অ পৃষ্ঠা ৪৭
- Bengali Word অন্তঃ English definition –(অন্তর্-)[স্বতন্ত্র পদ রূপে ‘অন্তহ্’; সমাসবদ্ধ পদে বিসর্গ (t)-এর পরবর্তী ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে, বিসর্গের কোনো উচ্চারণ থাকে না, যেমন অন্তঃকরণ = অন্তোক্করণ্] অব্যয় ভিতরে মধ্যে অন্তরে চিত্তে ইত্যাদি অর্থে অন্য শব্দের সাথে যুক্ত হয়। অন্তঃকরণ (বিশেষ্য) হৃদয়; মন। অন্তঃ কোণ (বিশেষ্য) (জ্যামিতি) ভিতরে অবস্থিত কোণ; interior angle। অন্তঃপট (বিশেষ্য) পর্দা; আবরণ। অন্তঃপাতী (-তিন্) (বিশেষণ) অন্তর্গত; মধ্যবর্তী। অন্তঃপুর (বিশেষ্য) অন্দর মহল; অবরোধ। অন্তঃপুরত্ব (বিশেষ্য) (অন্তঃপুরত্বপ্রাপ্ত হইয়াছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অন্তঃপুরিকা (বিশেষ্য) অন্তঃপুরবাসিনী রমণী। অন্তঃপ্রবেশন (বিশেষ্য) প্রক্ষেপ; একের লেখায় অন্যের লেখার সংযোজন; interpolation। অন্তঃশত্রু (বিশেষ্য) ১ গৃহশত্রু; গৃহবৈরী। ২ দেশদ্রোহী; বিদ্রোহী অধিবাসী। ৩ দেহান্তর্গত ষড়রিপু।অন্তঃশিলা (বিশেষণ) যার অভ্যন্তরে পাথর বিদ্যমান। অন্তঃশীলা , অন্তঃশীলে (বিশেষণ) অভ্যন্তরীণ (পেটকামড়ানি ও গা বমি প্রভৃতি অন্তঃশীলে রোগেরও অভাব রইল না-প্যামি)। অন্তঃশুল্ক (বিশেষ্য) মাদক দ্রব্যাদির উপর ধার্য কর; excise duty। সত্ত্বা (বিশেষণ) গর্ভবতী; গর্ভিণী (এক্ষণে আপনার সহধর্মিণী অন্তঃসত্ত্বা হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অন্তঃসংজ্ঞা (বিশেষ্য) অভ্যন্তরীণ বোধশক্তি। অন্তঃসলিল (বিশেষণ) অভ্যন্তরে জলবিশিষ্ট। অন্তঃসলিলা স্ত্রী.(ফল্গু নদী অন্তঃসলিলা)। অন্তঃসার (বিশেষ্য) ভিতরের সারবস্তু। □ (বিশেষণ) ভিতরে সারবস্তু আছে এমন। অন্তঃসারবিহীন, অন্তঃসারশূন্য (বিশেষণ) সারবস্তু নেই এমন। অন্তঃস্থ বর্ণ মধ্যবর্তী; অভ্যন্তরস্থ। অন্তঃস্থ বর্ণ (বিশেষ্য) য র ল ব – এই চারটি বর্ণ। {(তৎসম বা সংস্কৃত)√অম্+অর্(অরন্)}
- Bengali Word অন্তকাল , অন্তত English definition ⇒ অন্ত
- Bengali Word অন্তর English definition [অন্তর্] (বিশেষ্য) ১ অন্তঃকরণ; মন, হৃদয়; দিল (অন্তর)মম বিকশিত কর অন্তরতর হে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অভ্যন্তর; মধ্য (হিয়ার অন্তরে মোর কে দিল আগুনি-দৌলত উজির বাহরাম খান)। ৩ ফাঁক; তফাত; ব্যবধান (কিঞ্চিৎ অন্তরে কিঙ্করকে দেখিতে পাইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ পার্থক্য; তারতম্য; ভেদ (মতান্তর)। ৫ অবসান; শেষ (শিশুতা অন্তরে হৈল যৌবন বিস্তার-ভবানন্দ)। ৬ আত্মীয় (অন্তরতম)। □ (বিশেষণ) ভিন্ন; অন্য (দেশান্তর)। অন্তরটিপুনি (বিশেষ্য) অন্যের অগোচরে কারো হৃদয়ে গোপন আঘাত দান। অন্তরজ্ঞ (বিশেষণ) ১ অন্তর্যামী। ২ দূরদর্শী; বিশেষজ্ঞ। অন্তরস্থ (বিশেষণ) মনোগত; হৃদয়ের অন্তর্গত। অন্তরহওয়া ক্রিয়া দূরে যাওয়া; অন্তর্হিত হওয়া (লখাই অন্তর হৈল দেখিয়া শাশুড়ী-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত)অন্ত+√রা+অ(ক)}
- Bengali Word অন্তরঙ্গ English definition [অন্তোরঙ্গো / অনতরঙগো] (বিশেষ্য) ১ আত্মীয়; বন্ধু; সুহৃদ (তোরে অন্তরঙ্গ জানি-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) বিশেষ বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ সুহৃদ)। ২ অভ্যন্তরস্থ অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অন্তরণ English definition ⇒ অন্তরিত
- Bengali Word অন্তরা English definition [অন্তরা] (বিশেষ্য) (সন্) গানের ‘ধুয়া’ ও ‘আভোগে’র মধ্যবর্তী অংশবিশেষ। {(তৎসম বা সংস্কৃত)অন্তর+(বাংলা) আ}
