• Bengali Word উষসী, ঊষসী English definition [উশোশি] (বিশেষ্য) ১ সূর্যোদয়ের প্রাক্‌কাল; প্রভাত। ২ (আলঙ্কারিক) উষা; প্রভাতরূপিণী (স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে ঊষসী-রবীন্দ্রনাথ ঠাকুর; সুরের সভায় রাত্রিপারের ঊষসীরে আন টানি-কাজী নজরুল ইসলাম)। ৩ প্রদোষ; সন্ধ্যা। □ (বিশেষণ) ১ রূপবতী; পরমাসুন্দরী। ২ প্রভাতী। {সংস্কৃত. উষ্‌+ঈ}
    • Bengali Word উষসী English definition ⇒ উষসী