উ পৃষ্ঠা ৩২
- Bengali Word উল্লাল (মধ্যযুগীয় বাংলা) English definition [উল্লাল্] (বিশেষ্য) শিশুকে দুলিয়ে আদর; সোহাগ (বুকে আরোপিয়া পদ করেন উল্লাল-ঘনরাম চক্রবর্তী)। {সংস্কৃত. উল্লোল}
- Bengali Word উল্লাস English definition [উল্লাশ্] (বিশেষ্য) ১ পরম আনন্দ; আহ্লাদ; হৃষ্টতা। ২ গ্রস্থের পরিচ্ছেদ (পঞ্চমোল্লাস)। উল্লাসী(-সিন্) (বিশেষণ)উল্লাসযুক্ত; আনন্দিত। উল্লাসিনী (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য), (বিশেষণ) (এ কেমন ধারা উল্লাসিনী গো-মনোজ বসু)। {সংস্কৃত. উৎ+ √লস্+অহমিয়া(ঘঞ্)}
- Bengali Word উল্লিখিত English definition [উল্লিখিতো] (বিশেষণ) ১ উপরে বা পূর্বে লিখিত। ২ পূর্বে উক্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√লিখ্+ত(ক্ত)}
- Bengali Word উল্লুক, উল্লূক English definition [উল্লুক্] (বিশেষ্য) ১ লেজহীন বানরের ন্যায় জন্তু; gibbon। ২ মূর্খ বা অভদ্র এই অর্থে প্রযুক্ত গালি (হোসেন খাঁ বড় বড় কাশ্মীরি উল্লূক ঠকাতে লাগলেন-কালী প্রসন্ন সিংহ)। {সংস্কৃত. √উল্+লুক্}
- Bengali Word উল্লেখ English definition [উল্লেখ্] (বিশেষ্য) ১ কোনো বিষয় সম্বন্ধে প্রসঙ্গত কিছু উক্তি। ২ বর্ণন। ৩ কথন। ৪ অর্থালঙ্কার বিশেষ। উল্লেখন (বিশেষ্য) ১ কথন। ২ উল্লেখকরণ। ৩ কীর্তন। উল্লেখনীয়, উল্লেখ্য (বিশেষণ) ১ উল্লেখের উপযুক্ত। ২ উল্লেখ করতে হবে বা করা উচিত এমন। উল্লেখযোগ্য (বিশেষণ) ১ বিশিষ্ট। ২ উল্লেখ করার উপযুক্ত। {সংস্কৃত. উৎ+ √লিখ্+অহমিয়া(ঘঞ্)}
- Bengali Word উল্লোল English definition [উল্লোল্] (বিশেষ্য) বৃহৎ তরঙ্গ; বড় ঢেউ; দোদুল্যামান (জেগেছে কাশের বনে হিল্লোল উল্লোল-শাহাদাত হোসেন)। □ (বিশেষণ) তরঙ্গময়; আন্দোলনশীল; লীলাচঞ্চল। {সংস্কৃত. উৎ+ √লুল্+অহমিয়া(অচ্)}
- Bengali Word উশখুশ English definition ⇒ উসখুস
- Bengali Word উশপিশ, উশপীশ English definition [উশ্পিশ্] অব্যয় অস্থিরতা বা অধীরতা প্রকাশসূচক ধ্বনি (হামিদা উশ্পিশ্ করিতে লাগিল-মোজাম্মেল হক)। {হিন্দি. উসর পসর; ‘নিশপিশ’ জাতীয় শব্দ}
- Bengali Word উশাস (মধ্যযুগীয় বাংলা) English definition [উশাশ্] (বিশেষ্য) শ্বাস (উশাস লইতে স্বর্গে লাগে ছত্র শির-সৈয়দ আলাওল)। {সংস্কৃত. উচ্ছ্বাস>}
- Bengali Word উশীর, উষীর (বিরল) English definition [উশির্] (বিশেষ্য) বেনার মূল; খসখস (উশীর হ’ল সুরভি আজি ধূপেরি পরিবর্তে-সতেন্দ্রনাথ দত্ত)। উশীরস্তম্ব (বিশেষ্য) বেনার মূল বা খসখস গুল্মের গোছা (কি নিমিত্ত উশীরস্তম্বমাত্র অবলম্বন করিয়া অবাঙমুখে লম্বমান আছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {সংস্কৃত. উশীর, উষীর}
