উ পৃষ্ঠা ৮
- Bengali Word উত্তরাখণ্ড English definition [উত্তোরাখন্ডো] (বিশেষ্য) ‘আর্যাবর্ত’ নামে পরিচিত ভারতবর্ষের উত্তরাংশ। এর অপর নাম ‘উত্তরাপথ’। (তুলনীয়) (বিপরীতার্থক শব্দ) দক্ষিণাপথ। {(তৎসম বা সংস্কৃত) উত্তরা+খণ্ড}
- Bengali Word উত্তরাধিকার English definition [উত্তোরাধিকার্] (বিশেষ্য) মৃত ব্যক্তির সঙ্গে সম্বন্ধজনিত দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকার; ওয়ারিসি স্বত্ব। উত্তরাধিকারসূত্র (বিশেষ্য) বংশগত অধিকারের ক্রমধারা; বংশানুক্রমিক অধিকার ঘটিত সম্পর্কবন্ধন। উত্তরাধিকারী (-রিন্) (বিশেষণ) (বিশেষ্য) আত্মীয়ের মৃত্যুর পরে সম্পত্তির অধিকারী। উত্তরাধিকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+অধিকার; (কর্মধারয় সমাস)}
- Bengali Word উত্তরাপথ English definition [উত্তোরাপথ্] (বিশেষ্য) ভারতবর্ষের উত্তরস্থ হিমালয় অঞ্চল; আর্যাবর্ত। (তুলনীয়) দক্ষিণাপথ। {(তৎসম বা সংস্কৃত) উত্তরা+পথ}
- Bengali Word উত্তরাশা English definition [উত্তোরাশা] (বিশেষ্য) ১ উত্তর দিক। ২ উত্তরের প্রত্যাশা। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+আশা; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word উত্তরাষাঢ়া English definition [উত্তোরাশাঢ়া] (বিশেষ্য) নক্ষত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+আষাঢ়া; (কর্মধারয় সমাস)}
- Bengali Word উত্তরাস্য English definition [উত্তোরশ্শো] (বিশেষ্য)-(বিশেষণ) উত্তরমুখ; উত্তরদিকে মুখ করে আছে এমন। {উত্তর+আস্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word উত্তরায়ণ English definition [উত্তোরায়ন্] (বিশেষ্য) ১ বিষুবরেখা থেকে সূর্যের ক্রমশ উত্তরে গমন (মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এল চলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সূর্যের উক্ত সময়ের গতিকাল। উত্তরায়ণান্তবৃত্ত (বিশেষ্য) যে কল্পিত রেখা দ্বারা সূর্যের উত্তরায়ণ গতিসীমা নির্দেশ করা হয়; কর্কটক্রান্তি; Tropic of Cancer। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+অয়ন; (কর্মধারয় সমাস)}
- Bengali Word উত্তরীয়, উত্তরী English definition [উত্তোরিয়ো, উত্তোরি] (বিশেষ্য) ১ উড়ানি; চাদর (শুভ্র উত্তরীয় প্রায়-রবীন্দ্রনাথ ঠাকুর; কৌষিক বস্ত্র, কৌষিক উত্তরী, চন্দনের ফোঁটা ভালে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ উপবীতের ন্যায় পরিহিত বস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+ঈয়(ছ), ঈ}
- Bengali Word উত্তরোত্তর English definition [উত্তোরোত্তর্] (ক্রিয়াবিশেষণ) ক্রমে ক্রমে; ক্রমান্বয়ে; পরপর; ক্রমশ। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+উত্তর}
- Bengali Word উত্তল English definition [উত্তল্] (বিশেষণ) কূর্মপৃষ্ঠবৎ; অর্ধবৃত্তাকার উন্নত উপরিভাগবিশিষ্ট; convex । □ (বিশেষ্য) (আলঙ্কারিক) কূর্ম পৃষ্ঠবৎ অংশ (আকাশের উত্তলে হেলান দেয়-উত্তরের দিকে মুখ করে মকরক্রান্তির সূর্য-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তল}
- Bengali Word উত্তান English definition [উত্তান্] (বিশেষণ) চিত হয়ে শায়িত; ঊর্ধ্বমুখে শায়িত (অমনি সে বাণবিদ্ধ কেশরীর মত ...... ছুটে গেল বনান্তরে ঊর্ধ্বশ্বাসে উত্তান আননে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √তন্+অ(ঘঞ্)}
