অ পৃষ্ঠা ৫১
- Bengali Word অন্যায় English definition [অন্ন্যায়্] (বিশেষ্য) ১ অনুচিত কার্য; ন্যায়বিরুদ্ধ কর্ম। ২ অবিচার; জুলুম। □ (বিশেষণ) অনুচিত; অকর্তব্য। অন্যায়কৃৎ (বিশেষ্য) অন্যায়কারী; জালিম (আমরা অন্যায়কৃৎকে শাস্তি দিতে ছুটে যাই-মোতাহের হোসেন চৌধুরী)।
- Bengali Word অন্যায়ত English definition (ক্রিয়াবিশেষণ) অন্যায়ভাবে। অন্যায়াচরণ (বিশেষ্য) অনুচিত ব্যবহার; ন্যায়বিরুদ্ধ ব্যবহার। অন্যায়চারী বিশেষণ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ন্যায়}
- Bengali Word অন্যূন English definition [অন্নুনো/অনুনো] (বিশেষণ) ১ অন্তত; কমপক্ষে। ২ সম্পূর্ণ; আস্ত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ন্যূন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অন্যোন্য , অন্য - অন্য English definition (মধ্যযুগীয় বাংলা) [ওন্নোন্নো, ওন্নো-ওন্ নো] (বিশেষণ) পরস্পর (অন্যে-অন্যে দোহান মিলন হইল পুনি-দৌলত উজির বাহরাম খান)। অন্যোন্যনির্ভর (বিশেষণ) পরস্পর নির্ভরশীল (নৈরাত্ম্য আর বৈচিত্র্য অন্যোন্যনির্ভর-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্যঃ+অন্য}
- Bengali Word অনড় English definition [অনড়্] (বিশেষণ) ১ অচল; স্থির (কঠিন অনড় ভূধর-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ অপরিবর্তনীয়; অটল(আমার প্রতিজ্ঞা অনড়)। {অ(নঞ্)+নড়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপ English definition -[অপো] অব্যয় নিন্দা বিরোধ প্রতিকূল ইত্যাদি সূচক তৎসম উপসর্গ বিশেষ। ∼অপকর্ম (বিশেষ্য) ১ কুকর্ম; দুষ্কর্ম। ২ অন্যায় বা ক্ষতিকর কাজ। অপকর্মা (বিশেষণ) ১ কুকর্মকারী; খারাপ করে এমন। ২ অন্যায়কারী; ক্ষতিকর কাজ করে এমন।অপকলঙ্ক (বিশেষ্য) মিথ্যা অপবাদ; অনুচিত কলঙ্ক। অপকীর্তি ( বিশেষ্য) দুর্নাম; অপযশ। অপক্রান্ত (বিশেষণ) অপসৃত; বহির্গত; পলায়িত (তথা হইতে অপক্রান্ত হইয়া সুর্যাস্ত সময়ে বনমধ্যে প্রবেশপূর্বক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অপক্রিয়া (বিশেষ্য) কুকর্ম; অপকার।অপগ্রহ (বিশেষ্য) প্রতিকূল গ্রহ। অপঘাত (বিশেষ্য) ১ দূর্ঘটনায় মৃত্যু; অপমৃত্যু। ২ আকস্মিক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি। অপঘাতক, অপঘাতী (-তিন্) (বিশেষণ) অপঘাতকারী। অপচ্ছায়া (বিশেষ্য) ১ বিকৃত ছায়া; আবছায়া। ২ ভূতপ্রেতের অস্পষ্ট ছায়া। অপজাত (বিশেষণ) স্ববংশীয় গুণ বা পূর্বের উৎকর্ষ লয় পেয়েছে এমন। □ (বিশেষ্য) হীনতাপ্রাপ্ত জাতি; নীচ জাতি (অপজাতদের প্রভাব কমেছিল-সুধীন্দ্রনাথ দত্ত)। অপজাতি (বিশেষ্য) হীনজাতি; নষ্টকুল। অপদেব, অপদেবতা (বিশেষ্য) ভূত প্রেত ইত্যাদি (জাগিয়া দেখিনু জুটিয়াছে যত হনুমান আর অপদেব-কাজী নজরুল ইসলাম)। অপপাঠ (বিশেষ্য) অশুদ্ধ পাঠ; লিপিকর প্রমাদ। অপপ্রয়োগ (বিশেষ্য) অনুচিত উদ্দেশ্য বা প্রক্রিয়ায় প্রয়োগ। অপমিশ্রণ (বিশেষ্য) ভেজাল বা নিকৃষ্ট দ্রব্য মিশানো। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গবিশেষ}
