অ পৃষ্ঠা ৫০
- Bengali Word অন্দর , আন্দর English definition [অন্দর্/অন্দোর্, আন্দোর্] (বিশেষ্য) ১ ভিতর; অভ্যন্তর (জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরেতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্তঃপুর; অন্দরমহল। অন্দরমহল (বিশেষ্য) অন্তঃপুর। {ফারসি আন্দার }
- Bengali Word অন্ধ English definition [অন্ধো] (বিশেষণ) ১ চক্ষুহীন; দৃষ্টিহীন; কানা। ২ সূচিভেদ্য; গাঢ় (অন্ধ তামস-রবীন্দ্রনাথ ঠাকুর )। ৩ মূর্খ; অজ্ঞান। অন্ধকূপ (বিশেষ্য) অপরিসর অন্ধকারময় কক্ষ; তায়খানা। অন্ধতম (বিশেষণ) গাঢ় অন্ধকারবিশিষ্ট। অন্ধতমস (বিশেষ্য) গাঢ় অন্ধকার। অন্ধতা, অন্ধত্ব (বিশেষ্য) দৃষ্টিহীনতা; চক্ষুহীনতা। অন্ধতমিস্র (বিশেষ্য) নিবিড় অন্ধকার। অন্ধবিশ্বাস (বিশেষ্য ) যুক্তিহীন গভীর আস্থা (অন্ধ বিশ্বাস এদেশে শিকড় গাড়িয়া বসিয়াছিল-মোহাম্মদ ওয়াজেদ আলী)। অন্ধহওয়া ক্রিয়া ১ দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত হওয়া। ২ (আল.) কোনো বিষয়ে বা কারো গুণ বা দোষ না দেখা। ৩(আল.) হিতাহিত জ্ঞানশূন্য হওয়া। অন্ধের নড়ি, অন্ধের যষ্টি (বিশেষ্য) (আল.) অসহায়ের সহায়; অক্ষমের অবলম্বন। {(তৎসম বা সংস্কৃত)√অন্ধ্+অ(অন্)}
- Bengali Word অন্ধকার English definition [অন্ধোকার্] (বিশেষ্য) আলোর অভাব; তিমির; তমঃ; আঁধার। □ (বিশেষণ) অন্ধকারময়; তমিস্র (অন্ধকার রাত্রি)। অন্ধকারদেখা ক্রিভয়ে ও ভাবনায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়া। অন্ধকারদেখানো ক্রিয়া বিপদে ফেলে অভিভূত করা। অন্ধকারে ঢিল মারা ক্রিয়া আন্দাজ বা নিছক অনুমানের উপর নির্ভর করে কোনো কাজ করা অথবা কোনো বিষয়ে মন্তব্য করা। অন্ধকারে থাকা ক্রিয়া কোনো বিষয়ে অজ্ঞ থাকা। অন্ধকারে হাতড়ানো ক্রিয়া অনুমানের উপর নির্ভর করে পথ চলা বা কোনো বিষয়ে অনুসন্ধান করা। {(তৎসম বা সংস্কৃত)অন্ধ+√কৃ+অ(অণ্)}
- Bengali Word অন্ধানুকরণ English definition [অন্ধানুকরোন্] (বিশেষ্য) নির্বিচার অনুসরণ; যুক্তিহীন অনুরূপ আচরণ (এ যে আরো পীড়াদায়ক, মূ্ল্যহীন, অর্থহীন, ইউরোপের অন্ধানুকরণ -সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধ+অনুকরণ; কর্মধারয় সমাস}
- Bengali Word অন্ধিসন্ধি English definition [ওন্ধিশোন্ধি] (বিশেষ্য) ১ ছিদ্র; ফাঁক; রন্ধ্র। ২ ভিতরের কথা; গুপ্ত তথ্য (মনের অন্ধিসন্ধি)। ৩ উদ্দেশ্য; হদিস(ডুবুরী ডুবিলেও অন্ধিসন্ধি পাইত না-প্যারীচাঁদ মিত্র)। ৪ উপায়; উদ্যোগ (অন্ধিসন্ধি করে কত কেমনে মিটে আশ- ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) রন্ধ্র> অন্ধি; সন্ধান>সন্ধি; দ্বন্দ্ব সমাস}
- Bengali Word অন্ধীভূত English definition [ওন্ধিভুতো] (বিশেষণ) অন্ধতাপ্রাপ্ত; অন্ধ হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত )অন্ধ+ চি্ +√ভূ+ত(ক্ত)}
- Bengali Word অন্ধ্র English definition [অন্ধ্রো] (বিশেষ্য) ১ প্রাচীন জাতিবিশেষ। ২ মাদ্রাজের উত্তর-পূর্ব অঞ্চল; তেলেগুভাষীদের দেশ। {(তৎসম বা সংস্কৃত)√অন্ধ্+র}
