অ পৃষ্ঠা ৪৪
- Bengali Word অনুরঞ্জন English definition [ওনুরন্জোন্] (বিশেষ্য) ১ মনোরঞ্জন; তুষ্টকরণ; প্রীতি সম্পাদন (প্রজালোকের সর্বাঙ্গীণ অনুরঞ্জনের জন্য –ঈবি)। ২ রঞ্জিতকরণ।অনুরঞ্জক (বিশেষণ) প্রীতি সম্পাদক; মনোরঞ্জনকারী (প্রজানুরঞ্জক নরপতি)। □ (বিশেষ্য) যে রং করে। অনুরঞ্জিত (বিশেষণ) ১ অনুরাগযুক্ত। ২ বর্ণরঞ্জিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√রঞ্জি+অন(ল্যূট্); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুরণন English definition [ওনুরনোন্] (বিশেষ্য) প্রতিধ্বনি; ধ্বনির প্রভাবে ইত্থিত কম্পন। □ ক্রি অন্য ধ্বনির প্রভাবে ধ্বনিত হওয়া। অনুরণিত (বিশেষণ) প্রতিধ্বনিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ রণ্+অন(ল্যুট্); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুরত English definition [ওনুরতো] (বিশেষণ) অনুরক্ত; আসক্ত (প্রবীণ প্রাচীন চীন নিশি দিনমান কর্ম-অনুরত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনুরতি (বিশেষ্য) অনুরক্তি; আসক্তি। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ রম্+ত(ক্ত)}
- Bengali Word অনুরাগ English definition [ওনুরাগ্] (বিশেষ্য) ১ প্রেম; প্রীতি; সোহাগ। ২ আদর; স্নেহ; যত্ন। ৩ প্রবৃত্তি; আসক্তি (ধর্মানুরাগ)। ৪ (সন্) রাগের সহচর (অনুরাগ সেসব রাগিণী-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৫ দোষ; ফল (সকল হারিয়ে কন্যা কর্মের অনুরাগে- পূর্ববঙ্গ গীতিকা) □ (ক্রিয়াবিশেষণ) যদৃচ্ছা; যেমন খুশি (কোহ্ন ভাই ক্রুদ্ধ হই মারে অনুরাগে-শাহ মুহম্মদ সগীর)। অনুরাগী (-গিন্) (বিশেষণ) ১ প্রেমিক; অনুরাগযুক্ত। ২ আসক্ত; অনুরক্ত। অনুরাগিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু+রাগ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুরাধা English definition [ওনুরাধা] (বিশেষ্য) নক্ষত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অনু+√রাধ্+আ(টাপ্); প্রাদি.}
- Bengali Word অনুরুদ্ধ English definition [ওনুরুদ্ধো] (বিশেষণ) ১ অনুরোধ করা হয়েছে এমন। ২ প্রার্থনা করা হয়েছে এমন; প্রার্থিত; যাচিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√রুধ্+ত(ক্ত); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুরূপ English definition [ওনুরুপ্] (বিশেষণ) ১ তুল্য; সদৃশ; সম; corresponding। ২ যোগ্য; উপযুক্ত (তুমি অনুরূপ পাত্রেই অনুরাগিণী হইয়াছ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনুরূপ (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অনু+রূপ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুরোধ English definition [অনুরোধ্] (বিশেষ্য) প্রার্থনা; সুপারিশ (অনেকেই অনুরোধে ঢেঁকি গেলে)। □ (ক্রিয়াবিশেষণ) উপলক্ষ; খাতির (কার্যানুরোধ)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√রুধ্+অ(ঘঞ্)}
