• Bengali Word উসুল ১, উশুল English definition [উশুল্‌] (বিশেষ্য) ১ আদায় (তাতেই পরিবারের কাপড় কাচার দাম উসুল হতো-কালীপ্রসন্ন সিংহ)। ২ জমা (প্রজারা বলে আমরা খাজনা দিতেছি, নায়েব উসুল দেয় না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {আরবি রসূল}
    • Bengali Word উসুল ২, উসূল English definition [উশুল্‌] (বিশেষ্য) ১ মূলনীতিসমূহ। {আরবি. একবচন আসল; বহুবচন উসূল }