- Bengali Word অপকর্ষ English definition [অপোকর্শো] (বিশেষ্য) ১ নিকৃষ্টতা; হীনতা। ২ অবনতি। উৎকর্ষ (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত)অপ+√কৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word অপকলঙ্ক English definition ⇒ অপ
- Bengali Word অপকার English definition [অপোকার্] (বিশেষ্য) অনিষ্ট; ক্ষতি। অপকারক, অপকারী (বিশেষণ) ক্ষতিকর; অনিষ্টকারী। অপকৃত (বিশেষণ) অপকার করা হয়েছে এমন; ক্ষতিগ্রস্ত। অপকৃতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অপ+√কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word অপকীর্তি English definition ⇒ অপ-
- Bengali Word অপকৃত , অপকৃতি English definition ⇒ অপকার
- Bengali Word অপকৃষ্ট English definition [অপোকৃশ্টো] (বিশেষণ) ১ নিকৃষ্ট; জঘন্য; মন্দ। ২ অবনতিপ্রাপ্ত; অপনীত। {(তৎসম বা সংস্কৃত)অপ+√কৃষ্+ত(ক্ত)}
- Bengali Word অপকেন্দ্র English definition [অপোকেন্দ্রো] (বিশেষণ) কেন্দ্র থেকে দূরে গমণকারী। {(তৎসম বা সংস্কৃত )অপ+কেন্দ্র}
- Bengali Word অপক্ব English definition [অপক্ কো] (বিশেষণ) ১ পাকেনি এমন; কাঁচা। ২ অসিদ্ধ; পাক করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+পক্ব; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অপক্রান্ত , অপক্রিয়া English definition ⇒ অপ-
- Bengali Word অপক্ষপাত English definition [অপোক্খোপাত্] (বিশেষ্য) নিরপেক্ষতা; ন্যায়কারিতা। □ (বিশেষণ) নিরপেক্ষ; পক্ষপাতহীন (অপক্ষপাত সমালোচনার দ্বারা–রবীন্দ্রনাথ ঠাকুর)। অপক্ষপাতী(-তিন্) (বিশেষণ) ১ নিরপেক্ষ। ২ ন্যায়দর্শী। অপক্ষপাতিত্ব,অপক্ষপাতিতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ+পক্ষপাত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অপক্ষেপ English definition [অপোক্খেপ্] (বিশেষ্য) প্রত্যাখ্যান; অগ্রাহ্যকরণ। {(তৎসম বা সংস্কৃত )অপ+√ক্ষিপ্+অ(ঘঞ্)}
- Bengali Word অপক্ষয় English definition [অপোক্খয়্] (বিশেষ্য) বিনাশ; লোপ (তাঁহার সেই প্রতিষ্ঠার অপক্ষয় সম্ভাবনা নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অপ+ক্ষয়}
- Bengali Word অপগত English definition [অপোগতো] (বিশেষণ) ১ বিগত; পলায়িত; অপসৃত (অপগত-নেশা পাঁচ শ’ বিড়াল তখন বসেছে উঠে-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) মৃত। অপগত হওয়া ক্রিয়া বিদূরিত হওয়া; অপসৃত হওয়া। অপগমন, অপগম (বিশেষ্য) পলায়ন; অপসরণ; প্রস্থান। {(তৎসম বা সংস্কৃত)অপ+√গম্+ত(ক্ত)}
- Bengali Word অপগা English definition [অপোগা] (বিশেষণ) নিম্নদিকে গমনরত; নিম্নগামিনী; সমুদ্রগামিনী। □ (বিশেষ্য) নদী। {( তৎসম বা সংস্কৃত)অ+√গম্+অ(ড)+আ (টাপ্)}