অ পৃষ্ঠা ৩৩
- Bengali Word অনাক্রম্য , অনাক্রমণীয় English definition [অনাক্ক্রোম্মো, অনাক্ক্রোমোনিয়ো] (বিশেষণ) আক্রমণের অসাধ্য; দুরাক্রম্য (এ দুর্গম দুর্গে বন্দী, অনাক্রমণীয়, নিশ্চিন্ত আমার সত্তা-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আক্রম্য, আক্রমণীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাক্রান্ত English definition [অনাক্ক্রান্ত] (বিশেষণ) আক্রান্ত নয় বা আক্রান্ত হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আক্রান্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাগত English definition [অনাগতো] (বিশেষণ) ১ ভবিষ্যৎ; ভাবী (অনাগতকাল)। ২ অনুপস্থিত; এখনও আসেনি এমন (অনাগত জন)। অনাগতবিধাতা (বিশেষ্য), (বিশেষণ) ভবিষ্যতের জন্য ব্যবস্থাকারী। অনাগতা (বিশেষ্য) স্ত্রী. ১ ভবিষ্যৎ; ভাবীকাল (অয়ি অনাগতা –রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনুপস্থিত (ব্যক্তি)।{(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আগত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাগম English definition [অনাগম্] (বিশেষ্য) ১ উপার্জন বা লাভের অভাব। ২ অনুপস্থিতি; না আসা। অনাগমন (বিশেষ্য) অনুপস্থিতি। অনাগম্য (বিশেষণ) ১ অনধিগম্য; দুর্গম। ২ অসম্ভাব্য; অঘটনীয়। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আগম; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাঘ্রাত , অঘ্রাত English definition [অনাগ্ঘ্রাতো, অগ্ঘ্রাতো] (বিশেষণ) ১ ঘ্রাণ নেওয়া হয়নি এমন (অনাঘ্রাত ফুল)। ২ ভোগ করা হয়নি এমন। ৩ অকলুষিত; অসম্পৃক্ত (দোষে আক্রান্ত অনাঘ্রাত চিত্ত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনাঘ্রাতা স্ত্রী.(যূথী অনাঘ্রাতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আঘ্রাত, ঘ্রাত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাচার English definition [অনাচার্] (বিশেষ্য) ১ অশিষ্ট আচার; কদাচার। ২ শাস্ত্রবিগর্হিত আচার। অনাচারী (বিশেষণ) ১ কদাচারী; গর্হিত আচরণকারী। ২ ভ্রষ্টাচারী; সমাজ ও শাস্ত্র বিগর্হিত আচরণকারী। ৩ আচার লঙ্ঘনকারী (আমরা সবাই নব্যযুগের সভ্য যুবা অনাচারী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আচার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাচ্ছন্ন English definition [অনাচ্ছন্নো] (বিশেষণ) ১ অনাবৃত; অনাচ্ছাদিত। ২ অনভিভূত; অবশীভূত। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আচ্ছন্ন; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাছিষ্টি English definition ⇒ অনাসৃষ্টি
- Bengali Word অনাটন English definition ⇒ অনটন
- Bengali Word অনাঢ্য English definition [অনাড্ঢো] (বিশেষণ) ধনী নয় এমন; মধ্যবিত্ত। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আঢ্য(=ধনী); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাতপ English definition [অনাতপ্] (বিশেষণ) আতপ নয় এমন (অনাতপ চাউল)। □ (বিশেষ্য) ছায়া ; রৌদ্রহীন স্থান। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ আতপ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাতুর English definition [অনাতুর্] (বিশেষণ) আতুর বা রুগ্ণ নয় এমন; অক্লিষ্ট; অরুগ্ণ। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ আতুর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাত্ম English definition [অনাত্তোঁ] (বিশেষণ) আত্মসম্পর্কশূন্য; impersonal । অনাত্মজ্ঞ (বিশেষণ) নিজ আত্না, প্রকৃতি বা অবস্থা জ্ঞাত নয় এমন। অনাত্মজ্ঞতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আত্ম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাত্মীয় English definition [অনাত্তিঁয়ো] (বিশেষণ) ১ আত্মীয় নয় এমন; পর। ২ আত্মীয়শূন্য; আপনজনবিহীন (অনাত্নীয় সংসার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শত্রু, দুশমন। অনাত্মীয়তা (বিশেষ্য) ১ আত্মীয়তার অভাব। ২ অসদ্ভাব; বিদ্বেষভাব; শত্রুতা। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আত্মীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাথ English definition [অনাথ্] (বিশেষণ) সহায়শূন্য; এতিম; নিরাশ্রয়। অনাথা, অনাথিনী (অপপ্রয়োগ)বিণ স্ত্রী ১ নিরাশ্রয়া; সহায়হীনা (অনাথা করিআঁ মোক কাহ্নাঞিপলাএ-বচদা; অনাথিনী দুই স্ত্রী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিধবা; স্বামীহারা। অনাথশ্রম, অনাথনিবাস (বিশেষ্য) এতিম মাতৃপিতৃহীন বালক-বালিকার আশ্রয়স্থল; এতিমখানা; orphanage । {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ নাথ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাদন্ত English definition [অনাদ্দোন্তো] (বিশেষণ) আদি-অন্তহীন; অনন্ত (ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ আদি+অন্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাদর English definition [অনাদর্] (বিশেষ্য) ১ অযত্ন; আদরের অভাব। ২ উপেক্ষা; অমনোযোগ (কিন্তু তাহার অনাদর দেখিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অসম্মান; অপমান। অনাদরণীয় (বিশেষণ) অনাদরের যোগ্য বা উপযুক্ত; আদরের অযোগ্য। অনাদৃত (বিশেষণ) উপেক্ষিত; অবজ্ঞাত। অনাদৃতা স্ত্রী.। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আদর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাদায় English definition [অনাদায়্] (বিশেষ্য) অপ্রাপ্তি; আদায়ের অভাব। □ (বিশেষণ) বাকি; অপ্রাপ্ত। অনাদায়ী (বিশেষণ) অপ্রাপ্ত বাকি। অনাদেয় (অপ্র.) (বিশেষণ) আদায় করা সম্ভব নয় এমন; আদায়ের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আ.আদায়}
- Bengali Word অনাদি English definition [অনাদি] (বিশেষণ) ১ আদিহীন; উৎপত্তিবিহীন; স্বয়ম্ভু। ২ চিরকালীন; চিরগত (বেচেঁ আছি সেই এক অনাদি আশার অপার প্রেরণা নিয়ে-রশীদ খাঁন)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আদি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাদৃত , অনাদৃতা English definition ⇒ অনাদর