- Bengali Word উত্তাপ English definition [উত্তাপ্] (বিশেষ্য) ১ তাপ; উষ্ণতা। ২ সন্তাপ। উত্তাপিত (বিশেষণ) ১ তপ্তকৃত; তপ্ত করা হয়েছে এমন। ২ সন্তাপিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তাপ}
- Bengali Word উত্তাল English definition [উত্তাল্] (বিশেষণ) ১ অত্যন্ত উচ্চ; উত্তুঙ্গ (মুহূর্তে ঢেউ হয়ে ওঠে উত্তাল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ উৎকট; ভয়ঙ্কর; তরঙ্গময়। ৩ উচ্চ শব্দকারী। ৪ অত্যন্ত আলোড়িত। উত্তালতা (বিশেষ্য) ১ প্রচণ্ড আলোড়ন। ২ ভাবাবেগজনিত আলোড়ন বা আন্দোলন (মাকে ফিরে পেয়ে ছেলে-মেয়েগুলির উত্তালতা তখনো থামেনি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তাল}
- Bengali Word উত্তীর্ণ English definition [উত্তির্নো] (বিশেষণ) ১ পার হয়েছে এমন। ২ অতিক্রান্ত। ৩ উল্লঙ্ঘিত। ৪ উপস্থিত (প্রাসাদে গিয়া উত্তীর্ণ হইলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ কৃতকার্য; সফল। ৬ মুক্ত; নিষ্কৃতিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√তৃ+ত(ক্ত)}
- Bengali Word উত্তুঙ্গ English definition [উত্তুঙ্গো] (বিশেষণ) অতিশয় উচ্চতাসম্পন্ন; খুব উঁচু (পাহাড়ের উত্তুঙ্গ চূড়ায়-মনোজ বসু)। উত্তুঙ্গতা (বিশেষ্য) উচ্চতা (মানুষের কল্পনার উত্তুঙ্গতা অতি দুরারোহ-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+তুঙ্গ}
- Bengali Word উত্তুরে English definition [উত্তুরে] (বিশেষণ) উত্তর দিকের; উত্তর দিক থেকে আগত (উত্তুরে হাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) উত্তর + (বাংলা) ইয়া = উত্তরিয়া>উত্তইর্যা>উত্তুরে}
- Bengali Word উত্তেজক English definition [উত্তেজক্] (বিশেষণ) উত্তেজনা সৃষ্টিকারী; উদ্দীপক। □ (বিশেষ্য) তেজালো দ্রব্য; শরীরযন্ত্রের উত্তেজনাবৃদ্ধিকারী ঔষধ; stimulant। উত্তেজন (বিশেষ্য) ১ উৎসাহদান; উদ্দীপন। ২ বিবর্ধন। ৩ অস্ত্র ইত্যাদি তীক্ষ্ণকরণ। ৪ কর্মপ্রবৃত্তি সঞ্চারণ। ৫ কামক্রোধাদি রিপুর উদ্দীপন। উত্তেজনা (বিশেষ্য) ১ উদ্দীপনা; প্রবল প্রেরণা। ২ অস্থিরতা; চিত্তচাঞ্চল্য। ৩ কামক্রোধাদি রিপুর প্রাবল্য। ৪ ভারসাম্যলুপ্ত মানসিক অবস্থা। উত্তেজিত বিশেষন ১ উত্তেজনা সৃষ্টি করা হয়েছে এমন; উত্তেজনাপ্রাপ্ত। ২ উদ্দীপিত। ৩ প্রবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √তিজ্+অক(ণ্বুল্)}
- Bengali Word উত্তোলন English definition [উত্তোলোন্] (বিশেষ্য) ১ তোলা; উঁচুতে উঠানো; উঁচু করা। ২ উঁচুতে ধারণ; বহন বা স্থাপন। ৩ উত্থাপন। উত্তোলিত (বিশেষণ) ১ উত্তোলন করা হয়েছে এমন। ২ ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে এমন। ৩ উত্থাপিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √তুল্ +ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উত্ত্যক্ত English definition [উত্তক্তো] (বিশেষণ) ব্যতিব্যস্ত; বিরক্ত; অস্থির। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ত্যক্ত}
- Bengali Word উত্থ English definition [উত্থো] (বিশেষণ) ১ উত্থিত (সমুদ্রোত্থ)। ২ উৎপন্ন; সঞ্জাত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √স্থা+অ(ক)}