- Bengali Word উশুল English definition ⇒ উসুল
- Bengali Word উশো English definition [উশো] (বিশেষ্য) রাজমিস্ত্রিদের ব্যবহার্য পলস্তরা সমান করার কাষ্ঠনির্মিত যন্ত্র। {অজ্ঞাতমূল}
- Bengali Word উষসী English definition ⇒ উষসী
- Bengali Word উষসী, ঊষসী English definition [উশোশি] (বিশেষ্য) ১ সূর্যোদয়ের প্রাক্কাল; প্রভাত। ২ (আলঙ্কারিক) উষা; প্রভাতরূপিণী (স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে ঊষসী-রবীন্দ্রনাথ ঠাকুর; সুরের সভায় রাত্রিপারের ঊষসীরে আন টানি-কাজী নজরুল ইসলাম)। ৩ প্রদোষ; সন্ধ্যা। □ (বিশেষণ) ১ রূপবতী; পরমাসুন্দরী। ২ প্রভাতী। {সংস্কৃত. উষ্+ঈ}
- Bengali Word উষা, ঊষা English definition [উশা] (বিশেষ্য) ১ প্রাতঃকাল; ভোরবেলা; প্রত্যুষ। ২ বাণরাজকন্যাও অনিরুদ্ধ-পত্নী। উষাকাল (বিশেষ্য) প্রাতঃকাল; প্রভাত্ উষাকালীন (বিশেষণ) প্রাতঃকালীন। উষাবালা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) (আলঙ্কারিক) প্রভাতরূপিণী (এই যে একবিন্দু অশ্রুর খবর তা ঊষাবালা নিজেই জানে না-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) শুকতারা। উষালগ্ন (বিশেষ্য) উষাকাল (বাংলা কাব্য সাহিত্যের ঊষালগ্নে চর্যাপদের আবির্ভাব হয়েছিল-সৈয়দ মর্তুাজা আলী)। {সংস্কৃত. √ঊষ্+আরবি}
- Bengali Word উষীর English definition ⇒ উশীর
- Bengali Word উষ্কখুষ্ক, উস্কো খুস্কো English definition [উশ্কোখুশ্কো] (বিশেষণ) ১ রুক্ষ; শুষ্ক (উস্কখুস্ক চেহারা)। ২ তৈলহীন; অবিন্যস্ত (উস্ক খুস্ক চুল)। ৩ বিশৃঙ্খল; এলোমেলো (নারিকেল গাছের উস্কো খুস্কো মাথার অবিশ্রান্ত আছাড় খাওয়া-সৈয়দ মুজতবা আলী)। {সংস্কৃত. শুষ্ক>খুষ্ক, অনুকারক শব্দ. উষ্ক)
- Bengali Word উষ্ট্র English definition [উশ্ট্রো] (বিশেষ্য) ১ ভারবাহী জন্তুবিশেষ; উট; ক্রমেলক। ২ (আলঙ্কারিক) মরুভূমির জাহাজ নামে খ্যাত। উষ্ট্রী (স্ত্রীলিঙ্গ)। উষ্ট্রগ্রীব (বিশেষণ) উটের মতো গ্রীবাবিশিষ্ট। {সংস্কৃত √উষ্+ট্র(ষ্ট্রন্)}
- Bengali Word উষ্ণ English definition [উশ্নো] (বিশেষণ) ১ তপ্ত; গরম। ২ ক্রুদ্ধ (...কর্ত্রী ঠাকুরাণী তত উষ্ণ হইতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ প্রখর। □ (বিশেষ্য) ১ তাপ; তপ্ততা। ২ ক্রোধ; উষ্মা। ৩ রৌদ্র। উষ্ণকাল (বিশেষ্য) গ্রীষ্মকাল। উষ্ণতা, উষ্ণত্ব (বিশেষ্য) ১ তাপ। ২ তাপমাত্রা; temperature। উষ্ণপ্রস্রবণ (বিশেষ্য) যে ঝরনা বা প্রস্রবণের জল উষ্ণ। উষ্ণবীর্য (বিশেষণ) উত্তেজক; তেজস্কর। {সংস্কৃত.√উষ্+ন(নক্)}
- Bengali Word উষ্ণা English definition [উশ্না] (বিশেষণ) সিদ্ধ (উষ্ণা ধান)। {সংস্কৃত. উষ্ণ>}