• Bengali Word উঠান ১, উঠোন English definition [উঠান্, উঠোন্] (বিশেষ্য) প্রাঙ্গণ; আঙিনা। উঠান-সমুদ্র-উঠানকেই দুস্তর সমুদ্রতুল্য মনে করা। (আলঙ্কারিক) ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন ও ভীরু; কূপমণ্ডূক। উঠান চষা (ক্রিয়া) উচ্ছেদ করা; ভিটামাটি উৎসন্ন করা। □ (বিশেষ্য) ঘন ঘন আনাগোনা; নিত্য যাতায়াত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+স্থান=উত্থান> (প্রাকৃত) উট্‌ঠাণ>উঠান (অতিরিক্ত অর্থে)}
    • Bengali Word উঠানো, উঠান ২ English definition [উঠানো] (ক্রিয়া) ১ উত্তোলন করা; উন্নত করা; খাড়া করা। ২ উপরে তুলে দেওয়া (মাচায় উঠানো)। ৩ উত্থাপন করা; উল্লেখ করা (কথা উঠানো)। ৪ চড়ানো; আরোহণ করানো (গাড়িতে উঠানো)। ৫ অপসারণ বা উচ্ছেদ করা (বস্তি উঠানো) ৬ মুছে ফেলা; নিশ্চিহ্ন করা (দাগ উঠানো) ৭ জাগরিত করা (ঘুম থেকে উঠানো) ৮ উৎপাটিত বা নির্মূল করা (আগাছা উঠানো)। ৯ (আলঙ্কারিক) তোষামোদে স্ফীত করা (আকাশে উঠানো)। উঠিয়ে দেওয়া (ক্রিয়া) ১ উঠানো। ২ তুলে বা চড়িয়ে দেওয়া (গাছে উঠিয়ে দেওয়া)। ৩ উচ্ছেদ বা অপসারণ করা (বস্তি উঠিয়ে দেওয়া)। {√উঠ্‌+আনো}