• Bengali Word উশীর, উষীর (বিরল) English definition [উশির্‌] (বিশেষ্য) বেনার মূল; খসখস (উশীর হ’ল সুরভি আজি ধূপেরি পরিবর্তে-সতেন্দ্রনাথ দত্ত)। উশীরস্তম্ব (বিশেষ্য) বেনার মূল বা খসখস গুল্মের গোছা (কি নিমিত্ত উশীরস্তম্বমাত্র অবলম্বন করিয়া অবাঙমুখে লম্বমান আছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {সংস্কৃত. উশীর, উষীর}