উ পৃষ্ঠা ৫
- Bengali Word উছোই English definition [উছোই্] (বিশেষণ) প্রবল ভাবাবেগপূর্ণ; উচ্ছলতাময় (কামকাজের ফাঁকে ফাঁকে যৌবনের উছোই আনন্দে দিন কাটায়-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) ‘উচ্ছলিত’> আঞ্চ উছোই}
- Bengali Word উজবক, উজবুক English definition [উজ্বক্, উজ্বুক্] (বিশেষণ) ১ আহাম্মক; মূর্খ (কোত্থেকে উজবুকটা এলোরে-সৈয়দ শামসুল হক)। ২ অশিক্ষিত। □ (বিশেষ্য) উজবেগ; তাতার জাতিবিশেষ। {(তুর্কি) উজবক্ }
- Bengali Word উজর, উজোর, উজল (পদ্যেব্যবহৃত) English definition [উজর্, উজোর্, উজল্] (বিশেষণ) উজ্জ্বল (শামিকায় তুমি শুদ্ধ করেছ; উজল করেছ খাঁটি-সত্যেন্দ্রনাথ দত্ত)। উজলা (ক্রিয়া) উজ্জ্বল হওয়া (মণি মণি। উজলে উঠ, এই সরোবরের জলে আমি নাইব-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)।
- Bengali Word উজরত English definition [উজ্রত্] (বিশেষ্য) পারিশ্রমিক; বেতন। {(আরবি) উজ্রত }
- Bengali Word উজলানো English definition (ক্রিয়া) উজ্জ্বল করা। {(তৎসম বা সংস্কৃত) উজ্জ্বল>(ল=র)}
- Bengali Word উজাগর English definition [উজাগর্] (বিশেষণ) বিনিদ্র; নিদ্রাহীন। {উৎ+জাগর =উজ্জাগর> উজাগর}
- Bengali Word উজান English definition [উজান্] (বিশেষ্য) স্রোতের বিপরীত দিক। ২ জোয়ার। ৩ বিপরীত; উল্টা। উজানভাটি (বিশেষ্য) জোয়ার-ভাঁটা। উজানো (ক্রিয়া) উজান দিকে যাওয়া। ২ অতিক্রম করা; পার হওয়া (অরণ্য বন কত পাহাড় উজাই-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। □ (বিশেষ্য) উজান দিকে গমন। □ (বিশেষণ) উজান দিকে চলেছে এমন। উজানি (বিশেষ্য) জোয়ার (হেনকালে দেখে নদী ধরিছে উজানী-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) উদ্ধান>উজ্জান> উজান}
- Bengali Word উজার English definition ⇒ উজাড়
- Bengali Word উজাল, উজালা, উজিয়াল (মধ্যযুগীয় বাংলা) English definition [উজাল্, উজালা, উজিয়ালা] (বিশেষণ) উজ্জ্বল; দীপ্তিমান (সরস বর্ণনা যেন উজাল দর্পণ-সৈয়দ আলাওল; সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুন উজালা-কাজী নজরুল ইসলাম; লস্কর নায়কমণি জহা উজিয়ালা-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) উজ্জ্বল>}
- Bengali Word উজাড়, উজোড়, উজার (বিরল) English definition [উজাড়্, উজোড়্, উজার্] (বিশেষণ) ১ শূন্য; খালি; নিঃশেষ (থলি ঝুলি উজাড় করে ফেলে যা আছে তোর ফুরাল রাতারাতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ জনহীন; বসতিশূন্য। □ (বিশেষ্য) জনশূন্য স্থান; বিরান জায়গা। {(তৎসম বা সংস্কৃত) উচ্চাট>(হিন্দি) উজাড়}
- Bengali Word উজির, উযির, ওযির (বিরল) English definition [উজির্. ওজির্] (বিশেষ্য) মন্ত্রী; অমাত্য (আমি যদি বাদসাহ হইব তবে তোমারদিগকে ওজির করিব-রামরাম বসু)। উজিরে আজম, উজির আলা (বিশেষ্য) প্রধানমন্ত্রী। উজিরি, উজিরালি (বিশেষ্য) মন্ত্রিত্ব (উজিরি করা আর মন্ত্রণা দেওয়া ছাড়া আরা কোন কাজ করা আমার দ্বারা হবে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। উজিরজাদা, ওজির-জাদা (বিরল) (বিশেষ্য) মন্ত্রিপুত্র (ওজিরজাদা বড়ই অনুগ্রহ করেন তাহাকে-রামরাম বসু)। উজিরজাদি (স্ত্রীলিঙ্গ)। {আ রজির}
- Bengali Word উজোর (ব্রজবুলি) English definition [উজোর্] (বিশেষণ) উজ্জ্বল (আঁচরে উজোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উজ্জ্বল}
