অ পৃষ্ঠা ৩১
- Bengali Word অনবধান English definition [অনবধান্] (বিশেষ্য) ১ অমনোযোগ; উপেক্ষা। □ (বিশেষণ) অমনোযোগী; যত্নহীন। অনবধানতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ অবধান; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনবরত English definition [অনবরতো] (ক্রিয়াবিশেষণ) অবিরাম; অবাধে; সতত (নয়নযুগল হইতে অনবরত অশ্রুধারা নির্গত হইতেছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ অবিশ্রান্ত; নিরন্তর। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অব+√রম্+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনবরুদ্ধ English definition [অনবরুদ্ধো] (বিশেষণ) মুক্ত; স্বাধীন। অনবরোধ (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অবরুদ্ধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনবসর English definition [অনবশর্] (বিশেষ্য) অনবকাশ; সময়ের অভাব (কেবল অনভ্যাস, অনিচ্ছা, অনবসর ইত্যাদি কারণেই পারে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) অবকাশহীন; বিরামশূন্য (অনবসর কর্মপ্রবাহ-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অবসর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনবসিত English definition [অনবোশিতো] (বিশেষণ) অসমাপ্ত; অপরিণত। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অবসিত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনবস্থ , অনবস্থিত English definition [অনবস্থো, অনবস্থিতো] (বিশেষণ) অব্যবস্থিত; অস্থির; চঞ্চল। অনবস্থিতচিত্ত (বিশেষণ) চঞ্চলমতি; অব্যবস্থিতচিত্ত। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অবস্থা, অবস্থিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনবস্থা English definition [অনবস্থা] (বিশেষ্য) ১ অব্যবস্থা; অস্থিরতা। ২ উপপাদ্য ও উপপাদকের অনবরত উল্লেখহেতু তর্কদোষবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অবস্থা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনবস্থিত , অনবস্থিতচিত্ত English definition ⇒ অনবস্থ
- Bengali Word অনবহিত English definition [অনবহিতো] (বিশেষণ) ১ অমনোযোগী। ২ অসতর্ক (তুমি এ বিষয়ে ক্ষণমাত্রও অনবহিত থাকিবে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ অবিদিত; অজ্ঞাত। ৪ যত্নহীন। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অবহিত; (নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনভিজাত English definition [অনোভিজাতো] (বিশেষণ) অসম্ভ্রান্ত; অকুলীন; বংশমর্যাদাহীন (লেখকগণও সাধারণত অনভিজাত নন-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অভিজাত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনভিজ্ঞ English definition [অনোভিগ্গো] (বিশেষণ) অভিজ্ঞতাহীন; অজ্ঞ; আনাড়ি। অভিজ্ঞতা স্ত্রী. (নিজেকে নিতান্ত অক্ষমা অনভিজ্ঞা জ্ঞান কারয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনভিজ্ঞতা (বিশেষ্য) অজ্ঞতা; অভিজ্ঞতাশূন্যতা (ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অভিপ্রায়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনভিপ্রেত English definition [অনোভিপ্প্রেত্] (বিশেষণ) ইচ্ছাবিরুদ্ধ; অবাঞ্ছিত; অননুমত (ইহা তাহার অনভিপ্রেত ছিল না –রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্+অনভিপ্রেত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনভিব্যক্ত English definition [অনোভিব্ব্যাক্তো] (বিশেষণ) অব্যক্ত; অস্পষ্ট; অপ্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ অভিব্যক্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনভিভবনীয় English definition [অনোভিভবোনিয়ো] (বিশেষণ) পরাভবের অতীত; অপরাজেয়। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অভিবব+ অনীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনভিভূত English definition [অনোভিভুতো] (বিশেষণ) ১ অপরাজিত। ২ অব্যাহত। ৩ অব্যাকুল। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অভিভূত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনভিমত English definition ⇒ অননুমত
- Bengali Word অনভিলষণীয় English definition [অনোভিলশোনিয়ো] (বিশেষণ) অবাঞ্ছনীয়; অপ্রার্থনীয়। অনভিলষিত (বিশেষণ) অবাঞ্ছিত; অপ্রার্থিত। অনভিলাষ (বিশেষণ) ইচ্ছার অভাব; অভিলাষহীনতা। অনভিলাষী (বিশেষণ) {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ অভিলষণীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনভ্যস্ত English definition [অনোভ্ভোস্তো] (বিশেষণ) ১ অভ্যাস নেই এমন; আনাড়ি। ২ অভ্যাস করা হয়নি এমন(অনভ্যস্থ কাজ)। অনভ্যাস (বিশেষ্য) । {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অভ্যস্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনমনীয় English definition [অনমোনিয়ো] (বিশেষণ) নত হয় না বা করা যায় না এমন; শক্ত; দৃঢ়। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ নমনীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনমিত English definition [অনমিতো] (বিশেষণ) নত নয় এমন; সমুন্নত (আঁখি তোলো অনমিত-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+নমিত; (বহুব্রীহি সমাস)}