- Bengali Word অন্তরাত্মা English definition [অন্তোরাত্তাঁ/অন্তরাত্তাঁ] (বিশেষ্য) ১ জীবাত্মা। ২ অন্তঃকরণ (পথে পুলিশ দেখে চোরের অন্তরাত্মা শুকিয়ে গেল)। {( তৎসম বা সংস্কৃত)অন্তর+আত্মা}
- Bengali Word অন্তরাপত্যা English definition [অন্তোরাপোত্তা/অন্তরাপোত্তা] (বিশেষণ) গর্ভবতী (সনকা অন্তরাপত্যা-ক্ষেমানন্দ দাস)। { (তৎসম বা সংস্কৃত)অন্তর+অপত্য+ আ(টাপ্)}
- Bengali Word অন্তরাল English definition [অন্তোরাল্] (বিশেষ্য) আড়াল; ব্যবধান; অবকাশ (আলোকে ভাঙ্গিয়া গেল রাজনীর অন্তরাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অন্তরালবর্তী(-তিন্) (বিশেষণ) আড়ালস্থিত; অন্তরালে অবস্থিত (অন্তরালবর্তী সিন্ধী পরিবারের রান্নাঘর-রাজশেখর বসু (পরশু))। অন্তরালবর্তিনী (স্ত্রীলিঙ্গ) {( তৎসম বা সংস্কৃত)অন্তর+আ+√লা+অ(ক)}
- Bengali Word অন্তরায় English definition [অন্তোরায়] (বিশেষ্য) বাধা; প্রতিবন্ধক; বিঘ্ন (মুসলমান লেখকদের বিষয়ে লিখিবার প্রধান অন্তরায় হইতেছে তাহাদের মুদ্রিত গ্রন্থের স্বল্পতা এবং দুষ্প্রাপ্যতা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত)অন্তর+√অয়্+অ(অণ্)}
- Bengali Word অন্তরিক্ষ , অন্তরীক্ষ English definition [অন্তোরিক্খো] (বিশেষ্য) আকাশ; গগন। অন্তরিক্ষচারী (বিশেষণ) আকাশচারী; গগনবিহারী।অন্তরিক্ষবাসী (বিশেষণ) আকাশবাসী। অন্তরিক্ষবাসিনী (স্ত্রীলিঙ্গ)। অন্তরিক্ষমণ্ডল (বিশেষ্য) নভোমন্ডল; বায়ুমন্ডল। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ+√ঈক্ষ্+অ(অচ্); ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অন্তরিত English definition [অন্তোরিতো] (বিশেষণ) ১ অন্তর্হিত; লুক্কায়িত। ২ আবৃত; আচ্ছন্ন। ৩ অপসারিত; দূরীভূত। ৪ ভিতরকার; মনোগত; অন্তরস্থিত (ফাটি অন্তরিত রাগে-মাইকেল মধুসূদন দত্ত)। ৫ সরকারি আদেশে নির্দিষ্ট স্থানে আবদ্ধ। অন্তরণ (বিশেষ্য) নির্দিষ্ট স্থানে আবদ্ধকরণ; internment। অন্তরীণ (বিশেষ্য) নির্দিষ্ট স্থানে নজরবন্দী internee (স্বপ্নে সময় অন্তরীণ-আহসান হাবীব)। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+√ই+ত(ক্ত)}
- Bengali Word অন্তরিন্দ্রিয় English definition [অন্তোরিন্দ্রিয়ো] (বিশেষ্য) মন; হৃয়। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃ+ইন্দ্রিয়}
- Bengali Word অন্তরীক্ষ English definition ⇒ অন্তরিক্ষ
- Bengali Word অন্তরীণ English definition ⇒ অন্তরিত
- Bengali Word অন্তরীপ English definition [অন্তোরিপ্] (বিশেষ্য) (ভূগো.) যে স্থলভাগ ক্রমশ সূক্ষ্মাগ্র হয়ে সমুদ্রে প্রবেশ করেছে; cape।
- Bengali Word অন্তরীয় English definition [অন্তোরিয়ো] (বিশেষ্য) ১ অন্তর্বাস; underwear। ২ ইজার, ধুতি ইত্যাদি। (বিপরীতার্থক শব্দ ) উত্তরীয়। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+ঈয়(ছ)}
- Bengali Word অন্তর্গত English definition [অন্তর্গতো] (বিশেষণ) মধ্যবর্তী; অভ্যন্তরস্থ। {(তৎসম বা সংস্কৃত) অন্তর্+গত}
- Bengali Word অন্তর্গূঢ় English definition [অন্তর্গুঢ়ো/অন্তোর্গুঢ়ো] (বিশেষণ) ভিতরে লুক্কায়িত; অপ্রকাশিত; গুপ্ত (অন্তর্গূঢ় বাষ্পাকুল বিচ্ছেদক্রন্দন- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+গূঢ়}
- Bengali Word অন্তর্গৃহ English definition [অন্তর্গৃহো/অন্তোর্গৃহো] (বিশেষ্য) গৃহের অভ্যন্তরে গৃহ; ঘরের ভিতরে ঘর। {(তৎসম বা সংস্কৃত)অন্তর্+গৃহ; অব্যয়ীভাব সমাস}