- Bengali Word উজ্জীবন English definition [উজ্জিবোন্] (বিশেষ্য) ১ সঞ্জীবন; নবজীবন সঞ্চার। ২ মৃতপ্রায় হয়ে বা মারা গিয়ে পুনরায় চেতনা লাভ। ৩ বিস্মৃত বিষয়ের পুনরুত্থান। উজ্জীবিত (বিশেষণ) ১ নবজীবনপ্রাপ্ত। ২ মৃতপ্রায় হয়ে পুনরায় প্রাণপ্রাপ্ত। ৩ বিলুপ্ত বা বিস্মৃত ঘটনা বা বিষয়; নবীভূত। {(তৎসম বা সংস্কৃত) উৎ + জীবন}
- Bengali Word উজ্জ্বল English definition [উজ্জল্] (বিশেষণ) ১ আলোকিত; দীপ্তিমান। ২ তীক্ষ্ণ; প্রখর (মোর বুদ্ধি হন্তে বুদ্ধি উজ্জ্বল তোমার-সৈয়দ আলাওল)। ৩ উদ্ভাসিত; শোভমান; ঝলমলে। □ (বিশেষ্য) ঔজ্জ্বল্য (অঞ্চল অন্তরে যেন দীপের উজ্জ্বল-সৈয়দ আলাওল)। উজ্জ্বলতা, ঔজ্জ্বল্য (বিশেষ্য)। উজ্জ্বলরস (বিশেষ্য) রস শাস্ত্র বর্ণিত শৃঙ্গার রস। উজ্জ্বলিত (বিশেষণ) ১ প্রদীপ্ত; প্রজ্বলিত। ২ উজ্জ্বল হয়ে উঠেছে বা করা হয়েছে এমন। ৩ পরিষ্কৃত্ {(তৎসম বা সংস্কৃত) উৎ+√জ্বল্+অ(অচ্)}
- Bengali Word উজ্জয়িনী, উজ্জয়নী English definition [উজ্জোয়িনি, উজ্জোয়নি] (বিশেষ্য) প্রাচীন নগরবিশেষ; রাজা বিক্রমাদিত্যের রাজধানী। {(তৎসম বা সংস্কৃত)উৎ+ √জি+অন(ল্যুট্)+ঈ(ঙীপ্),>}
- Bengali Word উঞ্চ, উঞ্চল (মধ্যযুগীয় বাংলা) English definition [উন্চ, উন্চল্] (বিশেষণ) উচ্চ (দুস্তর দেয়াল উঞ্চ গিরিশৃঙ্গ সম-কাজী দৌলত; কাদএ উঞ্চল রোলে দীর্ঘল নিঃশ্বাসে-দৌলত উজির বাহরাম খান)। উঞ্চল-পাঞ্চল (বিশেষ্য) ওলটপালট (তব সে সুধা উঞ্চল পাঞ্চল-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ>(প্রাকৃত) উঞ্চ+ল; (তৎসম বা সংস্কৃত) উত্থান>(প্রাকৃত) উত্থল্ল>ম(বাংলা) উঞ্চল>}
- Bengali Word উঞ্ছ English definition [উন্ছো] (বিশেষ্য) ১ হীনজীবিকা; তুচ্ছবৃত্তি; জীবিকা নির্বাহের জন্য পরিত্যক্ত শস্যকণা সংগ্রহ কার্য। ২ পরিত্যক্ত অংশ (এই ফসলের উঞ্ছনে-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) হীন; নীচ; ওঁচা (সংসারের যত উঞ্ছ কাজ সব তাহার ঘাড়ে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। উঞ্ছজীবী, উঞ্ছশীল, (বিশেষ্য) (বিশেষণ) ১ উঞ্ছবৃত্তিযোগে জীবিকা নির্বাহকারী। ২ ক্ষেত্রে পরিত্যক্ত শস্যকণা সংগ্রহ করে যে জীবিকা নির্বাহ করে। উঞ্ছবৃত্তি (বিশেষ্য) ১ নীববৃত্তি; হীন-জীবিকা। ২ উঞ্ছকর্মদ্বারা জীবিকানির্বাহ (যাচকের উঞ্ছবৃত্তি আত্ম-অপমান-শাহাদাত হোসেন)। ৩ স্বল্প উপকরণে জীবন যাপন (আজ তুমি উঞ্ছবৃত্তি করেছ গ্রহণ-সত্যেন্দ্রনাথ দত্ত)। উঞ্ছলোভী (বিশেষণ) উঞ্ছবৃত্তিতে আগ্রহী (উঞ্ছালোভী মূষিকে সে সিদ্ধিদাতার বাহন করে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √উঞ্ছ্+ অ(ঘঞ্)}
- Bengali Word উট English definition [উট্] (বিশেষ্য) কুব্জপৃষ্ঠ পশুবিশেষ; উষ্ট্র। উটচোখো (বিশেষণ) উটের মতো ক্ষুদ্র চক্ষু বিশিষ্ট। উটপাখি (বিশেষ্য) উটের মতো লম্বা গলাবিশিষ্ট স্থলচর বৃহৎ পাখি। উটমুখো (বিশেষণ) (ব্যঙ্গার্থ) উটের মতো কদাকার মুখ বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) উষ্ট্র>(প্রাকৃত) উট্ট, উট্ঠ>উট}
- Bengali Word উটকা, উটকো ১ English definition [উট্কা, উটকো] (বিশেষণ) স্বামীগৃহ থেকে কেবলই পিতৃগৃহে পলায়ন করে এমন (উটকা/উটকো বউ)। {(তৎসম বা সংস্কৃত) √অট্ (গমন অর্থে)+ক(কন্) > (বাংলা) উট্ক+আ(টাপ্)}
- Bengali Word উটকানো, উটকনো English definition [উট্কানো, উট্কনো] (ক্রিয়া) তন্ন তন্ন করে খোঁজা; উলটপালট করে সন্ধান করা। □ (বিশেষ্য) ১ অন্বেষণ; অনুসন্ধান। ২ অনুসন্ধানের জন্য জিনিসপত্র উলটপালকরণ। □ (বিশেষণ) উলটানো-পাল্টানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√ক্ষিপ্>(বাংলা) উটকা+আনো>}