- Bengali Word অন্ন English definition [অন্নো] (বিশেষ্য) ১ ভাত। ২ আহার্য; খাদ্যদ্রব্য। অন্নওঠা ক্রিয়া ১ জীবিকা রহিত হওয়া। (তোর এখানকার অন্ন উঠেছে)। ২ (আল.) পরমায়ু শেষ হওয়া। অন্নকষ্ট, অন্নভাব (বিশেষ্য) ১ খাদ্যাভাব; আহার্যের অকুলান। ২ দুর্ভিক্ষ; আকাল। অন্নকুট, অন্নকোট (বিশেষ্য) অন্নের পাহাড়; আহার্যের স্তুপ। অন্নক্ষেত্র ⇒অন্নছত্র। অন্নগত প্রাণ (বিশেষণ) (ব্যঙ্গার্থ) আহার্য ছাড়া বাঁচে না এমন। অন্নচিন্তা (বিশেষ্য) জীবিকার জন্য উদ্বেগ (অন্নচিন্তা চমৎকারা)। অন্নছত্র,অন্নসত্র, অন্নক্ষেত্র্র (বিশেষ্য) যে স্থানে অন্ন বিতরণ করা হয়। অন্নজল (বিশেষ্য) দানাপানি; আহার্য। অন্নজল ওঠা ক্রি(আল.) আয়ু শেষ হওয়া বা চাকরির মেয়াদ শেষ হওয়া। অন্নদা (বিশেষণ) অন্নদায়িনী; আহার্য প্রদানকারিণী (অন্নদা এ বনে তুমি-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) হিন্দু দেবী দুর্গা। অন্নদাতা (বিশেষণ) আহার্য দানকারী। □ (বিশেষ্য) প্রতিপালক; অভিভাবক। অন্নদাত্রী (স্ত্রীলিঙ্গ)। অন্নদাস (বিশেষণ) অন্নের জন্য যে পরের দাসত্ব করে। অন্ননালি (বিশেষ্য) গ্রাসনালি; oesophagus; gullet। অন্নপানি (বিশেষ্য) আহার্য ও পানি; দানাপানি (নারিকেলের গোপন কোষে অন্নপানি জোগায় গো সে-সত্যেন্দ্রনাথ দত্ত)।অন্নপায়ী (বিশেষণ) আহার্য বস্তু পান করে এমন; চিবিয়ে খেতে অক্ষম (অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যাপায়ী জীব-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্নপূর্ণা (বিশেষ্য) হিন্দুদের দেবী ভগবতী। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আহার্যে পরিপূর্ণ।অন্নপ্রাশন (বিশেষ্য) শিশুদের প্রথম আহার্য গ্রহণের অনুষ্ঠান; মুখে ভাত। অন্নভোজী (বিশেষণ) অন্ন ভোজনে প্রাণ ধারণ করে এমন। অন্নময় (বিশেষণ) অন্নপূর্ণ; অন্নগঠিত। অন্নমুষ্টি (বিশেষ্য) এক মুষ্টি আহার্য; সামান্য খাদ্য (তখন অন্নমুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্নরস (বিশেষ্য) ভুক্ত খাদ্যজাত রসবিশেষ; chyle। অন্নলোভাতুর (বিশেষণ) আহার্যের জন্য কাতর; খাদ্য প্রত্যাশায় ব্যাকুল (মৈত্রেয়ী ভূমার চেয়ে অন্নলোভাতুর-জীবনানন্দ দাশ)। অন্ন সংস্থান (বিশেষ্য) জীবিকার্জন। অন্নসত্র ⇒অন্নছত্র। অন্নহীন (বিশেষণ) নিরন্ন; উপবাসী। □ (বিশেষ্য) ভিক্ষুক। {(তৎসম বা সংস্কৃত)√অদ্+ত(ক্ত); √অন্ +ন(নন্)}
- Bengali Word অন্বর্থ English definition [ওন্নর্থো, অন্নর্থো] (বিশেষণ) যথার্থ; অর্থসঙ্গত; অর্থানুরূপ (তুমি আমার দুর্মুখ নাম অন্বর্থ করিয়া দিলে- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অন্বর্থনামা (বিশেষণ) নামের অর্থের সঙ্গে স্বভাবের মিল বিদ্যমান এমন। {(তৎসম বা সংস্কৃত)অনু+অর্থ}
- Bengali Word অন্বিত English definition [ওন্নিতো] (বিশেষণ) ১ যুক্ত; সম্পন্ন (আশান্বিত)। ২ পরস্পর সম্বন্ধযু্ক্ত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ই+ত(ক্ত)}
- Bengali Word অন্বিষ্ট English definition [ওন্নিশ্টো, অন্নিশ্টো] (বিশেষণ) অন্বেষিত; অনুসন্ধান করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ইষ্+ত(ক্ত)}
- Bengali Word অন্বীক্ষণ English definition [ওন্নিক্খন্, অন্নিক্খন্] (বিশেষ্য) ১পশ্চাৎ-দর্শন; retrospection। ২ অন্বেষণ। অন্বীক্ষিত বিণ। {( তৎসম বা সংস্কৃত)অনু+ঈক্ষণ}
