর্ধ্বগামী। উড্ডীনোন্মুখ (বিশেষণ) উড়তে উন্মুখ বা শূন্যে গমনোদ্যত এমন (থেমে পড়ে উড্ডীনোন্মুখ সুভদ্রাকে শূন্য থেকে কুড়িয়ে নিচ্ছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ ডী+ত(ক্ত)(ত=ন), মান(শানচ্)}
- Bengali Word উড্ডয়ন English definition [উড্ডয়ন] (বিশেষ্য) শূন্যে বিচরণ; শূন্যে গমন; ওড়া। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√ডী+অন(ল্যুট্)}
- Bengali Word উতপত English definition [উতপত] (বিশেষণ) উত্তপ্ত; উষ্ণ; গরম (উতপত শ্বাস-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উত্তপ্ত}
- Bengali Word উতর English definition ⇒ উতোর
- Bengali Word উতরণ, উতরনো English definition ⇒ উতরানো