অ পৃষ্ঠা ৪৬
- Bengali Word অনুস্মৃতি English definition [ওনুস্সৃঁতি] (বিশেষ্য) পশ্চাৎস্মরণ; পরবর্তীকালে স্মরণ। {(তৎসম বা সংস্কৃত )অনু+স্মৃতি; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুস্যূত English definition [ওনুশ্শুতো] (বিশেষণ) ১ গ্রথিত। ২ সন্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) অনু+√সিব্+ত(ক্ত)}
- Bengali Word অনুৎকর্ষ English definition [অনুত্কর্শো] (বিশেষ্য) অপকর্ষ; অনুন্নতি। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উৎকর্ষ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুৎসাহ English definition [অনুত্শাহো] (বিশেষ্য) উৎসাহের অভাব; উদ্যমহীনতা। □ (বিশেষণ) নিরুৎসাহ; উদ্যমহীন। অনুৎসাহী বিণ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উৎসাহ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুৎসুক English definition [অনুত্শুক্] (বিশেষণ) আগ্রহান্বিত নয় এমন; নিরুৎসুক (হৃদি অনুৎসুক-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উৎসুক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনূদিত , অনুবাদিত English definition (অপপ্রয়োগ)[ওনুদিতো, ওনুবাদিতো] (বিশেষণ) ভাষান্তরিত (ইংরেজিতে অনুবাদিত হইয়া ইংলন্ডে যায়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√বদ্+ত(ক্ত); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনূপ English definition [ওনুপ্] (বিশেষ্য) ১ সজল দেশ; খাল বিল জলাভূমি পরিপূর্ণ তৃণলতাচ্ছাদিত দেশ (বাংলা একটা চমৎকার অনূপ দেশ)। ২ মহিষ। {(তৎসম বা সংস্কৃত)অনু(নিকট বা সহিত অর্থে)+অপ্(জল)=অনূপ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনূর্ধ্ব English definition [অনুর্ধো] (বিশেষণ) অনুচ্চ; উচ্চ নয়; অতিক্রম করেনি এমন; অনতিক্রান্ত (অনূর্ধ্ব দশ বছর)। {অন্ (নঞ্)+ঊর্ধ্ব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনূঢ় English definition [অনুঢ়] (বিশেষণ) অবিবাহিত; অপরিণীত। অনূঢ়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কুমারী; অবিবাহিতা (অনূঢ়া অনুজা এই রঞ্জাবতী নামে –ঘনরাম চক্রবর্তী)। অনূঢ়ান্ন (বিশেষ্য) হিন্দুসমাজে আইবড় ভাত; গায়ে হলুদের পর ও বিবাহের পূর্বে কন্যাকে দেয় অন্ন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঊঢ়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনৃত English definition [অনৃতো] (বিশেষণ) অসত্য; মিথ্যা (অনৃত তোমার যাহা কিছু কবি তাই হয়ে গেছে ছাই –কাজী নজরুল ইসলাম)। অনৃতবাদী (-দিন্), অনৃতভাষী (-ষিন্) (বিশেষণ) মিথ্যাবাদী। অনৃতবাদিনী, অনৃতভাষিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+√ঋ+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনেক English definition [অনেক্] (বিশেষণ) ১ একাধিক; নানা (অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট)। ২ প্রচুর; ঢের; বিস্তর(সে অনেক কথা)। ৩ বহু ব্যক্তি (অনেকে বলে)। ৪ জগৎ; বিশ্ব (অনেকের পতি তেঁইপতি মোর বাম-ভারতচন্দ্র রায় গুণাকর)। অনেক-অনেক, অনেকানেক (বিশেষণ) নানান; বিভিন্ন। অনেকধা (ক্রিয়াবিশেষণ) বহুপ্রকারে বা দিকে। অনেকবিধ, অনেক প্রকার (বিশেষণ) নানা রকম; বহু রূপ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+এক; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনেকান্ত English definition [অনেকান্তো] (বিশেষণ) নিশ্চিন্ত; খাঁটি (অল্প বয়সেই অনেকান্ত জড়বাদের আশ্রয় নিয়েছিলুম-সুধীন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) অনিশ্চয়তা; সন্দেহ (এর একদেশদর্শিতাও ভিতরে ভিতরে অনেকান্ত-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অনেক+অন্ত(গোপনীয়ও নয়, প্রকাশিতও নয়); (তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+একান্ত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনৈক্য English definition [অনোইক্কো] (বিশেষ্য) ১ বিরোধ; গরমিল; অমিল। ২ মতভেদ; মতদ্বৈধ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঐক্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনৈচ্ছিক English definition [অনোইচ্ছিক্] (বিশেষণ) অস্বেচ্ছাকৃত; ইচ্ছার বিরুদ্ধে চালিত। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঐচ্ছিক; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনৈপূণ্য English definition [অনোইপুন্নো] (বিশেষ্য) অদক্ষতা; অপটুতা। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+নৈপুণ্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনৈসর্গিক English definition [অনোইশোর্গিক্] (বিশেষণ) অস্বাভাবিক; অলৌকিক; অতিপ্রাকৃত (একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত ) অ(নঞ্)+নৈসর্গিক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনৌচিত্য English definition [অনোউচিত্তো] (বিশেষ্য) অন্যায্যতা; অযুক্ততা (তার রচনায় অনৌচিত্য দোষ আছে-আনিস চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঔচিত্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনৌদার্য English definition [অনোউদার্জো] (বিশেষ্য) সঙ্কীর্ণতা; হীনমন্যতা (স্বভাবসিদ্ধ অনৌদার্যবশত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঔদার্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অন্ English definition ⇒ অ
- Bengali Word অন্ত English definition [অন্তো] (বিশেষ্য) ১ শেষ; অবসান (দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় –রবীন্দ্রনাথ ঠাকুর )। ২ প্রান্ত; সীমা (গ্রামান্ত)। ৩ মৃত্যু; নাশ (অন্তকাল)। ৪ স্বরূপ; প্রকৃত মনোভাব (অন্ত পাওয়া ভার)। □ অব্য অবধি; পর্যন্ত (পক্ষান্ত, মাসান্ত)। অন্তকাল (বিশেষ্য) মৃত্যুর সময়; অন্তিম সময় (অগ্নিকুণ্ড দেহ ঝালি আমি তাহে দেহ ঢালি অন্ত – কালে কর এই কর্ম-ভারতচন্দ্র রায় গুণাকর)। অন্তত অব্য কমসে কম; অন্যূন। অন্তস্থ (বিশেষণ) প্রান্তস্থিত; সীমায় অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) √অম্+ত(তন্)}