- Bengali Word অনুর্বর English definition [ওনুর্বর্] (বিশেষণ) ১ উৎপাদন-ক্ষমতাশূন্য; উর্বর নয় এমন। ২ মেধাশূন্য; অপ্রখর (অনুর্বর মস্তিষ্ক)। অনুর্বরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) নিষ্ফলা; ব্যর্থ (অনুর্বরা অভিশাপ তব-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উর্বর্; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুলম্ব English definition [ওনুলম্বো] (বিশেষণ) খাড়াই বরাবর; লম্বালম্বি। {(তৎসম বা সংস্কৃত) অনু+লম্ব; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুলাপ English definition [ওনুলাপ্] (বিশেষ্য) পুনঃপুন কথন; বারবার বলা (তার অনুলাপ তেমনই সত্যাসত্যের অতীত-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√লপ্+অ(ঘঞ্); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুলিখন , অনুলিপি , অনুলেখ English definition [ওনুলিখন্, ওনুলিপি, ওনুলেখ্] (বিশেষ্য) ১ শ্রুতলিখন, dictation। ২ অনুরূপ লিখন; লিপ্যন্তর; transliteration। ৩ কোনো লেখা বা পাণ্ডুলিপির নকল (আরবী অনুলিপি অদ্যাপিও প্যারিস এবং বার্লিনে বিদ্যমান-আকবর আলী)। অনুলেখক (বিশেষ্য) মূল লেখকের পক্ষে পাণ্ডুলিপি প্রস্তুতকারক; লিপিকর; পান্ডুলিপি নকলকারী। {(তৎসম বা সংস্কৃত)অনু+লিখন, লিপি, লেখ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুলিপ্ত English definition [ওনুলিপ্তো] (বিশেষণ) ১ অনুরঞ্জিত (আকাশে নীল দেহকে যেন গোপীচন্দন অনুলিপ্ত করিয়া দিয়াছে-কাজী নজরুল ইসলাম)। ২ লিপ্ত। {(তৎসম বা সংস্কৃত) অনু+লিপ্ত; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুলেখ , অনুলেখক English definition ⇒ অুনলিখন
- Bengali Word অনুলেপ , অনুলেপন English definition [ওনুলেপ্, ওনুলেপোন্] (বিশেষ্য) লেপন; প্রলেপ। অনুলিপ্ত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+লেপ, লেপন; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুলোম English definition [ওনুলোম্] (বিশেষ্য) যথাক্রম; অুনক্রম। □ (বিশেষণ) অনুকূল। অনুলোমবিবাহ (বিশেষ্য) হিন্দু উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের নারীর বিবাহ। (তুলনীয়) প্রতিলোম বিবাহ। অনুলোমে (ক্রিয়াবিশেষণ) প্রকৃষ্ট প্রণালী অনুসারে। (ওই অনুলোমে বিলোবে -কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অনু+লোম; প্রাদি.}
- Bengali Word অনুল্লঙ্ঘন English definition [ওনুল্লঙ্ঘন্] (বিশেষ্য) অনতিক্রম। অনুল্লঙ্ঘনীয়, অনুল্লঙ্ঘ্য (বিশেষণ ) অনতিক্রমণীয়; উল্লঙ্ঘন করা যায় না এমন (অনুল্লঙ্ঘনীয় প্রয়োজন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; তাহার অনুল্লঙ্ঘ্য প্রমাণ আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+উল্লঙ্ঘন, উল্লঙ্ঘনীয়, উল্লঙ্ঘ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনুশাসন English definition [ওনুশাশোন্] (বিশেষ্য) ১ আদেশ; বিধান; edict (আশোকের অনুশাসন)। ২ উপদেশ; শিক্ষা। অনুশাসক বিণ। {( তৎসম বা সংস্কৃত)অনু+√শাস্+অন(ল্যুট্); অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুশিষ্য English definition [ওনুশিশ্শো] (বিশেষ্য) শিষ্যের শিষ্য; প্রশিষ্য। {(তৎসম বা সংস্কৃত )অনু+শিষ্য}
- Bengali Word অনুশীলন English definition [ওনুশিলন্] (বিশেষ্য) চর্চা; অভ্যাস। অনুশীলনী (বিশেষ্য) অধীত পাঠের আলোচনা; অনুশীলন সহায়। অনুশীলনীয় (বিশেষণ) চর্চা বা অভ্যাস করতে হবে এমন। অনুশীলিত (বিশেষণ) ১ অনুশীলন করা হয়েছে এমন; চর্চার দ্বারা লব্ধ। ২ সুমার্জিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+শীলন}