অ পৃষ্ঠা ৪৮
- Bengali Word অন্তর্ঘাত English definition [অনতোর্ঘাত] (বিশেষ্য) অভ্যন্তরে থেকে ক্ষতিসাধন। অন্তর্ঘাতক, অন্তর্ঘাতী (-তিন্) ( বিশেষণ) মর্মবিদারী; অন্তর্ঘাতকারী; fifth columnist। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+ঘাত}
- Bengali Word অন্তর্জগৎ English definition [অন্তোর্জগোত্/অন্তর্জগোত্} (বিশেষ্য) ভাবলোক; চিন্তারাজ্য; মনোজগৎ। বহির্জগৎ (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+জগৎ}
- Bengali Word অন্তর্জল English definition [অনতোর্জল্/অনতর্জল্] (বিশেষ্য) ১ জলমধ্য। ২ স্থল ও জলের মধ্য। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+জল; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অন্তর্জলি , অন্তর্জলী English definition (অপ্র.)[অন্তোর্জালি, অন্তর্জালি] (বিশেষ্য) মুমূর্ষুর পারলৌকিক মঙ্গলের জন্য হিন্দু অনুষ্ঠান বিশেষ; যাতে দেহের নিম্ন অর্ধাংশ গঙ্গা নদীতে নিমজ্জিত করা হয়। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্জল+বা. ই/ঈ}
- Bengali Word অন্তর্জাতীয় . অন্তঃরাষ্ট্রীয় English definition [অন্তোর্জাতিয়ো, অন্তোর্রাশ্ট্রিয়ো] (বিশেষণ) সর্ব জতি বা রাষ্ট্রের মধ্যে প্রচলিত; international। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+জাতীয়, রাষ্ট্রীয়}
- Bengali Word অন্তর্দর্শন English definition [অন্তোর্দর্শোন্/অন্তর্দর্শোন্] (বিশেষ্য) নিজ মন বা চিন্তার পরীক্ষা; আত্মদর্শন। {(তৎসম বা সংস্কৃত)অন্তঃ+দর্শন}
- Bengali Word অন্তর্দাহ English definition [অন্তোর্দাহো, অন্তোর্দাহো] (বিশেষ্য) ১ নিদারুণ শোক; সন্তাপ। ২ ঈর্ষাবশত গায়ের জ্বালা। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+দাহ; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অন্তর্দৃষ্টি English definition [অন্তোর্দৃশ্টি/অন্তর্দৃশ্টি] (বিশেষ্য) ১ সূক্ষ্ম মনো-বিশ্লেষণক্ষমতা; দিব্যদৃষ্টি; introspection। ২ আত্মজ্ঞান; অনুভূতি। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+দৃষ্টি; ৭ (তৎপুরুষ সমাস )}
- Bengali Word অন্তর্দেশ English definition [অন্তোর্দেশ্/অন্তর্দেশ্] (বিশেষ্য) ১ অভ্যন্তর; হৃদয়। ২ মধ্যবর্তী স্থান; উপত্যকা। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+দেশ}
- Bengali Word অন্তর্দ্বার English definition [অন্তোর্দার্/অন্তর্দার্] (বিশেষ্য) ঘরের খিড়কি; গুপ্তদ্বার। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+দ্বার}
- Bengali Word অন্তর্ধান English definition [অন্তোর্ধান্/অন্তর্ধান্] (বিশেষ্য) তিরোধান; অদৃশ্য হয়ে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ + √ধা+অন(ল্যুট্)}
- Bengali Word অন্তর্নিবিষ্ট , অন্তর্নিহিত English definition [অন্তোর্নিবিশ্টো, অন্তোর্নিহিতো/অন্তর্নিহিতো] (বিশেষণ) অভ্যন্তরে স্থাপিত; হৃদয়ে সন্নিহিত। □ (বিশেষ্য) বদ্ধমূল; সহজাত। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+নিবিষ্ট, নিহিত; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অন্তর্বত্নী English definition [অন্তোর্বোত্নি/অন্তর্বোত্নি] (বিশেষণ) গর্ভবতী; গর্ভিণী (অন্তর্বত্নী হইয়া যথাকালে দুই সুকুমার যমজ কুমার প্রসব করিলেন -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+বৎ+ঈ}
- Bengali Word অন্তর্বর্তী English definition [অন্তোর্বোর্তি/অন্তর্বোর্তি] (বিশেষণ) মধ্যবর্তী; অন্তর্গত। {(তৎসম বা সংস্কৃত)অন্তঃ+বৃৎ+ইন্}
- Bengali Word অন্তর্বাণিজ্য English definition [অন্তোর্বানিজ্জো/অন্তর্বানিজ্জো] (বিশেষ্য) দেশ বা রাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্য; inlandtrade। বহির্বাণিজ্য ( বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ(অন্তর্)+বাণিজ্য}
- Bengali Word অন্তর্বাষ্প English definition [অন্তোর্বাশ্পো/অন্তর্বাশ্পো] (বিশেষ্য) অবদমিত অশ্রু চেপে রাখা চোখের পানি। □ (বিশেষণ) চেপে রেখেছে এমন অশ্রু। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+বাষ্প; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অন্তর্বাস English definition [অন্তোর্বাশ্/অন্তর্বাশ্] (বিশেষ্য) ১ অন্তরীয়; অধোবস্ত্র; নিচের কাপড়; underwear। ২ কৌপীন। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+ বাস; মধ্যযুগীয়}
- Bengali Word অন্তর্বাহ , অন্তর্বাহী English definition [অন্তোর্বাহো, অন্তোর্বাহি] (বিশেষণ) ভিতরের দিকে প্রবহমান। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+বাহ, বাহী}
- Bengali Word অন্তর্বিগ্রহ , অন্তর্বিপ্লব , অন্তর্বিরোধ English definition [অন্তোর্বিগ্গ্রোহো, অন্তোর্বিপ্প্লব্, অন্তোর্বিরোধ] (বিশেষ্য) ১ গৃহবিবাদ; আত্মকলহ। ২ গৃহযুদ্ধ; দেশবাসীর মধ্যে দুই বা ততোধিত পক্ষের পরস্পরের মধ্যে বিবাদ; civil war। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্ + বিগ্রহ, বিপ্লব, বিরোধ; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
- Bengali Word অন্তর্বিবাহ English definition [অন্তোর্বিবাহো/অন্তর্বিবাহো] (বিশেষ্য) হিন্দু সমাজে স্বীয় বংশে বা গোত্রে বিবাহ। {(তৎসম বা সংস্কৃত)অন্তঃ+বিবাহ; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}