• Bengali Word অনবস্থ , অনবস্থিত English definition [অনবস্‌থো, অনবস্‌থিতো] (বিশেষণ) অব্যবস্থিত; অস্থির; চঞ্চল। অনবস্থিতচিত্ত (বিশেষণ) চঞ্চলমতি; অব্যবস্থিতচিত্ত। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবস্থা, অবস্থিত; (বহুব্রীহি সমাস)}
    • Bengali Word অনবস্থা English definition [অনবস্‌থা] (বিশেষ্য) ১ অব্যবস্থা; অস্থিরতা। ২ উপপাদ্য ও উপপাদকের অনবরত উল্লেখহেতু তর্কদোষবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবস্থা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
    • Bengali Word অনবস্থিত , অনবস্থিতচিত্ত English definition ⇒ অনবস্থ