• Bengali Word আওর, আঅর (মধ্যযুগীয় বাংলা) English definition [আয়োর্, আয়র্] (অব্যয়) ১ এবং; আর; ও (দধি আওর ঘোল-বড়ু চণ্ডীদাস; আঅর তাম্বল রাগে-বড়ু চণ্ডীদাস)। ২ অতঃপর (আওর কী কহব সিনেহ তোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অপর>অবর>আওঅর>আওর}
    • Bengali Word আওরং English definition (বিশেষ্য) সিংহাসন; রাজসিংহাসন। {(ফারসি) আওরং }
    • Bengali Word আওরত, আউরত, ঔরৎ English definition [আওরত্, আউরত্, ওউরত্] (বিশেষ্য) ১ মহিলা; স্ত্রীলোক; নারী (আওরত সম ছি ছি ক্রন্দন রব পেশ-কাজী নজরুল ইসলাম)। ২ পত্নী; (স্ত্রীলিঙ্গ)। {(আরবি)আব্ রত }