- Bengali Word অন্বীক্ষা English definition [ওননিক্খা, অননিক্খা] (বিশেষ্য) দর্শন; ন্যায়শাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত )অনু+ঈক্ষা}
- Bengali Word অন্বেষক English definition ⇒ অন্বেষণ
- Bengali Word অন্বেষণ English definition [অন্নেশন্, ওন্নেশন্] (বিশেষ্য) তালাশ; অনুসন্ধান; খোঁজ। অন্বেষিত বিণ। অন্বেষক ( বিশেষ্য) গবেষক। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ইষ্ +অন(ল্যুট্); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অন্বয় English definition [অন্নয়্] (বিশেষ্য) ১ ((ব্যাকরণ)) পদের পরস্পর সম্বন্ধ; relation। ২ সম্বন্ধযুক্ত পদসমূহের ক্রমবিন্যাস। ৩ ক্রম; ধারা। ৪ সম্বন্ধ; মিল। অন্বয়ী বিণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+অয়}
- Bengali Word অন্য English definition [ওন্নো] (সর্বনাম) অপর লোক। □ (বিশেষণ) ভিন্ন; পর। অন্য-অন্য ⇒ অন্যোন্য। অন্যকৃত (বিশেষণ) অপরের দ্বারা অনুষ্ঠিত বা সম্পাদিত। অন্যগত (বিশেষণ) ১ অপরের উপর নির্ভরশীল। ২ অপরের প্রতি আসক্ত। অন্যজনা সর্ব (স্ত্রীলিঙ্গ) অপরলোক (অন্যজনা লক্ষ্মী সে কল্যাণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্যজন (পুংলিঙ্গ)। অন্যত অব্য ১ অন্য থেকে; অপর থেকে। ২ অন্যভাবে; ভিন্ন উপায়ে। □ (ক্রিয়াবিশেষণ) অন্যত্র; ভিন্ন স্থানে। অন্যতম (বিশেষণ) বহুর মধ্যে এক। অন্যতর (বিশেষণ) দুইয়ের মধ্যে এক। অন্যত্র (ক্রিয়াবিশেষণ) অন্য বিষয়ে বা স্থানে। অন্যথা অব্য নতুবা; না হয়তো। □ (বিশেষ্য) ১ ভিন্নরূপ; অন্যরূপ (কোনও কালে অন্যথাভাব দেখিতে পাওয়া যায় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ব্যতিক্রম; বৈপরীত্য। অন্যথা করা ক্রিয়া লঙ্ঘন করা; অন্যরূপ করা। অন্যথাচরণ (বিশেষ্য) বিপরীত ব্যবহার; বিরুদ্ধ আচরণ। অন্যদীয় (বিশেষণ) অপর সম্বন্ধীয়। অন্যপূর্বা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে পূর্বে অন্যের বাগ্দত্তা বা (স্ত্রীলিঙ্গ) ছিল। অন্যপূর্ব (পুংলিঙ্গ)। অন্য বিধ (বিশেষণ) অপর প্রকার। অন্যভাব (বিশেষ্য) ভাবান্তর; ভিন্নভাব। অন্যমনস্ক, অন্যমনা (বিশেষণ) আনমনা; অমনোযোগী। অন্যমনস্কতা (বিশেষ্য)। অন্যমনে (ক্রিয়াবিশেষণ) আনমনা অবস্থায়; অন্য বিষয়ে নিবিষ্ট থেকে (অন্যমনে চলি পথে; ভুলি নে কি ফুল?- রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যসাপেক্ষ (বিশেষণ) অন্যের সঙ্গে সম্বন্ধযুক্ত; relative। {(তৎসম বা সংস্কৃত)√অন্+য}
- Bengali Word অন্যান্য English definition [ওন্নোন্নো] (বিশেষণ) ১ অপরাপর। ২ ভিন্ন ভিন্ন। {(তৎসম বা সংস্কৃত )অন্য+অন্য; দ্বন্দ্ব সমাস}
- Bengali Word অন্যায্য English definition [অন্যাজ্জো] (বিশেষণ) অনুচিত; অসঙ্গত; অন্যায়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ন্যায্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অন্যাসক্ত English definition [ওন্নাশক্তো] (বিশেষণ) অপরের প্রতি অনুরক্ত। অন্যাসক্তা (স্ত্রীলিঙ্গ)। {( তৎসম বা সংস্কৃত)অন্য+আসক্ত; ৭ (তৎপুরুষ সমাস)}