অ পৃষ্ঠা ৩৪
- Bengali Word অনাদ্য English definition [অনাদ্দো] (বিশেষণ) আদিহীন; অপ্রথম। অনাদ্যা স্ত্রী. । {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আদ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাদ্যা English definition ⇒ অনাদ্য
- Bengali Word অনাবশ্য English definition [অনাবোশ্শো] (বিশেষণ) অপ্রয়োজনীয়; আবশ্যক নয় এমন (অনাবশ্য, অনাদৃত এনে দাও অযাচিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অবশ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাবশ্যক English definition [অনাবোশ্শোক্] (বিশেষ্য) অপ্রয়োজন; অদরকার; বেদরকার (অনাবশ্যকের ভাঙা ঘাটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) অপ্রয়োজনীয়; অদরকারি; বেদরকারি। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আবশ্যক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাবাসিক English definition [অনাবাসিক্] (বিশেষণ) বাস করে না এমন; nonresident। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ আবাসিক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাবিদ্ধ English definition [অনাবিদ্ধো] (বিশেষণ) অনাহত; বিদ্ধ হয়নি এমন (অনাবিদ্ধ পাখি-অচিন্তকুমার সেনগুপ্ত)। {বা. অনা+বিদ্ধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাবিল English definition [অনাবিল্] (বিশেষণ) ১ অমল; অকলুষিত (সে প্রেম কত গভীর, কত অনাবিল-ফকির গরীবুল্লাহ)।২ স্বচ্ছ; নির্মল। অনাবিলা (বিশেষণ) স্ত্রী. নির্মলা, অকলুষিতা (যাদের বানীময়ী দিঠি সে অনাবিলা-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আ; অনাবিল; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাবিষ্কার্য English definition [অনাবিশ্কার্জো] (বিশেষণ) আবিষ্কার করা যায় না এমন (তার উপকরণ অনাবিষ্কার্য-সুধীন্দ্রনাথ দত্ত)। অনাবিষ্কৃত (বিশেষণ) আবিষ্কার করা হয়নি এমন; অপ্রকাশিত (সময়ের অনাবিষ্কৃত অন্তরীপ জীবন)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আবিষ্কার্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাবিষ্ট English definition [অনাবিশ্টো] (বিশেষণ) অমনোযোগী (সেই অনাবিষ্ট বালকসমাজে লব্ধপ্রবিষ্ট হইয়াছিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আবিষ্ট; (বহুব্রীহি সমাস)
- Bengali Word অনাবৃত English definition [অনাব্বৃতো] (বিশেষণ) আচ্ছাদনশূন্য; খোলা। অনাবৃতি (বিশেষ্য) আবরণশূন্যতা; উন্মুক্ততা। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আবৃত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাবৃত্তি English definition [অনাবৃত্তি] (বিশেষ্য) ১ অনভ্যাস; চেষ্টাশূণ্যতা। ২ ফিরে না আসা; অপ্রত্যাবর্তন (তার অনেকাংশেই থেকে যায় অনাবৃতি-অচিন্তকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আবৃত্তি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাবৃষ্টি English definition [অনাবৃশ্টি] (বিশেষ্য) বর্ষণাভাব; অপর্যাপ্ত বৃষ্টি। {(বাংলা) অনা+(তৎসম বা সংস্কৃত)বৃষ্টি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনামক , অনামিক English definition [অনামোক্, অনামিক্] (বিশেষণ) অনামা; নাম নেই এমন; নামহীন (আনন্দে-বিষাদে মেশানো ঐ অনামিক অনুভূতির জমির উপর-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+নামক, নামিক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনামা ১ English definition [অনামা] (বিশেষণ) নামহীন। অনাম্নী স্ত্রী. {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+নামন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনামা ২ English definition ⇒ অনামিকা
- Bengali Word অনামিক English definition ⇒ অনামক
- Bengali Word অনামিকা , অনামা English definition [অনামিকা, অনামা] (বিশেষ্য) কনিষ্ঠার সংলগ্ন অঙ্গুলি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+নামিকা, নামন্; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনামুক , অনামুখা , অনামুখো English definition [অনামুখো, অনামুখা, অনামুখো] (বিশেষণ) মুখদর্শনে অমঙ্গল হয় এমন (তাহার কাছেও আমি অনামুখো, আমার মুখ অযাত্রা-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(বাংলা) অনা+(তৎসম বা সংস্কৃত)মুখ+ (বাংলা) আ,ও;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাম্নী English definition ⇒ অনামা
- Bengali Word অনাময় English definition [অনাময়্] (বিশেষ্য) আরোগ্য; সুস্থতা; রোগাভাব। □ বিন নিরাময়; নীরোগ; সুস্থ। অনাময়তা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আময়; (নঞ্ তৎপুরুষ সমাস)}