অ পৃষ্ঠা ৪৫
- Bengali Word অনুশোচন , অনুশোচনা English definition [ওনুশোচোন্, ওনুশোচোনা] (বিশেষ্য) কৃতকর্মের জন্য অনুতাপ; পরিতাপ; গত বিষয়ের জন্য খেদ (অনুশোচনায় মানুষ সৎ হয়)। {( তৎসম বা সংস্কৃত)অনু+শোচন, শোচনা; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুশোচিত English definition [ওনুশোচিতো] (বিশেষ্য) অনুশোচনা। {(তৎসম বা সংস্কৃত)অনু+শোচিত; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুষঙ্গ English definition [ওনুশঙ্গো] (বিশেষ্য) ১ প্রসঙ্গ; সম্বন্ধ। ২ আসক্তি; টান;স্নেহ (আত্মীয়তার যে অনুষঙ্গে হেমলতার স্নেহ মমতাগুলি ডালপালা মেলে – বুদ্ধদেব বসু) ৩ অনুগ্রহ; অনুকম্পা; দয়া (তুঁহু যদি কহসি করিঞা অনুষঙ্গ-বিদ্যাপতি )। আনুষঙ্গিক বিণ। অনূষঙ্গী (বিশেষণ) অনুষঙ্গবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত)অনু+√সন্জ্+অ(ঘঞ্)+ইন্}
- Bengali Word অনুষ্টুপ্ English definition (ওনুশ্টুপ্] (বিশেষ্য) সংস্কৃত ছন্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অনু+√স্তুভ্ + ক্বিপ্}
- Bengali Word অনুষ্ঠাতা , অনুষ্ঠাত্রী English definition ⇒ অনুষ্ঠান
- Bengali Word অনুষ্ঠান English definition [ওনুশ্ঠান্] (বিশেষ্য) ১ উদ্যোগ; আরম্ভ; আয়োজন। ২ ক্রিয়াকর্ম উৎসব ইত্যাদি। ৩ অধিবেশন (সমিতির অনুষ্ঠান)। ৪ শাস্ত্রানুগ ক্রিয়াপদ্ধতি; সংস্কার। অনুষ্ঠাতা(-তৃ) (বিশেষ্য), (বিশেষণ) উদ্যোগকর্তা; সম্পাদক।অনুষ্ঠাত্রী (স্ত্রীলিঙ্গ)। অনুষ্ঠিত (বিশেষণ) নির্বাহিত; সম্পাদিত; আচরিত। অনুষ্ঠেয় (বিশেষণ) অনুষ্ঠানযোগ্য; কর্তব্য। {(তৎসম বা সংস্কৃত) অনু+√স্থা+অন(ল্যুট্)}
- Bengali Word অনুষ্ণ English definition [অনুশ্নো] (বিশেষণ) ১ শীতল; ঠান্ডা। ২ অলস; জড় (অনুষ্ণ বসুন্ধরায়-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উষ্ণ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুসন্ধান English definition [ওনুশন্ধান্] (বিশেষ্য) ১ অন্বেষণ; খোঁজ। ২ গবেষণা (অনুসন্ধান-বিশারদ)। অনুসন্ধানী (বিশেষণ) অনুসন্ধানে পটু। অনুসন্ধাতা, অনুসন্ধায়ক, অনুসন্ধায়ী (-য়িন্) (বিশেষণ) অন্বেষণকারী। অনুসন্ধেয় (বিশেষণ) অনুসন্ধানযোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অনু+সন্ধান; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুসন্ধিৎসা English definition [ওনুশন্ধিত্শা] (বিশেষ্য) খুঁজে বের করার ইচ্ছা বা প্রবৃত্তি (অনুসন্ধিৎসার অভাবে মানুষ প্রকৃত জ্ঞান লাভে অসমর্থ হয়)।অনুসন্ধিৎসু (বিশেষণ) অন্বেষণেচ্ছু; অনুসন্ধানে আগ্রহশীল (অনুসন্ধিৎসু পাঠক-আজহারুল ইসলাম)। {( তৎসম বা সংস্কৃত)অনু+সন্ধিৎসা}
- Bengali Word অনুসন্ধেয় English definition ⇒ অনুসন্ধান
- Bengali Word অনুসরণ English definition [ওনুশরোন্] (বিশেষ্য) ১ অনুগমন; পশ্চাদ্গমন। ২ অনুরূপ আচরণ; অনুকরণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+সরণ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুসার English definition [ওনুশার্] (বিশেষ্য) ১ অনুগমন; অনুসরণ (তাহা হন্তে নিঃসরিছে শরীর সবার; পুনরপি তথা সকলের অনুসার-সৈয়দ আলাওল)। ২ অনুরূপ; অনুযায়ী। ৩ অনুমান (যে পারি কিঞ্চিৎ কহি বুঝ অনুসারে-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৪ জন্য; নিমিত্ত (ভিক্ষার অনুসারে ফিরেন ঘরে ঘরে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)।অনুসারী (-রিন্) (বিশেষণ) ১ অনুসরণকারী; অনুগমনকারী। ২ অনুযায়ী; অনুরূপ। অনুসারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√সৃ+অ(অণ্)}
- Bengali Word অনুসিদ্ধান্ত English definition [ওনুশিদ্ধান্তো] (বিশেষ্য) (জ্যামিতি) উপপাদ্য থেকে সহজে আসা যায় এমন সিদ্ধান্ত; corollary। {(তৎসম বা সংস্কৃত)অনু+সিদ্ধান্ত; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুসূচক English definition [ওনুশুচক্] (বিশেষণ) নির্দেশক। {(তৎসম বা সংস্কৃত)অনু+সূচক; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুসূচন English definition [ওনুশুচন্] (বিশেষ্য) ১ নির্দেশকরণ। ২ নিদর্শন। {(তৎসম বা সংস্কৃত) অনু+সূচন; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুসূচনা English definition [ওনুশুচনা] (বিশেষ্য) ১ অনুষ্ঠান। ২ আলোচনা; আন্দোলন। {(তৎসম বা সংস্কৃত ) অনু+সূচনা; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুসূর্য English definition [ওনুশুর্জো] (বিশেষ্য) চন্দ্র বা প্রদীপ (সকলের কাছ থেকে চেয়েছে কি নিরন্তর তিমিরবিদারী অনুসূর্যের কাজ-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত)অনু+সূর্য; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুসৃত English definition [ওনুস্সৃতো] (বিশেষণ) অনুসরণ করা হযেছে এমন। অনুসৃতি, অনুসরণ (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√সৃ+ত(ক্ত)>}
- Bengali Word অনুস্বর , অনুস্বার English definition [ওনুশ্শর্, অনুশ্শার্] (বিশেষ্য) অনুনাসিক বর্ণবিশেষ; s। {(তৎসম বা সংস্কৃত )অনু+স্বর, স্বার; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুস্মরণ English definition [ওনুশ্শঁরোন্] (বিশেষ্য) স্মরণ; মনে করা। অনুস্মারি (অসমাপিকা ক্রিয়া) স্মরণ ক’রে (কান্দিতে লাগিলা তবে বাপ অনুস্মরি-শাহ মুহম্মদ সগীর)। {(তৎসম বা সংস্কৃত)অনু+স্মরণ; অব্যয়ীভাব সমাস}