উ পৃষ্ঠা ৩৫
- Bengali Word উৎক্ষিপ্ত English definition [উত্খিপ্তো] (বিশেষণ) ১ উর্ধ্বে নিক্ষিপ্ত (কৃত্রিম উপগ্রহটি উৎক্ষিপ্ত হয়েছে)। ২ উন্মূলিত; উৎপাটিত। ৩ উত্তোলিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ক্ষিপ্+ত(ক্ত)}
- Bengali Word উৎক্ষেপ, উৎক্ষেপণ English definition [উৎখেপ্, উৎখেপোন্] ঊর্ধ্বে নিক্ষেপ। উৎক্ষেপক (বিশেষণ) ঊর্ধ্বে নিক্ষেপকারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√ক্ষিপ্+অ(অচ্), অন(ল্যুট্)}
- Bengali Word উৎখাত English definition [উত্খাত্] (বিশেষণ) ১ সমূলে উৎপাটিত (পরিবারটিকে উৎখাত করা হয়েছিল)। ২ বিনষ্ট; ধ্বংসপ্রাপ্ত। ৩ খুঁড়ে তুলে ফেলা হয়েছে এমন। ৪ অধিকারচ্যুত। ৫ উন্মূলন; উৎপাটন। ৬ উৎখনন। ৭ বিদারণ। □ (বিশেষণ) বিদীর্ণ (বন্দুকের গুলীতে বক্ষ উৎখাত হইয়াছিল-শেখ হাবিবুর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √খন্(ক্ত)}
- Bengali Word উৎচক্ষু English definition [উত্চোক্খু] (বিশেষণ) তীক্ষ্ণ চক্ষু (তাই একসঙ্গে উৎকর্ণ ও উৎচক্ষু দাঁড়ালোম-শওকত ওসমান)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+চক্ষু}
- Bengali Word উৎত্রাস English definition [উত্ত্রাস্] (বিশেষ্য) ভয়; সন্ত্রাস। উৎত্রাসন (বিশেষ্য) অতিশয় ব্যস্ত বা ভীতকরণ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ত্রস্+অ(ঘঞ্)}
- Bengali Word উৎপতন English definition [উত্পতোন্] (বিশেষ্য) ১ উড়ে এসে পড়া। ২ উৎপত্তি। ৩ উদয়। ৪ উড়ন। উৎপতিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পতন}
- Bengali Word উৎপত্তি English definition [উত্পোত্তি] (বিশেষ্য) ১ উদ্ভব; জন্ম। ২ আবির্ভাব; অভ্যুদয়। ৩ কারণ; মূল। উৎপত্তিমূল (বিশেষ্য) ১ জন্মের বা সৃষ্টির হেতু। ২ মূলকারণ; আদি কারণ। উৎপত্তিস্থল, উৎপত্তিস্থান (বিশেষ্য) উৎস; গোড়া; নিদান। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √পদ্+তি(ক্তি)}
- Bengali Word উৎপথ English definition [উত্পথ্] (বিশেষ্য) বিপথ; কুপথ; অসৎপথ। উৎপথগামী (বিশেষণ) ১ বিপথগামী; অসৎপথে গমনকারী। ২ উচ্ছৃঙ্খল। উৎপথ-গামিনী স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পথিন্+অ(সমাসান্ত); প্রাদি (তৎপুরুষ সমাস)}উৎপদ্যমান [উত্পদ্দোমান্] (বিশেষণ) উৎপন্ন হচ্ছে বা হয়েছে এমন; জায়মান। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √পদ্+মান(শানচ্)}
- Bengali Word উৎপন্ন English definition [উত্পন্নো] (বিশেষণ) ১ জাত; সৃষ্ট; নির্মিত। ২ উৎপাদিত; প্রস্তুত। ৩ উদ্ভূত। উৎপন্ন করা (ক্রিয়া) জন্মানো; সৃষ্টি করা। উৎপন্নমতি (বিশেষণ) ১ উপস্থিত বুদ্ধিসম্পন্ন। ২ বুদ্ধিমান। উৎপন্নমতিত্ব (বিশেষ্য) উপস্থিত বুদ্ধিমত্তা; প্রয়োজনীয় দ্রুতচিন্তার ক্ষমতা। (জয়শ্রী উৎপন্ন মতিত্ববলে এক উপায় স্থির করিয়া কহিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √পদ্+ত(ক্ত)}
