অ পৃষ্ঠা ৪৯
- Bengali Word অন্তর্বিরোধ English definition ⇒ অন্তর্বিগ্রহ
- Bengali Word অন্তর্বেদনা English definition [অন্তোর্বেদোনা/অন্তর্বেদোনা] (বিশেষ্য) মানসিক অশান্তি; মনোবেদনা। {(তৎসম বা সংস্কৃত)অন্তঃ+বেদনা; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
- Bengali Word অন্তর্বেদি , অন্তর্বেদী English definition [অন্তোর্বেদি/অন্তর্বেদি] দুই নদীর মধ্যস্থ প্রদেশ; দোআব। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ+বেদি; বেদী; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
- Bengali Word অন্তর্ভুক্ত , অন্তর্ভূত English definition [অন্তোর্ভুক্তো, অন্তোর্ভুতো/অন্তর্ভুতো] (বিশেষণ) অন্তর্গত; মধ্যস্থিত। {(তৎসম বা সংস্কৃত)অন্তঃ+ভুক্ত, ভূত}
- Bengali Word অন্তর্ভেদী English definition [অন্তোর্ভেদি/অন্তর্ভেদি] (বিশেষণ) অন্তর ভেদকারী; penetrating (অন্তর্ভেদী দৃষ্টি)। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+ভেদী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অন্তর্মাধুর্য English definition [অন্তোর্মাধুর্জো/অন্তর্মাধুর্জো] (বিশেষ্য) অভ্যন্তরীণ সৌন্দর্য। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+মাধুর্য; কর্মধারয় সমাস}
- Bengali Word অন্তর্মুখ , অন্তর্মুখী English definition [অন্তোর্মুখ, অন্তোর্মুখী] (বিশেষণ) নিবিষ্টচিত্ত; আত্মবিষয়ে চিন্তাশীল; introspective। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+মুখ, মুখী}
- Bengali Word অন্তর্যামী English definition [অন্তোর্জামি/অন্তর্জামি] (বিশেষণ) মনের ভাব জানেন এমন; হৃদয়ের ভাববেত্তা (খোদা সর্বজ্ঞ ও অন্তর্যামী)। □ (বিশেষ্য) খোদা; ঈশ্বর; যিনি অন্তরে অবস্থান করেন ও মনের সকল কথা জানেন। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+যামী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অন্তর্হাস English definition [অন্তোর্হাস্/অন্তর্হাস্] (বিশেষ্য) গুপ্ত হাসি; অব্যক্ত হাস্য। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+হাস; মধ্যলোপী কর্মধারয় সমাস}
- Bengali Word অন্তর্হিত English definition [অন্তোর্হিতো/অন্তোর্হিতো] (বিশেষণ) তিরোহিত; অদৃশ্য হয়েছে এমন; চক্ষুর অগোচর (চকিতের মধ্যে অন্তর্হিত হইল- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+√ধা+ত(ক্ত)>}
- Bengali Word অন্তস্তল English definition [অন্তোস্তল্/অন্তস্তল্] (বিশেষ্য) ১ সর্বনিম্নতল (অন্তরের অন্তস্তল)। ২ মন; হৃদয়। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্(=অন্তঃ)+তল; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
- Bengali Word অন্তস্থ English definition ⇒ অন্ত
- Bengali Word অন্তস্পট English definition (মধ্যযুগীয় বাংলা)[অন্তোস্পট্/অন্তোস্পট্] (বিশেষ্য) পর্দা; আবরণ (জরকসী অন্তস্পট প্রতি দ্বারে দ্বারে-সৈয়দ আলাওল)।{(তৎসম বা সংস্কৃত)অন্তঃ+পট>; মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
- Bengali Word অন্তিক English definition [ওন্তিক্] (বিশেষণ) ১ সন্নিহিত; নিকট। ২ চরম; extreme। (অন্তিক ব্যবস্থা গ্রহণ করা হলো)। □ (বিশেষ্য ) সন্নিধান, নৈকট্য। {(তৎসম বা সংস্কৃত)অন্ত+ইক(ঠক্)}
- Bengali Word অন্তিম English definition [ওন্তিম্] (বিশেষণ) ১ শেষ; চরম। ২ মৃত্যুকালীন।
- Bengali Word অন্তিমঅবস্থা , অন্তিমদশা English definition (বিশেষ্য) মুমূর্যু অবস্থা; শেষ দশা। অন্তিমকাল, অন্তিমসময় (বিশেষ্য) মরণকাল; মৃত্যু সময়। অন্তিমশয়ন, অন্তিমশয্যা (বিশেষ্য) যে শয়নে বা শয্যায় মৃত্যু ঘটে। {(তৎসম বা সংস্কৃত) অন্ত+ইম}
- Bengali Word অন্তেবাসী English definition (-সিন্)[অন্তোবাশি] (বিশেষ্য) ১ গুরুগৃহে অস্থানকারী ছাত্র বা শিষ্য। ২ প্রতিবেশী; পড়শি (যত অন্তেবাসী থাকে, জিজ্ঞাসিলু একে একে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ (হিশা) গ্রাম প্রান্তবাসী চণ্ডাল। □ (বিশেষণ) নিকটস্থ; সমীপরর্তী। {(তৎসম বা সংস্কৃত)অন্তে+√বস্+ ইন্(ণিনি)}
- Bengali Word অন্ত্য English definition [অন্তো, ওন্তো] (বিশেষণ) ১ চরম; অন্তিম; শেষ। ২ অন্তস্থ; শেষস্থ। □ (বিশেষ্য) শূদ্র। অন্ত্যজ (বিশেষণ) ১ নীচ বংশজাত; শূদ্রকুলজাত; অস্পৃশ্য। ২ পরিত্যক্ত (তেতালার ছোট ঘরে, যেটা সিঁড়ি ভাঙবার ভয়ে পরিবারে অন্ত্যজ-বুদ্ধদেব বসু)। □ (বিশেষ্য) নীচ জাতি। অন্ত্যদেশ (বিশেষ্য) শেষ প্রান্ত (বাঙলা শব্দের অন্ত্যদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়-সৈয়দ মুজতবা আলী)। অন্ত্যবর্ণ (বিশেষ্য) ১ শেষ হরফ বা অক্ষর। ২ চতুর্থ বর্ণ; শূদ্র। {( তৎসম বা সংস্কৃত)অন্ত+য(যৎ)}
- Bengali Word অন্ত্যেষ্টি , অন্ত্যেষ্টিক্রিয়া English definition [অন্তোশ্টি, অন্তোশ্টিক্রিয়া] (বিশেষ্য) মৃতের সৎকার; অন্তিম অনুষ্ঠান (অন্ত্যেষ্টি ব্যতীত নাহি গতি এ নগরে-মাইকেল মধুসূদন দত্ত; মৃতের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থাও হতো সেখানে-আকাশা)। {(তৎসম বা সংস্কৃত)অন্ত্য+ইষ্টি, + ক্রিয়া; কর্মধারয় সমাস}
- Bengali Word অন্ত্র English definition [অন্ত্রো] (বিশেষ্য) ১ নাড়িভুঁড়ি; আঁতড়ি; bowels। ২ পাকস্থলীর নিম্ন থেকে মলদ্বার পর্যন্ত যন্ত্র; intestines। অন্ত্রবৃদ্ধি (বিশেষ্য) এক প্রকার রোগ; hernia। {(তৎসম বা সংস্কৃত) √অম্+ত্র(স্ট্রন্)}