- Bengali Word উৎপল English definition [উত্পল্] (বিশেষ্য) পদ্মফুল; কুমুদ। উৎপলাক্ষ (বিশেষণ) ১ পদ্মের ন্যায় সুন্দর নেত্রবিশিষ্ট; কমলনয়ন। ২ সুন্দর চক্ষুবিশিষ্ট। উৎপলাক্ষী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত ) উৎ+ √পর্+অ(অচ্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word উৎপাটন English definition [উত্পাটোন্] (বিশেষ্য) সমূলে উপড়ানো; উন্মূলন। উৎপাটক (বিশেষণ) উন্মূলনকারী; উৎপাটনকারী। উৎপাটনীয় (বিশেষণ) ১ উৎপাটনযোগ্য। ২ উৎপাটন করতে হবে এমন। উৎপাটিত (বিশেষণ) সমূলে তুলে ফেলা হয়েছে এমন। { (তৎসম বা সংস্কৃত) উৎ+ √পট্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উৎপাত English definition [উত্পাত্] (বিশেষ্য) ১ উপদ্রব; দৌরাত্ম্য। ২ দৈব বিপদ (পথিমধ্যে কোন উৎপাতে পড়িয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পত্+অ(ঘঞ্)}
- Bengali Word উৎপাদ English definition [উত্পাদো] (বিশেষ্য) উৎপাদিত বস্তু বা উৎপাদনের মোট পরিমাণ; output। ২ উপরের দিকে পা থাকে এমন; ঊর্ধ্বপাদ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√পদ্+ অ(ঘঞ্)}
- Bengali Word উৎপাদন English definition [উত্পাদোন্] (বিশেষ্য) ১ নির্মাণ; সৃষ্টি; জনন। ২ নির্মিত বস্তু; শিল্পজাত দ্রব্য। (বিপরীতার্থক শব্দ) অনুৎপাদন। উৎপাদক, উৎপাদয়িতা(-তৃ), উৎপাদী(-দিন্) (বিশেষণ) ১ নির্মাতা; উৎপাদনকারী; প্রস্তুতকারী। ২ জনক; জন্মদাতা। ৩ উৎপত্তিকারী। □ (বিশেষ্য) (গণিত.) গুণনীয়ক; factor। উৎপাদিকা, উৎপাদয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। উৎপাদনীয়, উৎপাদ্য(বিশেষণ) উৎপাদন করা যায় বা করতে হবে এমন। উৎপাদিত (বিশেষণ) উৎপাদন করা হয়েছে এমন; উৎপন্ন। উৎপাদ্যমান (বিশেষণ) উৎপন্ন হচ্ছে বা জন্মাচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√পদ্+ণিচ্+অ(ল্যুট্)}
- Bengali Word উৎপিঞ্জর English definition [উত্পিন্জর্] (বিশেষণ) পিঞ্জরমুক্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পিঞ্জর}
- Bengali Word উৎপিপাসু English definition [উত্পিপাশু] (বিশেষণ) ১ অতিশয় পিপাসিত। ২ উৎকণ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √পা+সন্+উ}
- Bengali Word উৎপিষ্ট English definition [উত্পিশ্টো] (বিশেষণ) বিমর্দিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পিষ্ট}
- Bengali Word উৎপীড়ন English definition [উত্পিড়ন্] (বিশেষ্য) ১ উত্যক্তকরণ; ক্লেশদান। ২ জুলুম বা অত্যাচারকরণ। উৎপীড়ক (বিশেষণ) ১ পীড়নকারী; অত্যাচারী। ২ পীড়াদায়ক। উৎপীড়িকা (স্ত্রীলিঙ্গ)। উৎপীড়িত (বিশেষণ) উৎপীড়ন করা হয়েছে এমন; অত্যাচারিত; ক্লেশ-প্রাপ্ত। উৎপীড়িতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পীড়ন}
- Bengali Word উৎপূর্ণ English definition [উত্পুর্নো] (বিশেষণ) সুপরিপূর্ণ; পূর্ণিমাত্রায় ভরা (আঙুরের গুচ্ছের মতো, অমনি একটি বৃন্তভরা অজস্র সুডৌল সৌন্দর্য, যৌবনরসে অমনি উৎপূর্ণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+পূর্ণ}
- Bengali Word উৎপ্রাস, উৎপ্রাসন English definition [উত্প্রাশ্, উত্প্রাশোন্] (বিশেষ্য) ১ উপহাস। ২ ঈষৎহাস্য। ৩ ঊর্ধ্বনিক্ষেপণ; উৎক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+প্রাস, প্রাসন}